প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
মোট ছ’টি ছোট গল্প এই ছবিতে বলা হবে। এক বয়স্ক মানুষ এবং তার নাতনি এই গল্পগুলো বলবে। প্রথম গল্পটি এক দম্পতির। মেয়েটি অফিসে চাকরি করে এবং তার স্বামী বাড়ির কাজ দেখাশোনা করে। মেয়েটি অর্থাত্ ঈশানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীতমা এবং স্বামীর চরিত্রে রয়েছেন অভিষেক। দ্বিতীয় গল্পটি রণিত ও লিজার। একটি রোড ট্রিপে গিয়ে তাদের আলাপ হয়েছিল। এই গল্পে রয়েছেন ঈশান ও বিবৃতি। তৃতীয় গল্পটি থ্রিলার। এই গল্পে অভিনয় করেছেন মৌবনী। বাকি গল্পগুলোতে মূলত ভালোবাসার নানা রকমের স্তর দেখানো হবে। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন অমিত মিত্র এবং অনুপম আইচ।