শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
এদিন সকালেই সুশান্তের মুম্বইয়ের বাড়ির বাইরে অনুরাগীরা জড়ো হন। তাঁরা বাড়ির বাইরে প্রয়াত অভিনেতার ছবিতে মালা দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। পাশাপাশি পোস্টার হাতে সুশান্তের জন্য ‘সঠিক বিচার’-এর দাবি জানান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সুশান্তকে স্মরণ করেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। সুশান্তের সঙ্গে অঙ্কিতা তাঁর নিজের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে তিনি লিখেছেন, ‘এটাই ছিল আমাদের জার্নি। এই স্মৃতিগুলোই রয়ে গিয়েছে। আবার চলার পথে কোনও এক সময় তোমার সঙ্গে দেখা হবে।’
এদিন বলিউডের অনেকেই সুশান্তকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন। তালিকায় রয়েছেন— রাজকুমার রাও, ভূমি পেডনেকর, অমিত সাধ, পুলকিত সম্রাট, রণদীপ হুডা, শেখর সুমন, মধুর ভাণ্ডারকর প্রমুখ। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’য় তাঁর সহঅভিনেতা টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায়ও স্মরণ করেছেন পর্দার ‘ধোনি’কে। তবে সবচেয়ে বেশি যে পোস্টটি ভাইরাল হয়েছে, তা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। গত এক বছরে রিয়াকে নিয়ে কম জলঘোলা হয়নি। সুশান্তের সঙ্গে তোলা একটি ছবি সহ ইনস্টাগ্রামে একটি দীর্ঘ লেখা পোস্ট করেছেন রিয়া। তিনি পোস্টটি ‘এমন একটা মুহূর্তও নেই, যখন মনে হয় না যে, তুমি আমার সঙ্গে নেই’ লিখে শুরু করেছেন। সুশান্তকে ছাড়া যে কী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তা উল্লেখ করেছেন। তবে তিনি হার মানতে রাজি নন। কারণ সুশান্ত তাঁর মনোবলের উপর আস্থা রাখতেন বলেই লিখেছেন রিয়া। আর তাঁর প্রেমিক যে মালপোয়া খেতে পছন্দ করতেন, তাও ওই পোস্টে উল্লেখ করেছেন তিনি। রিয়া লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমার কাছে জীবন অর্থহীন। দয়া করে আমার কাছে ফিরে এসো।’