Bartaman Patrika
রাজ্য
 
 

ঐ আসে ঐ... বৃহস্পতিবার বালুরঘাটে তোলা নিজস্ব চিত্র।

লক্ষ্যমাত্রা বেঁধে কাজ করতে তৎপর
পিএইচই, লোকবল বাড়ানোর আর্জি
আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছে ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেই মতো নড়েচড়ে বসেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। কিন্তু, বাস্তবায়নের কাজে বাধ সাধছে লোকবল। ফলে সময়ে কাজ শেষ করা নিয়ে উৎকণ্ঠায় ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ।
বৃহস্পতিবারই এই উদ্বেগের কথা জানিয়ে, দপ্তরের লোকবল বাড়াতে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে স্টেট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। বলা হয়েছে, রাজ্যজুড়েই আর্সেনিকমুক্ত জল প্রকল্পের কাজ চলছে। এছাড়াও ‘জল স্বপ্ন’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ৫ বছর। অথচ, কাজের পরিধি ও বরাদ্দকৃত অর্থের নিরিখে দপ্তরে সিভিল ইঞ্জিনিয়ারের সংখ্যা অন্যান্য দপ্তরের তুলনায় অতি নগন্য। পূর্তদপ্তরের জন্য বছরে বাজেট বরাদ্দ মোটের উপর ৫ হাজার ৭০০ কোটি টাকা। অথচ ইঞ্জিনিয়ার রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে ১৩ জনই সিভিল। সেচদপ্তরের বাজেট ৩ হাজার ৪২৯ কোটি টাকা। ইঞ্জিনিয়ারের সংখ্যা ১১ জন। জলসম্পদ উন্নয়ন দপ্তরের বছরের বাজেট ১ হাজার ৪১৭ কোটি টাকা। ইঞ্জিনিয়ার রয়েছেন ছ’জন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে বাজেট ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৩৬৯ কোটি টাকা। অথচ, মাত্র ৮ জন ইঞ্জিনিয়ার রয়েছেন। তাঁদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার ছ’জন। বাকি দু’জনের একজন মেকানিক্যাল এবং অন্যজন ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার। বরাদ্দ অনুযায়ী ইঞ্জিনিয়ারপিছু খরচের বহর প্রায় ৪২২ কোটি। একজন ইঞ্জিনিয়ারের পক্ষে বছরে এত পরিমাণ টাকা খরচ করা কার্যত দুঃসাধ্য বলে মনে করছে সংগঠন। আর এই কারণেই বিভিন্ন প্রকল্পে বেশ বেগ পেতে হচ্ছে দপ্তরকে। নবান্নের কাছে সংগঠনের আর্জি, প্রকল্পগুলি দ্রুত শেষ করতে হলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে হবে। সংগঠনের এক কর্তার কথায়, ‘জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরে এত কম সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়ে সময়ে কাজ করা একরকম অসম্ভব হয়ে উঠছে।’
রাজ্যে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহে একাধিক প্রকল্প হাতে রয়েছে পিএইচই’র। তথ্য বলছে, রাজ্যে মোট ৮৩টি ব্লক আর্সেনিক কবলিত। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ২১টি ব্লক। গাইঘাটা ও তেঘরিয়া সবচেয়ে বেশি বিপজ্জনক। মুর্শিদাবাদেও রয়েছে ২১টি ব্লক। এ ছাড়াও মালদহে ৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৮টি, নদীয়ায় ১৭টি, বর্ধমানে ৫টি এবং হাওড়া-হুগলিতে দু’টি ব্লকে আর্সেনিকের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের টাকায় পরিস্রুত পানীয় জল প্রকল্পের কাজ করছে পিএইচই। পুরুলিয়াতে জাপানের আর্থিক সহায়তায় একটি বড় প্রকল্পেরও কাজ চলছে। লোকবলের অভাবে বহু প্রকল্প শেষ করা সম্ভব হচ্ছে না বলে মত ইঞ্জিনিয়ারদের।

গোরু পাচারে এনামুলের নেটওয়ার্ক বাংলাদেশেও
জালে ১২ বিএসএফ
ও কাস্টমস অফিসার

 শুধুমাত্র বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার কিংবা জিবু টি ম্যাথুই নয়! গোরু পাচার কারবারে এনামুল হকের সাম্রাজ্য বিস্তারে ‘সহায়ক’ ভূমিকা পালন করেছিল আরও অনেকেই। কাস্টমস এবং সীমান্তরক্ষী বাহিনীর এহেন এক ডজন অফিসারের ‘ঠিকুজি কুষ্ঠি’ নিয়ে খোঁজখবর চালাচ্ছে সিবিআই।
বিশদ

দুই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সহ মালদহের
১১জনকে হন্যে হয়ে খুঁজছে এনআইএ

 দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র সহ মালদহের ১১জনকে হন্যে হয়ে খুঁজছে এনআইএ। তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছে তারা। ওই দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র ডোমকল থেকে ধৃত জঙ্গি নাজমুস সাকিবের সঙ্গে পড়াশোনা করত। তিনজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফেরার দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র এখন গোয়েন্দাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশদ

 আশাকর্মী, সিভিকদের বেতনবৃদ্ধি,
হকারদের পুজোর উপহার মমতার

 করোনা আবহে তীব্র হচ্ছে আর্থিক সঙ্কট। তা সত্ত্বেও পুজোর আগে মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুজো উপহার পেলেন আশাকর্মী, সিভিক ভলান্টিয়াররা। তাঁদের এক হাজার টাকা করে বেতনবৃদ্ধির ঘোষণা করলেন মমতা।
বিশদ

ডেঙ্গু হলে করোনা সংক্রমণের
সম্ভাবনা ক্ষীণ, সমীক্ষা রিপোর্ট

 একবার ডেঙ্গুর কামড় খেলে করোনার থাবা থেকে মিলতে পারে রেহাই! মার্কিন গবেষণায় উঠে এল এমনই চমকপ্রদ তথ্য। সম্প্রতি আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ব্রাজিলে করোনার ব্যাপক প্রাদুর্ভাব নিয়ে গবেষণা চালান। তখনই ব্রাজিলের ভৌগোলিক অবস্থানভিত্তিক সমীক্ষা করতে গিয়ে তাঁরা দেখেন, ডেঙ্গু ও করোনার মধ্যে এক ধরনের সূক্ষ্ম সংযোগ রয়েছে।
বিশদ

পুজো কমিটিকে ৫০ হাজার,
ট্যাক্স-বিদ্যুতেও ছাড় মমতার

পুজোর আনন্দে ভাগ বসাবে না করোনা। তৃতীয়া থেকেই খুলে যাবে পুজোমণ্ডপ। ঠাকুর দেখা যাবে সারা রাত। একাদশী পর্যন্ত। তবে বিধিনিষেধ মেনে। লকডাউনের পর এই প্রথম বিপুল জমায়েতের সামনে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল পুলিস, প্রশাসন এবং পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক।
বিশদ

আজ রাজ্যে ফের শুরু
হচ্ছে আধারের কাজ

 গত মার্চে করোনার আগমনের সঙ্গে সঙ্গেই গোটা দেশে বন্ধ হয়ে গিয়েছিল আধার কার্ড সংক্রান্ত পরিষেবা। সংক্রমণ এখনও কমেনি, তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে সারা দেশে। আবার চালু হতে চলেছে নতুন করে আধার কার্ড তৈরি, সংশোধনের কাজ।
বিশদ

দুধওয়ালা থেকে
শক্তি আজ কোটিপতি

দেবী এখন শক্তির উপরেই সংস্থিতা। শক্তি মানে ডোমজুড়ের শক্তি দাস। মাস গেলে আয় টেনেটুনে সাত হাজার টাকা। হঠাৎ হাতে চাঁদ পেয়েছেন তিনি। ভাগ্যদেবীর আশীর্বাদে হাতে এসেছে এক কোটি টাকার লটারি। শক্তির অভাবের সংসার। একটি বেসরকারি দুগ্ধ উৎপাদন সংস্থার হয়ে হকারি করেন। তাঁর দায়িত্ব কারখানা থেকে দুধ নিয়ে গাড়ি করে বিভিন্ন দোকানে পৌঁছে দেওয়া। সেই অভাবের সংসারে আকস্মিক খুশির হাওয়া।
বিশদ

 করোনা পর্বেও একঘরে ২০-২৫ জন
এখন পালা করে ঘুমোচ্ছেন জেলবন্দিরা
রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট

 প্যারোলে ছাড় পাওয়ায় এতদিন বাড়িতেই বেশ কেটেছে বন্দিদের। করোনা পর্বে ছাড় পেলেও বর্তমানে সেই মেয়াদ ফুরিয়েছে। ফলে বন্দিদের আবার ফিরে আসতে হয়েছে সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে। কিন্তু এখানে দূরত্বের বিধিনিষেধ কোথায়? বিশদ

ক্ষমতা বাড়লেও মিলছে না বাড়তি ভাতা
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে
অনিহা সহকারীদের বড় অংশেরই

 স্কুলে টিচার ইনচার্জ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ক্ষমতা প্রচুর। প্রধান শিক্ষকের মতো স্কুল পরিচালনার যাবতীয় কাজ হয় তাঁরই নির্দেশে। তাই, কোনও সহ শিক্ষক সেই দায়িত্ব পেলে লুফে নেবেন, এমনটাই প্রত্যাশিত। কিন্তু, রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে ছবিটা সম্পূর্ণ আলাদা। বাড়তি দায়িত্ব নিতে রাজি নয় সহ শিক্ষকদের একটা বড় অংশ। 
বিশদ

 এক বছর পার
‘দিদিকে বলো’র বকেয়া অভিযোগের
সুরাহা করবেন বিধায়করা

  ‘দিদিকে বলো’ কর্মসূচির যেসব অভিযোগের এখনও নিষ্পত্তি হয়নি সেগুলোর তালিকা বিধায়কদের কাছে পাঠানো হয়েছে। বিধানসভা ভোটের আগে মানুষের সমস্যার সমাধানে সেই তালিকা অনুযায়ী বিধায়কদের কাজে নেমে পড়ার কথাও বলা হয়েছে। বিশদ

উত্তরবঙ্গের কিছু স্থানে আজও ভারী
বৃষ্টির সম্ভাবনা, বলছে হাওয়া অফিস

 আজ শুক্রবারও উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর তাই উত্তরবঙ্গের সবক’টি জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরের জন্য বেশি মাত্রার বৃষ্টির ‘কমলা’ সতর্কবার্তা শুক্রবারও বজায় রেখেছে। বঙ্গোপসাগরের দিক থেকে আসা দখিনা বাতাস প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে এনেছে। বিশদ

ইএসআই: পাঁচ লক্ষ  কর্মচ্যুত
শ্রমিক পাবেন দেড় মাসের বেতন

 কোভিড পরিস্থিতির কারণে রাজ্যের অন্তত ৫ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন। এই হিসেব অবশ্য শুধু ইএসআই প্রকল্পের অধীন শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আগামী ১২ নভেম্বরের মধ্যে এই প্রকল্পে বিমাকৃত শ্রমিক ও তাঁদের মালিকরা তাঁদের মাসিক দেয় টাকা জমা করার পর এই ব্যাপারে নির্দিষ্ট সংখ্যা জানা যাবে। বিশদ

 রক্ত দিয়ে প্রতিবাদ জানাবে
তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর

 কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি ব্লকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে পথে নামেন তৃণমূলের কর্মীরা। শামিল হন কৃষকরাও। তৃণমূল নেতৃত্ব এক বাক্যে জানিয়ে দিয়েছে, কৃষক স্বার্থ বিরোধী বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। বিশদ

 পরিযায়ীদের রোজগার নিশ্চিত করার দাবি ভাগবতের

 করোনার জেরে কাজ হারিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। একইসঙ্গে উম-পুনে গৃহহীন হয়েছেন অনেকে। এইসব প্রান্তিক মানুষের রোজগার নিশ্চিত করতে হবে। এমনই দাবি জানিয়েছেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। বুধ ও বৃহস্পতিবার কলকাতার কেশব ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দু’দিনের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। বিশদ

Pages: 12345

একনজরে
 চারদিকে জল বেষ্টিত ভূতনির চর দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে। বেহাল যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সেখানে ঘাঁটি গাড়ছে। ...

 করোনার দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়েছে ব্রিটেনে। সংক্রমণ রুখতে স্থানীয় স্তরে বিভিন্ন জায়গায় লকডাউন জারির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন। তবে এইভাবে লকডাউনের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করে ব্রিটিশ সরকারকে চিঠি দিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ...

 প্রতিপক্ষ ফুটবলারের গায়ে থুতু দেওয়ার অপরাধে চার ম্যাচ নির্বাসিত হলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গত ১৪ সেপ্টেম্বর ফরাসি লিগে প্যারি সাঁজাঁ বনাম মার্সেই ম্যাচের শেষ লগ্নে ...

১০০ দিনের কাজ প্রকল্পে রায়দিঘির মথুরাপুর ২ ব্লকে পাতিলেবু ও আনারসের গ্রাম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরও এই কাজে নামানো হবে। বিডিও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস
১৯৩৯- অভিনেতা ফিরোজ খানের জন্ম
১৯৪৬- ক্রিকেটার বিষেণ সিং বেদির জন্ম
১৯৬৯ - বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব মধু বসু ওরফে নাম সুকুমার বসুর মৃত্যু
১৯৯০- রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা তথা পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯২.১৯ টাকা ৯৫.৪৭ টাকা
ইউরো ৮৪.৫২ টাকা ৮৭.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৮৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,৫৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৭,১৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৭,২৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ আশ্বিন ১৪২৭, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, নবমী ৩৩/৬ রাত্রি ৬/৪৪। পূর্বাষাঢ়ানক্ষত্র ৩২/৩৩ রাত্রি ৬/৩১। সূর্যোদয় ৫/২৯/৪৮, সূর্যাস্ত ৫/২৬/৫৬। অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫৩ গতে অস্তাবধি। রাত্রি ৬/১৭ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫২ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৯ গতে ১১/২৮ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ৯/৫৮ মধ্যে।
৮ আশ্বিন ১৪২৭, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, নবমী রাত্রি ১০/৩১। পূর্বাষাঢ়ানক্ষত্র রাত্রি ১১/৬। অমৃতযোগ দিবা ৬/২২ মধ্যে ও ৭/৮ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৬ গতে ২/৫১ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৫/৫৯ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/৩০ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে।
৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। বৃষ: ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিন
বিশ্ব ফার্মাসিস্ট দিবস১৯৩৯- অভিনেতা ফিরোজ খানের জন্ম১৯৪৬- ক্রিকেটার বিষেণ সিং ...বিশদ

04:28:18 PM

 আইপিএল: চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারাল দিল্লি ক্যাপিটাল

11:13:05 PM

আইপিএল: চেন্নাই ১০১/৪ (১৬ ওভার) 

10:49:48 PM

আইপিএল: চেন্নাই ৪৭/৩ (১০ ওভার) 

10:14:56 PM

 আইপিএল: চেন্নাই ২৬/১ (৫ ওভার)

09:51:00 PM