বাঙালির প্রিয় বিষয় গোয়েন্দা। আর গত বছর বড় পর্দা কাঁপিয়েছে ব্যোমকেশ এবং সোনাদা। সেদিক থেকে দেখতে গেলে এই বছর বাংলা বক্স অফিসে গোয়েন্দা ছবির আত্মপ্রকাশ ঘটছে খুদে গোয়েন্দা তাতারের হাত ধরে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্র গোয়েন্দা তাতার। ‘চতুর গোয়েন্দা চতুরাভিযান’ এর চরিত্র তাতারকে নিয়েই সিনেমা বানিয়েছেন পরিচালক শ্রীকান্ত গোলুই। তবে গোয়েন্দার পরিবর্তে এই ছবিকে অ্যাডভেঞ্চার ছবি বলতেই পছন্দ করছেন পরিচালক। কেন এই ছবি? শ্রীকান্তর কথায় ‘ছোটবেলায় তাতারের সঙ্গে আমি নিজের মিল খুঁজে পেতাম। তার থেকেও বড় কথা আজকের ব্যাক্তিকেন্দ্রিক সমাজে তাতারের অভিযান বন্ধুত্ব এবং ঐকতার কথা বলে।’ তাতারকে নিয়ে ছবি তৈরি হওয়ায় উচ্ছ্বসিত ষষ্ঠীপদবাবু জানালেন ‘অনেকদিনের স্বপ্ন পূরণ হল। ছোটদের পাশাপাশি বড়দেরও ছবিটা পছন্দ হলে খুশি হব।’
ছবিতে তাতারের চরিত্রে অভিনয় করছে অধিরাজ গঙ্গোপাধ্যায়। অধিরাজ এখন টলিউডে পরিচিত মুখ। এর আগে ‘ছায়াময়’, ‘কাদম্বরী’ এবং ‘ধরাস্নান’ এর মতো ছবিতে অভিনয় করেছে সে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, মনু মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তমাল রায়চৌধুরী প্রমুখ। কলকাতা ছাড়াও শ্যুটিং হয়েছে বোলপুর ও বর্ধমানে।
নিজস্ব প্রতিনিধি