শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
মাংকি বার প্যাভিলিয়ন
ক্রিকেট সিজনকে মাথায় রেখে এই রেস্তরাঁয় এখন যেন ক্রিকেটের আমেজ, যার ছোঁয়া মেনুতেও রয়েছে। উল্লেখযোগ্য মেনু হল রাজস্থান দ্য রয়্যাল খিচুড়ি, পাঞ্জাব কিংস ফিশি ফিস্ট, কলকাতা দইবড়া রাইডার্স, হায়দরাবাদ সানরাইজার্স হালিম, দিল্লি ট্যাকো টাইম আউট, গাসি কাবাব চ্যালেঞ্জার্স ইত্যাদি। ম্যাংগো কপার মাঙ্কি মোহিতো, সাংগ্রিয়া ইত্যাদি নানা স্বাদে সিগনেচার ককটেলও মিলবে।
খরচ ১৪০০ টাকা+কর (২জন)। বেভারেজ সমেত খরচ পড়বে ২০০০ টাকা+কর (২জন)।
জবেট
এখানে সুস্বাদু সব ডিশের বিপুল আয়োজন। উল্লেখযোগ্য মেনু কলকাতা আরানচি, পাঞ্জাবি কুলচে স্লাইডারস, বেঙ্গালুরু ৬৫, দিল্লি বাটার চিক্স ম্যাক, রাজস্থান সামোসা মাস, হায়দরাবাদ কালি মির্চ, চেন্নাইয়ান ট্যাকো, মুম্বই কোলিয়ারা ইত্যাদি। এছাড়াও এখানে বেভারেজ এর ব্যবস্থা রয়েছে। খরচ ১১০০ টাকা+কর (২জন)। তবে বেভারেজ সমেত খরচ পড়বে ২১০০ টাকা + কর (২জন)।
লা ম্যাকারিও ক্যাফে
ক্রিকেট খেলাকে তাড়িয়ে উপভোগ করার জন্য এঁরা নিয়ে এসেছেন জিভে জল আনা সুস্বাদু উপাদেয় ডিশ। উল্লেখযোগ্য হল দিল্লি স্টাইল ছোলা কুলচা, বেঙ্গালুরু ব্রকোলি, পাঞ্জাবি ডাল মাখানি এবং লাচ্চা রোলস, কলকাতা মশালা চিপস, রাজস্থান কি বারমা আলু, হায়দরাবাদ স্পেশাল রাইস, চেন্নাই কারি, মুম্বই স্যান্ডউইচ ইত্যাদি। খরচ ৯০০ টাকা+কর (২জন)।
মোতি মহল ডিলাক্স
এখানে এখন মিলবে ভেজ ও নন ভেজ কম্বো মিল। ভেজের মধ্যে মিলবে ডাল মাখানি উইথ বাটার নান কম্বো, ডাল তরকা উইথ স্টিমড রাইস কম্বো, চিলি পনির গ্রেভি কম্বো, ভেজ নুডলস উইথ মাঞ্চুরিয়ান কম্বো ইত্যাদি। আবার ননভেজে পাওয়া যাবে এগ কারি উইচ স্টিমড রাইস কম্বো, বাটার চিকেন উইথ বাটার নান কম্বো, চিকেন টিক্কা মশলা উইথ লাচ্চা পরোটা কম্বো, রারা মিট উইথ পুদিনা পরোটা কম্বো, মাটন রোগান জোশ উইথ স্টিম ড রাইস কম্বো, চিলি চিকেন উইথ নুডলস কম্বো ইত্যাদি ।
খরচ ১১০০ টাকা + কর (২জন)।
এশিয়া এশিয়া এশিয়া
ভারতের প্রথম এশিয়ান টেবিল গ্রিল রেস্তরাঁয় থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, বার্মা, কম্বোডিয়া ইত্যাদি আটটি দেশের স্ট্রিট কুইজিনের সিগনেচার ডিশ পাওয়া যাবে। যেমন নিয়ন ডিমসামস, টরি সুকুনে তেরিয়াকি, রোবাটা ক্লেপট রাইস, ডাক ডোরি ট্যাং ইত্যাদি। এখানে বুফেতে রাস্টিক কারি, রকমারি ডিমসাম, স্টার ফ্রাই, এশিয়ান স্যালাড অ্যান্ড স্যুপ, ছাড়াও রয়েছে লাইভ নুডলস স্যুপ। সুগন্ধযুক্ত বেভারেজ রামুনে ছাড়াও রয়েছে এশিয়ান স্বাদযুক্ত আইস টি। এছাড়াও মিলবে কলা, স্ট্রবেরি, আনারস, নারকেল, লেমনগ্রাস ইত্যাদি রকমারি স্বাদের জাপানিজ মোচি আইসক্রিম, প্যানকেক ছাড়াও পাওয়া যাবে চকোলেট স্প্রিংলেড বানানা জাতীয় স্ট্রিটফুড।
খরচ কমপক্ষে (সোম- বৃহস্পতি) ৬৫০ টাকা+কর (১জন)। তবে (শুক্র-রবিবার) খরচ কমপক্ষে ৭৫০ টাকা+কর (১জন)।
দ্য গ্রিড
এই রেস্তরঁায় ক্রিকেট মরশুম জমিয়ে দিতে থাকছে নানা মেনু। উল্লেখযোগ্য হল আম খিরা ক্রিমসন উইথ ভেজ সিজার স্যালাড, বেরি মেলন উইথ মেডিটেরেনিয়ান পিৎজা, চৌরাশিয়া জুলেপ উইথ ভিন্ডি বাজার চিকেন টিক্কা, ক্যালডেরা স্টাউট উইথ হট গ্রিলড চিকেন ইত্যাদি। খরচ ২০০০ টাকা+কর (২জন)।