Bartaman Patrika
হ য ব র ল
 

ইঞ্জিন ছাড়াই ছুটছে ট্রেন! 

আমাদের দেশে চালু হয়েছে নতুন দ্রুতগতির ট্রেন বন্দে ভারত। এই ট্রেন চলে ইঞ্জিন ছাড়াই। কেমন সেই ট্রেন? ভিতরে কী আছে? নিজের চোখে দেখে এসে তোমাদের জানাচ্ছেন দিব্যেন্দু বিশ্বাস।

তোমরা নিশ্চই রেলগাড়িতে চেপে মাঝেমধ্যেই এদিক ওদিক বেড়াতে যাও! আর মাত্র মাসদুয়েকের মধ্যে তোমাদের স্কুলে গরমের ছুটিও শুরু হয়ে যাবে। সেইসময় তোমরা রেলগাড়িতে চেপেই কেউ কেউ মামাবাড়ি যাবে, অনেকে আবার অন্য কোথাও ঘুরতে যাবে নিশ্চয়! কু ঝিকঝিক এই শব্দটি শুনলেই কেমন যেন ছুটির ঘণ্টা বেজে গেল বলেই মনে হতে থাকে, তাই না? তবে আজ তোমাদের এমন একটা রেলগাড়ির গল্প শোনাব, যেখানে কোনও কু ঝিকঝিক শব্দ হয় না। মানে কু ঝিকঝিক শব্দের উৎস যেখানে, এই রেলগাড়িতে সেই ইঞ্জিনটিই নেই। ইঞ্জিন ছাড়াই ছুটে বেড়াচ্ছে একটি আস্ত রেলগাড়ি। তোমরা নিশ্চয় ভাবছ, ইঞ্জিন নেই। তাও রেলগাড়ি ছুটছে? এ কীভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। সম্প্রতি ভারতীয় রেল এমনই এক অভিনব ট্রেন তৈরি করেছে। যাতে কোনও ইঞ্জিনই নেই। অথচ এই ট্রেন ছুটছে আমাদের দেশের বাকি রেলগাড়িগুলির থেকে সবচেয়ে দ্রুত গতিতে। ট্রেনটির নাম বন্দে ভারত এক্সপ্রেস। আর ডাকনাম ট্রেন-১৮। ২০১৮ সালে তৈরি হয়েছিল বলেই এরকম নাম। পরে অবশ্য জমা পড়া অনেক নামের মধ্যে থেকে বন্দে ভারত এক্সপ্রেসের নামই চূড়ান্ত করা হয়। আপাতত এই ট্রেনটি শুধুমাত্র নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যে চলাচল করছে। মাঝে কানপুর এবং এলাহাবাদে স্টপেজও দিচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা নেড়ে নয়াদিল্লি থেকে এই ট্রেনের উদ্বোধনও করে দিয়েছেন। আমাদের রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই জানিয়েছেন, আগামীদিনে কলকাতা থেকে পাটনা এবং কলকাতা থেকে ভুবনেশ্বরের মধ্যেও এই বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। কী ভাবছ? ব্যাগ গোছাতে শুরু করবে কি না? করতেই পারো। কারণ দেশের এই প্রথম সেমি হাইস্পিড ট্রেন ভারতীয় রেলের গর্ব।
কেন? এই ট্রেনটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয় চেন্নাইয়ে গিয়েছ? সেখানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) নামে রেলের একটি কারখানা আছে। সেই কারখানাতেই মাত্র ১৮ মাস সময়ের মধ্যে তৈরি হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। একমাত্র এই ট্রেনেই বিদেশের কোনও রাষ্ট্র থেকে কোনওরকম প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়নি। আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই এই কৃতিত্বের অধিকারী। ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা। কেন এই ট্রেনকে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বলা হচ্ছে? কারণ এই বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতা রাখে, যা এই মুহূর্তে আমাদের দেশের অন্য কোনও ট্রেনের নেই। আর যে কারণে নয়াদিল্লি থেকে বারাণসী যেতে যেখানে এমনিতে সময় লেগে যায় প্রায় ১১-১২ ঘণ্টা, সেখানে এই বন্দে ভারত এক্সপ্রেসে চেপে দিল্লি থেকে বারাণসী পৌঁছে যাওয়া যাচ্ছে আট ঘণ্টা সময়ের মধ্যেই। তবে আপাতত ট্রেনটিকে ছোটানো হচ্ছে গড়ে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতেই, যা কিনা এই মুহূর্তে শতাব্দী এক্সপ্রেসের গতিবেগ। কারণ সেমি হাইস্পিডের গতিতে ছোটাতে গেলে আরও কিছু পরিকাঠামোর প্রয়োজন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রেনটির গোটা রুটে ফেন্সিংয়ের ব্যবস্থা করা। কারণ এত দ্রুতগতিতে ছুটে চলা ট্রেনের যাত্রাপথে যদি কোনও বাধা চলে আসে (গবাদি পশু, মানুষ, গাড়ি), তাহলে সেগুলির ক্ষতি তো হবেই, এত স্পিডে ছুটে চলার জন্যই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হবে বন্দে ভারত এক্সপ্রেস। সেই আশঙ্কার কথা মাথায় রেখে, সব পরিকাঠামোগত কাজ শেষ না হওয়া পর্যন্ত একে শতাব্দী এক্সপ্রেসের গতিতেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। তোমাদের আরও একটি কথা চুপিচুপি বলে দিই, এই শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তেই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন-১৮ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। অর্থাৎ ধীরে ধীরে শতাব্দী এক্সপ্রেস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তার বদলে ছুটে চলবে ট্রেন-১৮।
এবার বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইন সম্পর্কে শোনো। ইঞ্জিন ছাড়াই কীভাবে একটি গোটা ট্রেন চলতে পারে, এবং তা দেখতেও বা কেমন, তা নিয়ে নিশ্চই তোমরা খুব চিন্তায় পড়েছ? একটু সহজ করে বলি। তোমরা কলকাতায় মেট্রোরেলে চড়ো তো? পুরনো মেট্রো নয় কিন্তু। নতুন যেসব মেট্রো এসেছে কলকাতায়, সেগুলি। বন্দে ভারত এক্সপ্রেস দেখতে অনেকটা সেরকম। অর্থাৎ এই ট্রেনটিকে সামনে এবং পিছনে দুদিকেই ইচ্ছেমতো ‘মুভ’ করানো যায়। সবমিলিয়ে এই ট্রেনে রয়েছে মোট ১৬টি কোচ। পুরোটাই তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। সম্পূর্ণ ট্রেনটি এসি। পুরোটাই চেয়ারকার। অর্থাৎ বসে যেতে হবে। শোয়ার কোনও ব্যবস্থা নেই। এসি চেয়ারকার রয়েছে ১২টি। প্রতিটি চেয়ার কার কোচে বসতে পারবেন ৭৮ জন করে যাত্রী। এগ্‌জিকিউটিভ চেয়ার কার রয়েছে দুটি। যেখানে প্রতি কোচে ৫২ জন করে যাত্রীর জায়গা হবে। এগ্‌জিকিউটিভ চেয়ার কারের বসার আসনগুলিকে আবার ইচ্ছেমতো ঘোরানোও যায়। দরজা খোলা-বন্ধের ব্যবস্থাও স্বয়ংক্রিয়। অর্থাৎ তুমি যদি সামনে গিয়ে দাঁড়ও, ব্যস, দরজা খুলে যাবে মুহূর্তেই। তুমি কোন স্টেশন থেকে উঠেছ, পরবর্তী স্টেশনের নাম কী, সেটি কতক্ষণের মধ্যে পৌঁছবে সমস্ত তথ্য তোমায় দেখিয়ে দেবে কোচে লাগানো টিভি, যা চালানো হবে জিপিএস ব্যবস্থার মাধ্যমে। পুরো ট্রেনেই এলইডি আলোর ব্যবস্থা। এছাড়াও প্রতি কোচেই তোমাদের সকলের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনওরকম ঝাঁকুনি ছাড়াই দ্রুত ট্রেনের গতি বৃদ্ধি এবং হ্রাস করা সম্ভব। আরও একটি তথ্য দিয়ে রাখি তোমাদের। এই ট্রেন-১৮, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সুরক্ষার দিক দিয়েও একেবারেই নিরাপদ। দেশীয় প্রযুক্তির ব্যবহার হলেও তা সবই আন্তর্জাতিক মানের। এবং অত্যাধুনিক। ফলে ট্রেন যখন দুরন্ত গতিতে ছুটে চলবে, তখন অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিশ্চিন্তে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেয়ো। তবে হ্যাঁ, টিকিটের দাম একটু বেশি। শতাব্দী এক্সপ্রেসের তুলনায় এর ভাড়া অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেশি। এরপরেও যদি তোমাদের বাবা-মা টিকিটের ঠিকঠাক দাম তোমাদের কাছে জানতে চান, তখন কী করবে? দেখে নাও ঠিক কত দাম দিয়ে টিকিট কাটতে হবে তোমাদের। নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত রেলপথের দূরত্ব মোট ৭৭৬ কিলোমিটার। এই পুরো পথ যেতে এসি চেয়ার কারের জন্য ভাড়া পড়বে মাথাপিছু এক হাজার ৭৬০ টাকা। যার মধ্যে বেস ফেয়ার যাত্রীপিছু এক হাজার ২৪০ টাকা। কেটারিং চার্জ ৩৪৪ টাকা। এর সঙ্গে পাঁচ শতাংশ জিএসটি যুক্ত হবে। অন্যদিকে, এগ্‌জিকিউটিভ ক্লাসের জন্য তোমাদের খরচ পড়বে যাত্রীপিছু তিন হাজার ৩১০ টাকা। যার মধ্যে বেস ফেয়ার দুহাজার ৬১৭ টাকা। কেটারিং চার্জ ৩৯৯ টাকা। এর সঙ্গে একইভাবে যুক্ত হবে পাঁচ শতাংশ জিএসটি। আর যদি তোমরা কানপুর এবং এলাহাবাদে নামতে চাও, তাহলে ভাড়া আরও একটু কম পড়বে। তবে টিকিটের দামের মধ্যেই ধরা আছে খাবারের মূল্যও। যাত্রীপিছু এর চার্জের হিসেব তোমরা পেয়েই গেলে। খাবারের বৈচিত্র্যে যাত্রীরা কার্যত পাঁচতারা হোটেলের স্বাদই পাবেন বলে জানিয়েছে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)।
শুধুমাত্র একটি বিষয় তোমরা একটু মাথায় রাখতে বলো তোমাদের বাবা-মা কিংবা অভিভাবকদের। এই ট্রেনে কিন্তু কোনওরকম কনসেশন নেই। অর্থাৎ টিকিট কাটায় কোনওরকম ছাড় মিলবে না। বড়দের জন্যও নেই। ছোটদের (চাইল্ড কনসেশন) জন্যও নেই। অবশ্য তোমরা তো এখন বড় হয়েই গিয়েছ, তাই না?
ছবি: রেলমন্ত্রকের সৌজন্যে  
24th  March, 2019
 তেষ্টার জলও কেউ দিতে চাইত না ছোট্ট আম্বেদকরকে

 অচ্ছ্যুৎ দলিত সম্প্রদায়ে জন্মেছিলেন আমাদের দেশের সংবিধানের রূপকার ডঃ ভীমরাও আম্বেদকর। আজ তাঁর জন্মদিন। দলিতদের জন্য সারা জীবন লড়াই করে আসা
এই মানুষটিকে নিয়ে লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বিশদ

14th  April, 2019
 বাংলায় বেশি নম্বর পেতে কী করবে?

দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সামনে ঠিকঠাক আর ন’টি মাস সময় রয়েছে শিক্ষার্থী-জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যদিও আপাতদৃষ্টিতে মাধ্যমিক পরীক্ষা ‘আসছে বছর’, কিন্তু ইতিমধ্যেই বহু স্কুলে দশম শ্রেণীর প্রথম পার্বিক অভীক্ষাটি শেষ। অতএব, আর দেরি নয়, চলো মাঠে নামি! পরামর্শ দিচ্ছেন বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী । বিশদ

14th  April, 2019
 রহস্যে ঘেরা সাকোত্রা দ্বীপ

  যেন এক আবোল-তাবোলের দেশ। গাছগুলি সব উল্টো উল্টো। জীবজন্তুরা সব অদ্ভুতরকম দেখতে। অদ্ভুতভাবে হাঁটে। বাইরে থেকে হঠাৎ করে গেলে মনে হবে, এসব বোধহয় এই জগতের নয়। আশ্চর্য হলেও এটা সত্যি। ভারত মহাসাগরে অবস্থিত সাকোত্রা দ্বীপ।
বিশদ

14th  April, 2019
নতুন ক্লাস
নতুন বইয়ের গন্ধ

 নতুন ক্লাসে ওঠা মানেই একরাশ আনন্দ। নতুন বই, সেই বইয়ের গন্ধ, নতুন খাতা, নতুন নতুন বিষয়, নতুন বন্ধু। জানাল ছোটরা। বিশদ

07th  April, 2019
বন্য বিড়ালের রকমসকম

তোমরা প্রায়শই বাড়িতে বা বাড়ির আশপাশে একটি খুব পরিচিত প্রাণীকে দেখতে পাও, সেটি হল বিড়াল। প্রায় কোনও শব্দ না করেই হাঁটাচলা করে এরা। রান্নাঘরে মাছভাজা হলেই উঁকি দেয় দরজা দিয়ে আর আওয়াজ করে ম্যাঁওওও। এই বিড়ালগুলিকে বলা হয় পোষ্য বিড়াল বা ডোমেস্টিক ক্যাট। বিশদ

07th  April, 2019
টুবলুর রেজাল্ট
সন্দীপন বিশ্বাস

আজই টুবলুর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ক্লাস থ্রিতে পড়ে টুবলু। সেই অনুযায়ী তার ক্লাস ফোরে ওঠার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। কেননা টুবলু পরীক্ষায় পাশ করতে পারেনি। দাদুর সঙ্গে সে স্কুলে গিয়েছিল রেজাল্ট আনতে। বাড়িতে আসার পর যখন সবাই খবরটা জানল, তখন থেকেই বাড়ির আবহাওয়া একেবারে বদলে গেল।
বিশদ

31st  March, 2019
নিক্কোপার্কে চালু হয়েছে
ক্রুসেডার রাইড

 আজ তোমাদের একটি মজার রাইডের খবর দিই। নিক্কোপার্ক এবারও তোমাদের বিনোদনের কথা মাথায় রেখে একটি মজার ওয়াটার রাইড চালু করেছে। রাইডটির নাম ক্রুসেডার। আকর্ষণীয় এই রাইডটি চালু হয়েছে গত ৯ মার্চ থেকে। ক্রুসেডারটির ওপর থেকে নীচ পর্যন্ত একটি বিশেষ ডিজাইনের চ্যানেল তৈরি করা হয়েছে, যেটি গিয়ে জলাশয়ের সঙ্গে যুক্ত হয়েছে।
বিশদ

31st  March, 2019
জানা-অজানা
কলম নিয়ে দু’চার কথা

সেই আদিমকালেও মানুষ তার মনের ভাব প্রকাশ করত গুহার দেওয়ালে পাথর দিয়ে খোদাই করে। ঐতিহাসিকদের মতে, লেখার এই মাধ্যমটিই ধীরে ধীরে ‘কলম’ হয়ে ওঠে। যার সূত্রপাত হয়েছিল যিশুখ্রিস্টের জন্মের কমপক্ষে ৩০০০ বছর আগে মিশরীয় সভ্যতায়।
বিশদ

31st  March, 2019
চাইনিজ ভেল ও মকটেল থাই কলিনস

চাইনিজ ভেল (৪ জনের জন্য)
উপকরণ: ফ্রায়েড নুডুলস ১ কাপ, গার্লিক সস ২ টেবিল চামচ, গাজর কুচি  কাপ, বাঁধাকপি কুচি  কাপ, পেঁয়াজ কুচি  কাপ, ক্যাপসিকাম কুচি  কাপ, মাশরুম স্লাইস ৭-৮টি, স্প্রিং অনিয়ন উইথ গ্রিন  কাপ কুচি, টম্যাটো কুচি  কাপ, ধনেপাতা কুচি ২-৩ চা চামচ, মিক্সিং বোল ১টা, ছোট সার্ভিং পাত্র ৪টি। 
বিশদ

24th  March, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদেরও কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় তাস ও ছক্কার ম্যাজিক।  
বিশদ

24th  March, 2019
দেশে-বিদেশে রঙের উৎসব

আমরা যেমন দোল খেলি তেমনই বিদেশে বসবাসকারীরাও মাতেন রঙের উৎসবে। প্রবাসীদের দোল নিয়ে খোঁজখবর নিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বিশদ

17th  March, 2019
রং-বাহারি প্রজাপতি

ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি নেই। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি সম্বন্ধে মজার ও আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, যেগুলি জানলে তোমাদের মুগ্ধ করবে পতঙ্গটির রূপের মতোই।
বিশদ

17th  March, 2019
 নাচ, গান, আবৃত্তি ও ম্যাজিকের অনুষ্ঠান

আজ তোমাদের একটি জনপ্রিয় বাংলা বিনোদনমূলক অনুষ্ঠানের সন্ধান দিই। নাচ, গান, আবৃত্তি ও ম্যাজিক নিয়ে এই অনুষ্ঠানটি দেখলে তোমাদের খুব ভালো লাগবে। ছোটদের জন্য এই অনুষ্ঠানটির নাম অঙ্কুর।
বিশদ

17th  March, 2019
আমার স্বপ্নপূরণ

আমাদের বিদ্যালয়টি হুগলি শহরে অবস্থিত। বিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে। এখানে শিক্ষিকারা আমাদের যথাযথ যত্ন সহকারে পড়ান। যার ফলে আমাদের বিদ্যালয়ের পরীক্ষার ফল অত্যন্ত ভালো হয়। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফল এত ভালো হয় যে আমরা গর্ববোধ করি।   বিশদ

10th  March, 2019
একনজরে
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (পিটিআই): অগুস্তা-ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেলের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। পরিবারের সঙ্গে ইস্টার উৎসব উদযাপন করতে সাতদিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন মিচেল।   ...

 নয়াদিল্লি, ১৮ এপ্রিল: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সের ঝোড়ো ব্যাটিংয়ের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৬৮ রান তোলে। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে তোলেন ৫৪ রান। হার্দিক ১৫ বলে দু’টি বাউন্ডারি ও তিনটি ওভার ...

বিএনএ, কাঁচরাপাড়া: বৃহস্পতিবার ভোরে কাঁচরাপাড়া স্টেশনের কাছে বিবেকানন্দ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লেগে মার্কেটের ১৬৭টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর উদাসীনতার জন্য আগুন ...

সংবাদদাতা, নবদ্বীপ: বৃহস্পতিবার নবদ্বীপের গ্রামীণ এলাকায় রোড-শো করে ভোটপ্রচার করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন সকাল ৮টা থেকে হুডখোলা জিপে চেপে মায়াপুর থেকে প্রচার শুরু করেন তিনি। বাইকে চেপে প্রচুর কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে রোড-শোয়ে শামিল হন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM