শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
বেকড ফিশ মশলা
উপকরণ: বোনলেস ভেটকি ফিলে ৬টা, টকদই ৩ টেবিল চামচ, আদা গ্রেট করা ১ চা চামচ, রসুন গ্রেট করা ৩ কোয়া, তন্দুরি মশলা ২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, নুন, গোলমরিচ গুঁড়ো সামান্য, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ শাক ও ধনেপাতা সাজানোর জন্য।
প্রণালী: বোনলেস ভেটকির ফিলে মোটা কিউব করে কেটে লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রাখুন। ১০ মিনিট পর তা শুকনো করে মুছে নিন। একটা পাত্রে টকদই ভালো করে ফেটিয়ে তাতে আদা গ্রেট, রসুন গ্রেট, তন্দুরি মশলা, নুন, লেবুর রস দিয়ে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বার করে তেল মাখিয়ে নিন। এবার মাইক্রোআভেন প্রিহিট করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে নিন। এক দিক হয়ে গেলে আর এক দিক করে নিন। ওপর থেকে চাটমশলা, পেঁয়াজের রিং, পেঁয়াজশাক ও ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন।
এগ মাফিন
উপকরণ: ডিম ৬টা, চিজ গ্রেট করা কাপ, নুন স্বাদমতো, গাজরকুচি ১টা, টম্যাটো ১টা, ক্যাপসিকাম কুচি কাপ (লাল ও সবুজ), বাটার মিল্ক ১ কাপ, চিকেন গ্রেট করা কাপ, পেঁয়াজকুচি ১টা, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে ডিম ভেঙে ফেটিয়ে নিন। তাতে বাটার মিল্ক, গ্রেটেড চিজ ও বাকি সব উপাদান একে একে মিশিয়ে নিন। ভেজিটেবল কুচি, নুন, গোলমরিচ দিন ও ভালো করে মিশিয়ে নিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় আভেন প্রিহিট করুন। মাফিন মোল্ডে মিশ্রণটা দিয়ে উপর থেকে গ্রেট করা চিজ দিন। ১০-১৫ মিনিট বেক করে নিলেই রেডি এগ মাফিন।
বেকড চিকেন লা জবাব
উপকরণ: চিকেন কিউব ২৫০ গ্রাম, আদা, রসুন বাটা ২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ভিনিগার ১ চা চামচ, ব্রেডক্রাম্বস পরিমাণ মতো, ডিমের সাদা অংশ ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, স্যয়া স্যস ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ।
প্রণালী: চিকেন পিসগুলোয় ১০ মিনিট ভিনিগার মাখিয়ে রাখুন। এবার আদা-রসুন বাটা, স্যয়া স্যস, নুন দিয়ে মাখিয়ে নিন। ডিম, কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্বস কোট করুন। আবার ডাবল কোটিং করুন। মুচমুচে হবে। বেকিং পাত্রে অয়েল ব্রাশ করে প্রিহিট করা আভেনে চিকেন পিসগুলো রেখে ১০-১৫ মিনিট বেক করে নিন। পেঁয়াজের রিং, স্যস সহ পরিবেশন করুন।
মিট লোফ
উপকরণ: মাংসের কিমা ৫০০ গ্রাম, পাউরুটি ২ টুকরো, দুধ কাপ, আদাবাটা চা চামচ, রসুন বাটা চা চামচ, লঙ্কাকুচি ২টো, জিরে গুঁড়ো চা চামচ, গরমমশলা গুঁড়ো চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, চিজ ১ কিউব, পেঁয়াজকুচি ২টো, উস্টারশায়ার স্যস ১ টেবিল চামচ, ডিম ১টা, তেল ১ টেবিল চামচ, টম্যাটো স্যস ১ টেবিল চামচ।
প্রণালী: ২ পিস পাউরুটি দুধে ভিজিয়ে নিন। মাংসের কিমায় পেঁয়াজকুচি, আদাকুচি, রসুনবাটা, ভেজানো পাউরুটি, গরমমশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চা, ধনেপাতাকুচি, উস্টারশায়ার স্যস দিয়ে ভালো করে মেখে নিন। এবার চিজ গ্রেট করে তাতে দিন। ২০০ ডিগ্রি তাপমাত্রায় আভেন প্রিহিট করে নিন। একটা বেকিং ডিশে বা লোফমোল্ডে কিমার মিশ্রণ নিয়ে চেপে চেপে দিন। টম্যাটো স্যস দিন। এবার ৪৫-৫০ মিনিট বেক করে নিন। ঠান্ডা হলে কেটে ধনেপাতা, পুদিনাপাতা, লেবুর স্লাইস সাজিয়ে পরিবেশন করুন।