শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
এদিকে, গত সপ্তাহে আমিরের ছেলে জুনেইদ তাঁর প্রথম ছবির শ্যুটিং শুরু করেছেন। শোনা যাচ্ছে, অক্ষয়কুমারও চলতি সপ্তাহে ‘রক্ষা বন্ধন’ ছবির শ্যুটিং শুরু করতে পারেন। ফলে আগামী সপ্তাহের মধ্যে বলিউডের একাধিক ছবির কাজ আবার শুরু হতে চলেছে। আগামী বড়দিনে আমিরের স্বপ্নের ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পাওয়ার কথা। অবশ্য তার আগে শেষ করতে হবে ছবির শ্যুটিং, যা নির্ভর করছে করোনা ভাইরাসের দয়ার উপর!
এদিকে, আমির যে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের সঙ্গে দাবা খেলবেন, সেকথা ইতিমধ্যেই সকলের জানা। এই উপলক্ষে একটি ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তাঁরা। ছিলেন অরিজিৎ সিং। সেখানে আমিরকে প্রশ্ন করা হয় যে, তিনি সুযোগ পেলে আনন্দের বায়োপিকে অভিনয় করতে চাইবেন কিনা। উত্তরে আমির বলেন, ‘এটা আবার কোনও প্রশ্ন হল নাকি! উত্তরটা সবথেকে সহজ। আমি অবশ্যই ওঁর বায়োপিকে অভিনয় করব।’ প্রত্যুত্তরে আমিরকে মজা করে আনন্দ বলেন, ‘আর আমি কথা দিচ্ছি, চরিত্রটার জন্য আপনাকে দেহের ওজন বাড়াতে হবে না।’