প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
ও ক্যালকাটা রেস্তরাঁয় ইলিশ উৎসব শুরু হয়েছে। জলের রানি ইলিশের নানা পদে সেজে উঠেছে রেস্তরাঁর মেনু। উল্লেখযোগ্য পদের মধ্যে পাবেন সর্ষে দিয়ে ইলিশের ঝোল, বেগুন দিয়ে ইলিশের কালো জিরের ঝোল, ইলিশের ফিশ ফিঙ্গার, স্মোকড ইলিশ, ইলিশ ভাপা, ভাজা ইলিশ, পোস্ত নারকেল দিয়ে ইলিশ, আম তেল ইলিশ, ইলিশ পাতুরি ইত্যাদি। রেস্তরাঁয় গিয়ে খাওয়ার সুযোগ যেমন রয়েছে তেমনই আছে হোম ডেলিভারির ব্যবস্থা। সুইগি ও জোম্যাটোর মাধ্যমে ও ক্যালকাটার ইলিশ মেনু বাড়িতে বসেই খেতে পারেন। তাছাড়াও আছে টেক অ্যাওয়ের বন্দোবস্ত। রেস্তরাঁয় লাঞ্চ ও ডিনারে পাবেন এই মেনু। যোগাযোগ করতে ফোন করুন ৯৩৩০৬২৭৫১২ অথবা ৯৩৩০৬২৭৫১০ নম্বরে
বোল ব্রেকের ক্লাউড কিচেন
চায় ব্রেক রেস্তরাঁর নবতম সংযোজন বোল ব্রেক ক্লাউড কিচেন। করোনার সময় যখন রেস্তরাঁয় বসে খাওয়া দাওয়া করতে অনেকেই ভয় পাচ্ছেন, তখন বাড়ির দোরগোড়ায় রেস্তরাঁর খাবার পেতে গেলে চাই ক্লাউড কিচেন। চায়ে ব্রেক তেমনই একটা ক্লাউড কিচেনের বন্দোবস্ত করেছে। এখানে রয়েছে খাবারের বোল কনসেপ্ট। আগে যেমন থালি কনসেপ্ট ছিল, তারই একটু নতুন ধরন। অর্থাৎ একটা গোটা মিল পাবেন একই বাটিতে। ইন্ডিয়ান, চাইনিজ ও কন্টিনেন্টাল বোল রয়েছে বোল ব্রেক ক্লাউড কিচেনের মেনুতে। উল্লেখযোগ্য বোলের মধ্যে পাবেন আওয়াধ পনির ও পি পোলাও বোল, মুর্গ মাখানি বিরিয়ানি বোল, স্রিরাচা পনির ও ভেজ ফ্রায়েড রাইস বোল, কাটসু চিকেন অ্যান্ড থাই বেড কারি উইথ স্ক্যালিয়ন বোল, ক্লাসিক ম্যাক অ্যান্ড চিজ বোল, চারমোলা ফিশ উইথ পেপ্রিকা রাইস বোল, চিকেন স্প্যাগেটি বোলোনিজ বোল ইত্যাদি। শুধু লাঞ্চ বা ডিনার নয়, জলখাবারেও পাবেন মিনি বোল। ৯৯ টাকা থেকে সেইসব বোল রয়েছে। রেগুলার বোলের দাম ১৩৯ টাকা থেকে শুরু।