অভিনেত্রী সঙ্গীতা সিনহার সাম্প্রতিকতম ছবি ‘রিকশাওয়ালা‘ দেশ-বিদেশে বহু চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি এবার এদেশে মুক্তির অপেক্ষায়। তবে সঙ্গীতার নতুন ছবির কাজ এখন স্থগিত করোনার এই আবহে। তা বলে তিনি থেমে নেই। পথ কুকুর হোক বা পাখি, সঙ্গীতা এই লকডাউনে তাদের পরিচর্যার দায়ভার সামলাচ্ছেন। তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। বাড়িতে গাছের যত্নও করেন তিনি।
বললেন, ‘পৃথিবীতে সব প্রাণীর ভালোভাবে বাঁচার অধিকার আছে। আমরা মূলত নিজের জন্যই ভাবি। সবার সহাবস্থানে পৃথিবী আরও সুন্দর হোক এটাই প্রার্থনা।’