শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
সেই অভিনেতাকে স্মরণ করেই বাংলার রকস্টার রূপম ইসলাম গাইলেন, ‘দম চেপে ধরে কান্না তার/ নাগপাশে ঝোলে অন্ধকার/ হয়তো এভাবে ছুটি পাওয়ার/ ছক কষে অভিনয়/ কাটাছেড়া চলে মন নিয়ে/ যৌবন ও জীবন নিয়ে/ ফাঁসের দাগ-ধরন নিয়ে/ হ্যাঁ। এভাবেই যেতে হয়!’ রূপমের এই গানের নাম ‘না বলা গল্পেরা’। যা ইউটিউবে শোনা যাচ্ছে। রূপমের সঙ্গে এই গানে গিটারসহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়েছেন এবং মিউজিক অ্যারেঞ্জ করেছেন জন পল এবং মিক্সিং-মাস্টারিং করেছেন প্রসেনজিৎ চক্রবর্তী।
এই গানের প্রসঙ্গে রূপম বলছিলেন, ‘আজ থেকে বহু বছর আগে ১৯৯৯ সালে আমি একটা গান লিখেছিলাম। গানটা রেকর্ডও করেছিলাম একটা ফিল্ম রিলেটেড অনুষ্ঠানের টাইটেল সং হিসেবে। ফসিলস-এর প্রথম রেকর্ডিং ছিল সেটা। ফিল্মস্টার বিষয়ক গানটা কেন জানি না মনে হয়েছিল শেষ হয়নি। আমি একজনের গল্প বলা শুরু করেছিলাম, যাকে চিনতাম না।
ফলে তার শেষটা জানতাম না আমি। কিন্তু মনে হচ্ছিল সে বাস্তব চরিত্র। তবে, জানতে পারিনি কে সে। গত বছর ১৪ জুন জানলাম তাঁর নাম। তাঁকে চিনলাম। আমার গানটাও শেষ হল নিজে থেকেই। অবশ্য এ গানটা শেষ না হলেই ভাল হতো। মাঝে মাঝে একেকটা গানের শেষ হওয়া বড় মর্মান্তিক একটা ঘটনা হয়ে দাঁড়ায়। এ রকম ঘটনা ঘটে বলেই আবার প্রমাণ হয়ে যায়— গানেরও জীবন-জন্ম আছে। যেমন জীবন-গানের আছে মৃত্যুও।’