শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
আঙুরের চাটনি
উপকরণ: সবুজ আঙুর এক কাপ, সামান্য সর্ষের তেল, সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়নের জন্য, সামান্য আদা কুচি, এক চামচ পাতিলেবুর রস, নুন ও চিনি আন্দাজ মতো।
প্রণালী: আঙুর ধুয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তাতে আদাকুচি ও আঙুর দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর নুন ও চিনি দিয়ে জল দিতে হবে। আঙুর নরম হলে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।
আমড়া পোস্ত চাটনি
উপকরণ: দেশি আমড়া, পোস্ত বাটা, তেল, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, নুন ও চিনি।
প্রণালী: কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আমড়া দিয়ে নাড়াচাড়া করে জল দিতে হবে এবং নুন। আমড়া সেদ্ধ হয়ে আসলে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে গা-মাখা করে নামাতে হবে।
বিয়েবাড়ির আমের চাটনি
উপকরণ: বড় লম্বা সাইজের কাঁচা আম, সর্ষের তেল, গোটা সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, ভাজা মশলা, চিনি ও নুন।
প্রণালী: আম লম্বা করে কেটে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে মেথি, গোটা সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে হবে। অল্প জল দিতে হবে। নুন ও চিনি দিয়ে আম সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে। হয়ে গেলে এবং ঝোল গা-মাখা হলে ভাজা মশলা (মৌরী, মেথি, জিরে, রাঁধুনি, সর্ষে, শুকনো লঙ্কা সব ভেজে গুঁড়ো করে) ছড়িয়ে নামাতে হবে।
সব্জি বড়ি কাঁচা তেঁতুলের চাটনি
উপকরণ: সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, রাঙা আলু, মটর ডালের বড়ি, কাঁচা তেঁতুল, সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন ও চিনি।
প্রণালী: বড়ি ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব্জি টুকরো করে দিয়ে ভাজা ভাজা করে কাঁচা তেঁতুল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর জল, নুন ও কাঁচা তেজপাতা দিয়ে সেদ্ধ করতে হবে। তাতে স্বাদমতো চিনি দিয়ে নামাতে হবে।