শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
সোমবার দেহ উদ্ধারের পর তিন মৎস্যজীবীকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। মৃত তিনজন হলেন কাশীনাথ শীট, বিষ্ণুপদ মাইতি ও রূপেশ কুমার খাঁড়া। কাশীনাথবাবুর বাড়ি দেশপ্রাণ ব্লকের জগন্নাথচক গ্রামে। বিষ্ণুপদ মাইতির বাড়ি কাঁথি-১ ব্লকের উলুবেড়িয়া গ্রামে। রূপেশ খাঁড়ার বাড়ি কাঁথি-৩ ব্লকের মশাগাঁ গ্রামে। ঘটনার পরই ট্রলারের চালক প্রদীপ মান্নার দেহ উদ্ধার হয়েছিল। প্রদীপের বাড়িও মশাগাঁ গ্রামেই। মৃত চারজনই কাঁথি গ্রামীণ এলাকার বাসিন্দা। এদিন সকালে মৎস্যমন্ত্রী অখিল গিরি কেন্দামারি-জালপাইয়ে হলদির পাড়ে যান। অখিলবাবু বলেন, সরকারি নিয়ম মেনে মৃতদের পরিবারকে সরকারি সুবিধা দেওয়া হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। আমি তিন-চারদিন পর তাঁদের বাড়িতে যাব।
এদিন সকালে দেহ উদ্ধার হতেই সেই তথ্য রাজ্য সরকারকে জানিয়ে দেয় জেলা প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত জেলাশাসক(বিপর্যয় ব্যবস্থাপন) সুদীপ্ত পোড়েল বলেন, রবিবার সকাল থেকেই হলদি নদীতে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়। এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী, সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নজরদারি চালানোর পাশাপাশি উপকূলরক্ষী বাহিনী হেলিকপ্টারেও খোঁজাখুঁজি করেছিল। সোমবার তিনজনের দেহ ভেসে উঠে।
ট্রলারডুবির ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিস। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে। ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকারে ‘ব্যান পিরিয়ড’ থাকে। যদিও ১২ তারিখ ট্রলার নিয়ে মৎস্যজীবীরা বেরিয়েছিলেন। তাই সবটাই তদন্ত সাপেক্ষ বলে পুলিস জানিয়েছে। সোমবার সকালে দেহ উদ্ধারের পর হলদি নদীর ধারে কাতারে কাতারে মানুষ ভিড় করতে থাকেন। রবিবার দিনভর নিখোঁজদের আত্মীয় ও তাঁদের প্রতিবেশীরা গভীর উৎকণ্ঠা নিয়ে নদীর পাড়ে বসেছিলেন। এদিন সকালে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষ সেখানে ভিড় জমান।
স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ সাহাবুদ্দিন বলেন, সকালেই নদীতে দেহ ভেসে উঠেছিল। লোকজন আমাকে জানানোর পরই নন্দীগ্রাম থানার আইসি ও বিডিওকে বিষয়টি জানাই। এনডিআরএফ এর টিম আসতে দেরি করায় স্থানীয় একটি ট্রলারে করে দু’জনের দেহ তুলে আনার ব্যবস্থা করি। জোয়ার ভাটার টানে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে দেহ চলে গিয়েছিল।