শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
সম্প্রতি আলিপুর পশুশালায় পাঁচিল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এরপরই বাঘ, সিংহ সহ একাধিক জীবজন্তুর খাঁচার উচ্চতা বাড়িয়ে দেওয়া হয়। লাগানো হয় শক্ত তারের জাল। অনুরূপ ঘটনা যাতে আর না ঘটে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। এদিন বনমন্ত্রী দর্শক সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। একইসঙ্গে কোভিড পরিস্থিতিতে পশুরা যাতে সুস্থ থাকে, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন কর্তৃপক্ষকে। চিড়িয়াখানার পশু হাসপাতালটিকে আরও উন্নত করার কথা বলেন তিনি।
অন্যদিকে, মন্ত্রী হিসেবে এই প্রথম চিড়িয়াখানায় পা রাখলেন জঙ্গলমহলের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১০ সালে তিনি শেষবারের জন্য পরিবারের সঙ্গে চিড়িয়াখানা এসেছিলেন। তবে তা নিছকই বিনোদনমূলক। তবে বন প্রতিমন্ত্রী হিসেবে চিড়িয়াখানায় তাঁর প্রবেশ একেবারে ভিন্ন স্বাদের। আমার নামের অর্থ ‘জঙ্গলের ফুল’। আমি নিজে জঙ্গলমহলের মেয়ে। তাই জঙ্গলকে ছোটবেলা থেকেই ভালোবাসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কারণ উনি আমায় জঙ্গলের উন্নতি করার জন্য দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি।