শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
কাঁচা হলুদ বাটা মুরগির ঝোল
উপকরণ: কারি কাট চিকেন ২৫০ গ্রাম, আলু ২টো, আদা-রসুন বাটা ১০ গ্রাম, স্লাইস করে কাটা পেঁয়াজ ৫০ গ্রাম, তেজপাতা ২টো, দারচিনি ১ ইঞ্চি কাঠি, ছোট এলাচ ৩টে, কাঁচা হলুদ বাটা ৩০ গ্রাম, টম্যাটো পিউরি ১৫ মিলি, সর্ষের তেল ৩০ মিলি, ধনে-জিরে বাটা ১০ গ্রাম, নুন স্বাদ মতো, চেরা কাঁচা লঙ্কা ২টো, চিনি ১ চিমটে, গরম মশলা পাউডার ১ চিমটে, ধনেপাতা কুচি সাজানোর জন্য।
পদ্ধতি: চিকেন ভালো করে ধুয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। তাতে দারচিনি, ছোট এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। সুগন্ধ বেরলে পেঁয়াজ দিয়ে ভাজুন। লালচে রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে কষুন। মশলা থেকে তেল ছেড়ে এলে কাঁচা হলুদ বাটা দিন। তারপর নুন, কাঁচা লঙ্কা এবং অন্য সব মশলা একে একে দিয়ে দিন। সব শেষে চিকেনের টুকরো দিয়ে নাড়াচাড়া করুন। চিকেন মশলার সঙ্গে মিশে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক ওইভাবে রাখার পর পরিমাণ মতো গরম জল দিন। তারপর চিকেন আবারও ঢাকা দিয়ে রান্না করুন। ঝোলে মশলা মিশে গেলে এবং তা ফুটতে শুরু করলে অল্প মিষ্টি দেবেন। চিকেন সুসিদ্ধ হলে নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত সহযোগে পরিবেশন করুন এই রান্না।
রোস্টেড চিকেন অ্যান্ড র ম্যাংগো স্যালাড
উপকরণ: বোনলেস চিকেন ব্রেস্ট ২পিস, কাঁচা আম ১টা, চেরি টম্যাটো ৬-৭টা, মুচমুচে লেটুস পাতা ৫-৬টা, শসা স্লাইস করে কাটা ৭-৮টা, অলিভ অয়েল ৩০ মিলি, লেবুর রস ১০ মিলি, অ্যাভোক্যাডো ৪-৫ স্লাইস, মধু ১০ মিলি, গোলমরিচ থেঁতো করা ৫ গ্রাম, নুন স্বাদ মতো।
পদ্ধতি: চিকেনের ব্রেস্ট পিসগুলো নুন, মরিচ, অল্প অলিভ অয়েল এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিন। একটা গ্রিল প্যান আঁচে বসিয়ে তাতে অল্প অলিভ তেল ব্রাশ করে নিন। এবার এই প্যানে ম্যারিনেট করা চিকেন গ্রিল করে নিন। দু’পিঠ গ্রিল করে নিয়ে তা আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবং তারপর ফ্রিজে রেখে দিন। লেটুস পাতাগুলো বরফ জলে ধুয়ে হাত দিয়ে টুকরো করে নিন। চিকেন ফ্রিজ থেকে বার করে তা স্লাইস করে কেটে নিন। বাকি সব সব্জি টুকরো করে নিন। এরপর চিকেনের সঙ্গে তা মিশিয়ে নিন। নুন ও মরিচ দিয়ে আবারও মেশান। তারপর মধু মিশিয়ে খানিকক্ষণ রাখুন। সব শেষে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।