শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
তবে এই খবর যে, আদৌ সত্যি নয়, তা প্রমাণ করতে শেষে আক্কিকেই ময়দানে নামতে হয়েছে। অক্ষয় এই প্রসঙ্গে ট্যুইটারে লিখেছেন, ‘ঘুম থেকে উঠে এই ধরনের গুজব শোনাটা সত্যিই বিরক্তিকর।’ ছবির প্রযোজক বাসুও ট্যুইটারে খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন।
অন্যদিকে, অক্ষয়ের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি করনি সেনার তরফে এই ছবির শিরোনাম পরিবর্তনের দাবি জানানো হয়েছিল। বলা হয়েছিল, কোনও রকম বিশেষণ ছাড়া ‘পৃথ্বীরাজ’ নামটি ব্যবহার করলে রাজা পৃথ্বীরাজ চৌহানের মতো উল্লেখযোগ্য হিন্দু ঐতিহাসিক চরিত্রের প্রতি অসম্মান করা হবে। এবারে এই একই দাবি জানাল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। শুধু ছবির নাম পরিবর্তনই নয়, চিত্রনাট্য দেখিয়ে নেওয়া এবং ছবি মুক্তির আগে তাদের জন্য বিশেষ প্রদর্শনীরও দাবি জানিয়েছে এই সংগঠন। আসলে ছবিতে কোনও বিতর্কিত দৃশ্য বা তথ্য রয়েছে কিনা, তা আগেভাগেই এই সংগঠনের সদস্যরা দেখে নিতে চান। এই ছবিতে অক্ষয়কে রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে দেখা যাবে। আর মানুসী চিল্লার রয়েছেন সংযুক্তার চরিত্রে।