Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কখন অ্যাঞ্জিওপ্লাস্টি
কখন বাইপাস?

বহু বছর এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছেন রোগীরা। বহুক্ষেত্রে দ্বিধাবিভক্ত প্রথিতযশা চিকিৎসকরাও। এবারে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘স্বাস্থ্যকর বিতর্ক’। আসরে দুই বিশিষ্ট চিকিৎসক। জানাচ্ছেন পিজি হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রাক্তন অধিকর্তা ডাঃ অরূপ দাসবিশ্বাস ও দুর্গাপুর মিশন হাসপাতালের কর্ণধার বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ সত্যজিৎ বসু

হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেওয়ার কাজটি করে করোনারি আর্টারি। মুশকিল হল, অনেক সময় এই ধমনিগুলির মধ্যেও কোলেস্টেরল, অন্যান্য ফ্যাট, ক্যালশিয়াম সহ বিভিন্ন যৌগ জমে যেতে পারে। একে বলে প্লাক। প্লাক রক্তচলাচলে সমস্যা তৈরি করে। হার্টে পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছয় না। বিশেষত, রোগী যখন পরিশ্রম করেন। মানসিক উত্তেজনার সময়ও রক্তের ঘাটতি তৈরি দেখা দেয়। ফলে হৃৎপিণ্ডের কর্মকাণ্ড ব্যাহত হয়। দেখা দেয় বুকের চাপ বা ব্যথা, হাঁপ ধরা, শ্বাসকষ্টের মতো সমস্যা। 
যদি কোনও প্লাকে জটিলতা দেখা দেয় বা সেখানে রক্ত জমাট বেঁধে যায়, তখন হার্ট অ্যাটাক হয়। হতে পারে মৃত্যুও। এমন জটিল পরিস্থিতির মোকাবিলা করতেই এসেছে নানাবিধ ওষুধ, অ্যাঞ্জিওপ্লাস্টি ও বাইপাসের মতো চিকিৎসাপদ্ধতি। 

একনজরে অ্যাঞ্জিওপ্লাস্টি
এক্ষেত্রে কব্জি বা কুঁচকির শিরার মধ্যে একটি নল (ক্যাথিটার) প্রবেশ করিয়ে নলটিকে হার্টের ব্লকেজের কাছে আনা হয়। এরপর ধমনির ওই সরু অংশে নলটির সাহায্যে একটি বেলুন ফোলানো হয়। এভাবে ধমনির ওই সরু হয়ে যাওয়া অংশটি প্রসারিত হয়। এরপর বেশিরভাগ ক্ষেত্রে সেই অংশে তারের জাল (স্টেন্ট) বসিয়ে দেওয়া হয়। ফলে ধমনিতে রক্ত চলাচল স্বাভাবিক হয়।

একনজরে বাইপাস
রাস্তার যানজট কাটাতে যেমন বাইপাস রোড ধরতে হয়, ঠিক তেমনটাই হয় বাইপাস সার্জারির ক্ষেত্রেও। এই সার্জারিতে শরীরের অন্য অংশ থেকে ধমনি বা শিরা কেটে এনে হার্টের ধমনির ব্লকের পরে জুড়ে দেওয়া হয়। ফলে ব্লককে বাইপাস করে নতুন বসানো ধমনি বা শিরার মধ্যে দিয়ে রক্ত বয়ে যায়। রক্তচলাচল হয়ে পড়ে স্বাভাবিক।
অ্যাঞ্জিওপ্লাস্টি না বাইপাস?
বহুদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমেই বলি, করোনারি আর্টারিজনিত সমস্যা মূলত দুই রকম— অ্যাকিউট ও ক্রনিক।
অ্যাকিউট রোগ— রোগীর হার্ট অ্যাটাক হলে আপৎকালীন পরিস্থিতিতে সমস্যার মোকাবিলা করতে হয়। এই অবস্থায় সময়ের সদ্ব্যবহার খুবই জরুরি। দ্রুত চিকিৎসা করতে হয়। এই সময়ে সবথেকে বেশি প্রাধান্য পায় উপযুক্ত ওষুধের ব্যবহার। প্রয়োজন হলে এবং সুযোগ থাকলে অ্যাঞ্জিওপ্লাস্টি-স্টেন্টিং করা যেতে পারে। 
ক্রনিক রোগ— ক্রনিক পর্যায়ে মূলত দুই ধরনের চিকিৎসা হয়— ১. শুধুমাত্র ওষুধে চিকিৎসা ২. ওষুধ ও রিভাস্কুলারাইজেশন (অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বাইপাস)। প্রাথমিকভাবে চিকিৎসক ঠিক করেন, রোগী কি ওষুধেই ভালো থাকতে পারবেন নাকি রিভাস্কুলারাইজেশন জরুরি? তা রোগীর জীবনযাত্রার কতটা উন্নতি করবে? তাঁকে কি প্রাণ সংশয় থেকে বাঁচানো যেতে পারে? আয়ু বাড়ানো কতটা সম্ভব? রিভাস্কুলারাইজেশন করার সিদ্ধান্ত গ্রহণের পরই কোনও রোগীর ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি না বাইপাস কোনটি বেশি উপকারী, এই বিষয়টি দেখা হয়। তা সাধারণত ঠিক করেন একজন হার্ট বিশেষজ্ঞ। সিদ্ধান্ত গ্রহণ জটিল হলে কার্ডিওলজিস্ট, হার্ট সার্জেন, অ্যানেস্থেসিওলজিস্ট সহ হার্ট টিম সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত গ্রহণের সময় সাধারণত চিকিৎসকরা এই বিষয়গুলির খেয়াল রাখেন—

 এতে রোগীর হার্ট সহ সার্বিক জীবনযাত্রার কতটা উন্নতি হতে পারে। অসুখের পরিস্থিতি কতটা জটিল ইত্যাদি। কয়েকটি স্কোরিং সিস্টেমের উপরও নির্ভর করা হয়। কখনও এর বাইরেও উত্তর খুঁজতে হয়। 
 কোনটি করলে বিপদ এড়িয়ে সবথেকে ভালো ফল মিলতে পারে। ভালো ফল বলতে প্রাণ সংশয় কাটানো, জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি বোঝানো হচ্ছে। 
 রোগ কতটা জটিল, এই বিষয়টিও বিচার্য। সহজে বলতে গেলে, একটি ধমনিতে সমস্যা থাকলে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যেতে পারে। অপরদিকে একাধিক শিরায় অনেকগুলি ব্লকেজ থাকলে বাইপাসের কথা ভাবা হয়ে থাকে। 
 ব্লকটি কেমন, কোন শিরায়, সেখানে ক্যালশিয়াম কতটা জমে রয়েছে— এগুলিও দেখা হয়।  
 বয়স ও ফিটনেসও বিচার্য বিষয়। বহু রোগী বাইপাস ও অ্যানেস্থেশিয়ার ধকল নাও সইতে পারেন।
 করোনারি আর্টারির সমস্যা থেকে হার্টের পাম্প করার ক্ষমতা অনেকটা কমে গেলে বা হার্ট ফেলিওর হলে সার্জারি করলে ভালো ফল মেলে।
 রোগীর অন্য কী অসুখ রয়েছে তার উপরও অনেককিছু নির্ভর করে। যেমন— শ্বাসনালী ও ফুসফুসের ক্রনিক সমস্যা থাকলে অ্যানাস্থেশিয়া অনেক রোগীর ক্ষেত্রে ঝুঁকির কারণ হতে পারে। এমন ক্ষেত্রে বাইপাস এড়িয়ে যাওয়া যেতে পারে। আবার কিডনির অসুখ থাকলে অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে ভাবতে হয়। এছাড়াও ডায়াবেটিস থাকলে নানান জটিলতা হতে পারে। তাই এই বিষয়টিও মাথায় রাখতে হয়। তবে এগুলি কয়েকটি সাধারণ মতামত মাত্র। এভাবে কোনও বিধান দেওয়া যাবে না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। পরিশেষে বলি, বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি— এই দুই পদ্ধতির মধ্যে কোনও বিরোধ নেই। দুইয়েরই উদ্দেশ্য রোগীকে সুস্থ করে তোলা। তবে মনে রাখবেন, শুধু এগুলি সম্পূর্ণ রোগমুক্তি দিতে পারবে না। জীবনযাত্রা পরিবর্তন ও নিয়মিত ওষুধ খাওয়াও অত্যন্ত জরুরি।

কখন অ্যাঞ্জিওপ্লাস্টি?
ধরা যাক কারও হার্ট অ্যাটাক হয়েছে। রোগীকে ঘণ্টা দু’য়েকের মধ্যে হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এমন ক্ষেত্রে  অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল একটি রক্তবাহী ধমনির প্রধান অংশে ব্লক বা বাধা রয়েছে। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ধমনিতে স্টেন্ট বসিয়ে ব্লক খুলে দেওয়াই দস্তুর। এই প্রক্রিয়াকে বলা হয় প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এটি বহু মানুষের জীবন ফিরিয়ে দিয়েছে। 
একটিমাত্র ধমনিতে ব্লক থাকলেই অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে এমন নয়। দেখতে হবে ওই ব্যক্তির অন্য কোনও সমস্যা উদ্রেককারী শারীরিক লক্ষণ রয়েছে কি না! শারীরিক কষ্ট না থাকা সত্ত্বেও, বা টিএমটি নেগেটিভ থাকলে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত নয়। শুধু বুকে ব্যথা এবং সঙ্গে একটি মাত্র ধমনিতে আংশিক ব্লক থাকলেও অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত নয়। লেফট মেন অথবা তিনটি ধমনিতে ব্লক থাকলে কখনই অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো উচিত নয়। 

বাইপাস সার্জারি
হার্টের পেশিতে রক্তসঞ্চালনের জন্য দায়ী অন্তত তিনটে আর্টারিতে ব্লক হলে তখনই চিকিৎসক বাইপাস সার্জারির কথা ভাবতে পারেন। তাই বলে কি যেখানে সেখানে ব্লক হলেই সার্জারি করা যাবে? তা নয়। আর্টারির প্রধান প্রধান অংশে ব্লক রয়েছে কি না তা দেখা দরকার। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। হার্টের বাম দিকের পেশিতে রক্তসরবরাহ করে লেফট মেন করোনারি আর্টারি। এই ধমনি কিছু দূর এগনোর পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই দু’ভাগের নাম— ক. লেফট সারকামফ্লেক্স আর্টারি (এলসিএক্স) খ. লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি (এলএডি)। 
লেফট মেন করোনারি আর্টারিকে গঙ্গা নদীর সঙ্গে তুলনা করা যাক। গঙ্গোত্রী হল গঙ্গার উৎস। এরপর গঙ্গা বয়ে আসে মোহনার দিকে। দীর্ঘ যাত্রাপথে গঙ্গার গতিপথ রুদ্ধ হতে পারে উত্তরপ্রদেশে বা পাটনা অথবা মালদায়। মালদায় নদীপ্রবাহ রুদ্ধ হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জল পাবে না। পাটনায় হলে বিহার আর পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। নদীর বহমানতা উত্তরপ্রদেশে রুদ্ধ হলে তখন ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি কোনওভাবে গঙ্গোত্রীর কাছে নদীর গতি আটকানো হয়, পরিস্থিতি কী হতে পারে তা সহজেই অনুমেয়!
অতএব লেফট মেন আর্টারি ব্লক হয়ে যাওয়ার পর তার যে কোনও প্রধান তিনটি শাখায় ব্লক থাকলে বাইপাস করাতেই হবে। একইরকমভাবে এলএডি আর্টারিও হার্টের বিরাট অংশের পেশির কার্যকারিতা অক্ষুণ্ণ রাখে। এই আর্টারিগুলিও একটু এগিয়ে একাধিক শাখায় ভাগ হয়েছে। সেই শাখাতেও ব্লক হলে রোগীর সমস্যা তৈরি হয়। এলএডিও কিন্তু একটু এগিয়ে কয়েকটি ভাগ হয়ে যায়। 
এহেন এলএডি’র সঙ্গে  এলসিএক্স এবং ডান দিকের ধমনিতে ( রাইট করোনারি আর্টারি) যদি ব্লক থাকে, এমন ক্ষেত্রে চিকিৎসক বাইপাসের কথা ভাবতে পারেন। আবার এলএডি’তে ব্লক না থাকলে, বাইপাস সার্জারি করা একদম উচিত নয়।
এ প্রসঙ্গে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল, ল্যানসেট, নিউজিল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ নানা সময়ে একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তা অনুসারে, তিনটি আর্টারিতে ব্লক থাকা সত্ত্বেও অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস না করে যদি শুধু ওষুধের সাহায্যে চিকিৎসা করা হয়, মানুষটি আরও বেশি বাঁচেন। অবশ্য দেখতে হবে রোগীর ‘ইজেকশন ফ্র্যাকশন’ বা হার্টের রক্ত  পাম্পিংএর ক্ষমতা স্বাভাবিক আছে কি না। তিনটি আর্টারিতে ব্লক, সঙ্গে রক্ত পাম্প করার ক্ষমতা কমলে অবশ্যই বাইপাস করাতে হবে।

মনে রাখবেন—
• এদেশে যত হয়, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাসের দরকার থাকে না।
• হার্টে রক্তপ্রবাহের জন্য দায়ী প্রধান ধমনির গোড়ার দিকে ব্লক হলে দ্রুত বাইপাস সার্জারি করাতে হবে। নাহলে হার্টের বড় অংশের পেশি অকেজো হয়ে পড়বে। এমন ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করে লাভ হবে না। এই ধরনের ব্লকযুক্ত রোগীর আচমকা প্রাণহানি ঘটে। তাই দ্রুত বাইপাস করা দরকার।
• অ্যাঞ্জিওপ্লাস্টি কিংবা বাইপাস করার বয়সের ঊর্ধ্বসীমা নেই। ডায়াবেটিস, হার্ট ফেলিওর-এর মতো কো-মর্বিডিটি না থাকলে এবং ইজেকশন ফ্র্যাকশন ঠিক থাকলে নবতিপর বৃদ্ধেরও বাইপাস কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়।
লিখেছেন : সায়ন নস্কর,
সুপ্রিয় নায়েক
 
11th  November, 2021
ওভারিয়ান সিস্ট সতর্ক
থাকবেন কীভাবে?

ওভারির মধ্যে যে মাংসল বৃদ্ধি ঘটে, তাকেই সিস্ট বলে। কখনও সেই সিস্ট হয় মাংসল, আবার কখনও সেখানে থাকে তরল পদার্থ। প্রাথমিকভাবে সিস্টের কারণে তেমন কোনও শারীরিক সমস্যা না হলেও পরবর্তীকালে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশদ

02nd  December, 2021
ওমিক্রন  কতটা দুশ্চিন্তার?

সার্স কোভ ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্য হল মিউটেশন বা পরিবর্তন। আর এই কারণেই সারা বিশ্ব এখন প্রবল উদ্বেগে আছে এই মারণ ভাইরাসের নতুন মিউটেন্ট স্ট্রেন ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট’কে নিয়ে। বিশদ

02nd  December, 2021
জন্মের আগেই
রোগ নির্ণয়

গর্ভস্থ ভ্রূণ তথা আপনার ভাবী সন্তানের জিনগত অসুখ আছে কি না, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে এখন তা জানা যায়। অনেকক্ষেত্রে জন্মের আগে সেই অসুখকে প্রতিহত করাও সম্ভব। কীভাবে? জানাচ্ছেন এন আর এস মেডিক্যাল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান ডাঃ অসীম মল্লিক ও মণিপাল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিনিবেশ চট্টোপাধ্যায়।
বিশদ

25th  November, 2021
শহরের ৩৩ শতাংশ মানুষই ভুগছেন প্রেশারে

সেমিনারে চিকিৎসকরা জানান, কোভিড ১৯ আমাদের দেখিয়ে দিয়েছে, চিকিৎসার তুলনায় প্রতিরোধই শ্রেয়। তাই নাগরিকদের জীবনযাপনে বাড়াতে হবে সু’অভ্যেস। এভাবেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন তাঁরা। ফলে কোভিড ১৯ হলেও তার ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পাবে শরীর। কারণ, দেখা গিয়েছে, কোভিড ১৯ হার্টের উপরেও যথেষ্ট খারাপ প্রভাব ফেলে। এমনকী হার্টের সমস্যা দেখা দেওয়াও আশ্চর্য নয়। বিশদ

25th  November, 2021
নদীর ধারে সারি সারি অন্ধ গ্রাম!
কেন জানেন কী?

করোনা অতিমারীর পর আইভারমেকটিন ওষুধটির নাম জনে জনে জেনে গিয়েছেন। করোনা চিকিৎসায় আইভারমেকটিনের ব্যবহার বন্ধ হয়ে গেলেও, এই ওষুধটি আবিষ্কারের ইতিহাস চমকপ্রদ! লিখেছেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তমাল দাস। 
বিশদ

20th  November, 2021
করোনা ভ্যাকসিনের বুস্টার
ডোজ কতটা জরুরি?

বুস্টার ডোজ কোনও আলাদা টিকা নয়।  শরীরে আগে প্রয়োগ করা কোনও প্রাথমিক টিকার কার্যকারিতা উজ্জীবিত করতে যে বাড়তি ডোজ দেওয়া হয়, তাকেই বলে বুস্টার ডোজ। শরীরে অ্যান্টিজেন প্রবেশ করালে ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। ফলে তা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম হয়। বিশদ

18th  November, 2021
কৃতি সিভিক ভলেন্টিয়ারদের হাওড়ার
 নারায়ণা হাসপাতালের সম্বর্ধনা

কর্ম কৃতিত্বের জন্য ২৫ জন সিভিক ভলেন্টিয়ার্সকে সম্বর্ধনা দিল হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল এবং সেখানকার সিটি পুলিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য, অর্ণব বিশ্বাস, সি সুধাকর, অনুপম সিং প্রমুখ পুলিস আধিকারিক। বিশদ

18th  November, 2021
হোম কেয়ার-এ
উডল্যান্ডস

উডল্যান্ডস হাসপাতাল চালু করল ‘হোম কেয়ার’ পরিষেবা। পরিষেবার অধীনে রয়েছে পরিচর্যাকারী, নার্সিং সার্ভিস, চিকিৎসকের সঙ্গে ডায়েটিশিয়ানের পরামর্শ, রোগনির্ণয়ক পরীক্ষাব্যবস্থা, স্বাস্থ্যপরীক্ষা, ফিজিওথেরাপি প্রভৃতি নানা পরিষেবা। বিশদ

18th  November, 2021
অক্টোপাস খাচ্ছেন? প্রাণীটির দেহের কোথায়
সায়ানাইডের থেকেও ভয়ঙ্কর বিষ আছে জানেন?

এখন কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় সি ফুড উৎসব হয়। নানা সামুদ্রিক প্রাণী, যেমন অক্টোপাস বা স্কুইড-এর পদ পাওয়া যায়। আজকাল অনেকেই নতুনত্বের সন্ধানে এইসব খাবার চেখে দেখছেন। কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা নিরাপদ এইসব খাবার?
বিশদ

17th  November, 2021
নিষিদ্ধ বাজি নিয়ে কিন্তু
এবারও সতর্ক থাকতে হবে!

আদালতের রায়ে পরিবেশবান্ধব বাজি ছাড়া এবার সব বাজিই নিষিদ্ধ। কিন্তু এই সকল পরিবেশবান্ধব বাজি থেকেও চোখে গুরুতর আঘাত লাগতে পারে। আবার অনেকে আইনভঙ্গ করেও চোরাগোপ্তা বাজি তৈরি করতে পারেন।
বিশদ

04th  November, 2021
বিভিন্ন ধরনের জ্বর
লক্ষণ কী? চিকিৎসাই বা কী?

করোনার আবির্ভাবের পর থেকে জ্বর নিয়ে সকলের মধ্যেই একটা ভীতি তৈরি হয়েছে। মনে রাখতে হবে বিভিন্ন কারণে জ্বর হতে পারে। তাদের উপসর্গও বিভিন্ন। তাই অযথা ভয় না পেয়ে আগে জ্বরের কারণ শনাক্ত করা প্রয়োজন। 
বিশদ

04th  November, 2021
দ্রুত ওজন কমছে
কী কী হতে পারে?

আমরা খাবার খাই। সেই খাবার আমাদের শক্তি দেয়। এই অর্জিত শক্তি শারীরবৃত্তীয় ও দৈনন্দিন জীবনের নানান কাজে খরচ করি। এই সহজ সরল হিসেবের উপর ভিত্তি করেই মানুষ বেঁচে থাকে। এবার খাবারের মাধ্যমে অর্জিত শক্তি ও কাজের মাধ্যমে খরচ করা শক্তির হারে সামঞ্জস্য থাকলে আমাদের ওজন এক জায়গাতেই থাকে। বিশদ

28th  October, 2021
বিরল রোগে আক্রান্ত খুদেদের মুখে হাসি ফোটাতে
বিনামূল্যে কয়েক কোটির ওষুধ দিল পিয়ারলেস

ভোরের আলোর মতোই সুন্দর শিশুগুলির নাম অহেলি, আদিত্য, রাঘব। তিনজনের মধ্যে একটাই মিল। আশৈশব ওরা দৌড়ে বেড়াতে পারেনি ঘাসে ঢাকা মাঠে কিংবা ফুলে ভরা বাগানে। জ্ঞান হওয়া থেকেই ওদের বন্দি থাকতে হয়েছে হুইলচেয়ারে। ক্লাস ফোরের ছাত্রী অহেলির বাড়ি হাবড়ায়। বিশদ

28th  October, 2021
কখন করাবেন নি রিপ্লেসমেন্ট?

অস্টিওআর্থ্রাইটিস রোগটি কী? আমাদের দেশে বেশিরভাগ মানুষ আক্রান্ত হন প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিসে। বয়সবৃদ্ধিজনিত কারণে হাঁটুর যে ক্ষয় ও তার থেকে হওয়া বাতের সমস্যাকেই বলে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস।  বিশদ

21st  October, 2021
একনজরে
ফুটফুটে এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফের উত্তাল হল ভোটমুখী উত্তরপ্রদেশ। ঘটনাটি হাপুর শহরের। মাত্র ছ’বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে ...

কোচবিহার জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল থামার কোনও লক্ষণ নেই। বরং দলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়ার বিরোধ চরম আকার নিয়েছে। ...

রাস্তায় যত্রতত্র পড়ে থাকা কেবল টিভি’র তারই চিন্তার কারণ। যাতায়াতের পথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে পায়ে। আবার সাইকেল বা বাইকের চাকাতে জড়িয়েও কখনও কখনও ঘটছে দুর্ঘটনা। ...

কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরই কাটোয়া আদালত চত্বর থেকে বাইক চুরি। এমনকী বাইক চুরি করে পালানোর সময় এক মহিলার ব্যাগ ছিনতাইও করে দুষ্কৃতীরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM