আরও একবার সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের শিকার হলেন সোনম কাপুর। এবার শুধু তাঁকে আক্রমণ করা হয়নি, তাঁর স্বামীর উদ্দেশেও ভেসে এসেছে কুরুচিকর মন্তব্য। সোনম কিন্তু এই ধরনের মেসেজ প্রেরকদের মাঝেমধ্যেই উত্তর দিয়ে থাকেন। এবারও তার অন্যথা হয়নি। তাঁকে মেসেজে বলা হয়েছে, ‘আপনি পুরুষতান্ত্রিকতা এবং নারীবাদ নিয়ে বাজে কথা বলেন। আপনার মতো মহিলারা সমাজে নেগেটিভিটি নিয়ে আসেন। আপনার বাবাকে বাদ দিলে আপনার কোনও যোগ্যতা নেই। এখন দেখে ভালো লাগে যে, দেশের মানুষ আপনার মতো তথাকথিত অভিনেত্রীদের বাতিলের খাতায় ফেলে দেওয়া শুরু করেছে। আপনি অভিনয় করতে পারেন না। স্বজনপোষণের উত্কৃষ্ট উদাহরণ আপনি।’ এর সঙ্গে এই বার্তা প্রেরক সোনমের স্বামীকেও গালমন্দ করেন।
এর জবাবে অনিল কাপুরের কন্যা লিখেছেন, ‘আমার মনে হয় এই পোস্টের মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন। সেই কারণেই আপনি আমার অ্যাটেনশন চাইছেন।’ কিন্তু কিছুক্ষণ পরেই সেই বার্তা প্রেরক ভোল পাল্টে জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টটি নাকি হ্যাক করা হয়েছে। কেউ কোনও মেসেজ পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।