এখন অনেকটাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর বন্ধু-অভিনেতা সব্যসাচী চৌধুরী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পেইন কিলার ছাড়া এখনও অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই ব্যথা নির্মূল হতে প্রায় বছর খানেক সময় লাগবে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। এখন নিজে বিছানায় শুতে পারলেও, কারওর সাহায্য নিয়ে উঠে বসতে হয় ঐন্দ্রিলাকে। সিঁড়ি দিয়ে ওঠা নামা কিংবা হাঁটা-চলা ধীরে ধীরে শুরু করেছেন এই অভিনেত্রী। এছাড়া ফুসফুসের ব্যায়ামও শুরু করেছেন। চলতি মাসের শেষের দিকে বাকি রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হওয়ার কথা। চলার কথা রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা। মে মাসের শেষের দিকে অভিনেত্রীর দেহে জটিল অস্ত্রোপচারও হয়। ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা।