শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
বাড়ির ভিতরে আর কিছুতেই মন টিকছে না এই অভিনেত্রীর। তাই নিজের একটি ছবি পোস্ট করে দুঃখের সঙ্গে এমনটাই জানিয়েছেন দেবের বান্ধবী।
বাড়িতে বসে কিছুই যখন করার নেই, তাই আলমারি খুলে জামা-কাপড়, রংবেরঙের জুতো একবার উল্টেপাল্টে দেখে নিচ্ছেন তিনি। অন্তত ছবি দেখে এমনটাই মনে হচ্ছে।
সম্প্রতি, কোভিড জয় করেছেন তিনি। বলিউডেও পা রেখেছেন। জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামালের সঙ্গে মুম্বইয়ে ‘সনক’ ছবির শ্যুটিং বেশ খানিকটা করে কলকাতায় ফিরে এসেছেন রুক্মিণী।