শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
রবিবার থেকেই সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ দিবসে অভিনেতাকে স্মরণ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন প্রয়াত অভিনেতার সিনেমা ও ছবি সহ একাধিক শ্রদ্ধার্ঘ্য বার্তা চোখে পড়েছে, তেমনই সুশান্তের জন্য এখনও বিচার চেয়ে নেটনাগরিকদের একাংশ পোস্ট করে চলেছেন। বিভিন্ন ফ্যান ক্লাব থেকে সুশান্ত স্মরণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সুশান্তের একসময়ের প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে সোশ্যাল মিডিয়াকে সাময়িকভাবে বিদায় জানিয়েছেন। সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে জেনেবুঝেই বিতর্ক এড়াতে অঙ্কিতা এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
তবে, আজ এই বিশেষ দিনে বলিউডের কারা কারা সুশান্তকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করবেন, সেদিকে নজর থাকবে অনেকেরই। সুশান্তপন্থীরাই কি একমাত্র এই তালিকায় থাকবেন। নাকি সেখানে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতারাও থাকবেন। আর সুশান্তের মৃত্যুর পর যাঁরা ‘সফট টার্গেট’ হয়েছিলেন, তাঁরাই বা কী করবেন? আজ এই বিশেষ দিনে কোনও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন সুশান্তের ফ্যান মহল। আর সেক্ষেত্রে চোখ থাকবে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী বা অভিনেতার বোন শ্বেতা সিং কৃতি কী পোস্ট করছেন সেই দিকে। আর অবশ্যই কঙ্গনা রানাওয়াত নতুন কোনও বোমা ফাটান কিনা সেটাও দেখার বিষয়।