শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সুবীর মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার জেলার চারটি আর ও বি নিয়ে রিপোর্ট তলব করেছিল। তা পাঠানো হয়েছে। কার্যকারণ বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। তবে রাজ্য সরকারের তরফে যা কাজ করার ছিল, তার অগ্রগতি ভালোই। যেমন মগরা আর ও বি আমরা এ বছরের শেষ নাগাদ চালু করে দিতে পারব। কিন্তু বৈদ্যবাটী আর ও বি’র কাজ অগ্রসর হচ্ছে না। রেলের তরফে অসহযোগিতা নিয়ে বারবার সমস্যা হয়েছে। এনিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বললেও কাজ কিছুই হয়নি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলির নালিকুল, মগরা, বৈদ্যবাটী ও কামারকুণ্ডুতে চারটি আর ও বি বা রোড ওভার ব্রিজ হওয়ার কথা। এবিষয়ে অর্ধেক-অর্ধেক অর্থনৈতিক দায়িত্ব নিয়ে রেল ও রাজ্য সরকার ২০১৬-১৭ সালে কাজ শুরু করে। কিন্তু ২০২১ সাল পর্যন্ত একটিও চালু হয়নি। বারবার ওই রোড ওভার ব্রিজ তৈরি নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর হয়েছে। এনিয়ে ফের একবার দ্বিপাক্ষিক চর্চা হতে পারে বলেই ইঙ্গিত মিলছে।