প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
গৌতমবাবু বলেন, কমিটি রাজ্য নেতৃত্ব গঠন করেছে। এক্ষেত্রে আমাদের কোনও হাত নেই। ভারসাম্য বজায় রেখেই নতুন কমিটি তৈরি করা হয়েছে। আশা করছি আগামীতে জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু আর থাকবে না।
তবে বিপ্লব মিত্রকে কেন জেলা কমিটিতে রাজ্য নেতৃত্ব রাখল না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এনিয়ে জেলা নেতৃত্বের কেউ মুখ খোলেননি। মন্তব্য করেননি বিপ্লববাবুও। এদিকে, তাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এমন কয়েকজন নেতাকে জেলা কমিটিতে রাখা হয়নি। শুধু তপন ব্লকে দু’জনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে শংকর মণ্ডল ও সুব্রত ধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কমিটিতে পাঁচ জন সাধারণ সম্পাদককে রাখা হয়েছে। তাঁদের মধ্যে বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীলকেও রাখা হয়েছে। অভিযোগ, দলের মধ্যেই দীর্ঘদিন কোণঠাসা ছিলেন রাজেনবাবু। আবার তাঁকে দায়িত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
এদিকে, প্রায় এক বছর তিন মাস পরে মালদহের জেলা ও ব্লক কমিটি নতুন করে তৈরি করল তৃণমূল কংগ্রেস। ৭৬ সদস্যের এই জাম্বো কমিটি তৈরির ক্ষেত্রে দলের সব গোষ্ঠীরই প্রতিনিধিত্ব রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে নতুন এই জেলা কমিটিতে নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর। আরেক প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রকে অবশ্য মানিকচকের ব্লক কমিটির মাথায় বসানো হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, জেলার সংগঠনে বিধানসভা নির্বাচনের আগে যাতে নতুন করে অসন্তোষের বাতাবরণ তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এত বড় জেলা কমিটি তৈরি করেছে তৃণমূল। পাশাপাশি এদিন মালদহের ১৫টি ব্লকের নতুন সভাপতি ও সহ-সভাপতিদের নামের তালিকাও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে জেলা ও ব্লক স্তরের যুব তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের নামও।
বৃহস্পতিবার জেলা তৃণমূল দপ্তরে পাশাপাশি বসে জেলা ও যুব তৃণমূলের নতুন জেলা ও ব্লক কমিটি ঘোষণা করেন দুই সংগঠনের জেলা সভাপতি মৌসম নুর ও প্রসেনজিৎ দাস। ছিলেন দলের জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তিন কোঅর্ডিনেটর দুলাল সরকার, মানব বন্দ্যোপাধ্যায়, অম্লান ভাদুড়ি প্রমুখ।
মৌসম বলেন, ৭৬ জনের কমিটিতে ভারসাম্য বজায় রাখা হয়েছে। ৮০ বছরের প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণ প্রজন্মের নেতানেত্রীদেরও এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের জেলা কমিটিতে ৬০জন সদস্য ছিলেন। এবার সদস্য সংখ্যা অনেকটাই বেড়েছে।
কৃষ্ণেন্দুবাবু বলেন, রাজ্য কমিটির সম্পাদকের পদে থাকায় আমি সাংগঠনিকভাবে জেলা কমিটিতে থাকতে পারি না। তবে পদ আমার কাছে গৌণ। ১. বৃহস্পতিবার মালদহে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক সাংসদ মৌসম বেনজির নুরের। ২. বালুরঘাটে জেলা কমিটি ঘোষণা করছেন জেলা সভাপতি গৌতম দাস। -নিজস্ব চিত্র