প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
কথা হচ্ছিল অরিত্রর সঙ্গে। এই প্রযোজনা সংস্থার অধীনেই তাঁর প্রথম ছবি ছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। ‘ফাটাফাটি’র বাকি কাস্টিং প্রসঙ্গে অরিত্রর বক্তব্য, ‘এখনও বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যথাসময় দর্শক সবকিছুই জানতে পারবেন।’ সাধারণত ফ্যাশন দুনিয়ায় ‘সাইজ জিরো’ বা ফর্সা ত্বককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেখানে একজন মোটা মহিলা যখন ফ্যাশন আইকন হয়ে ওঠেন, তখন প্রচলিত সামাজিক চিন্তাধারার কোনও পরিবর্তন হয় কিনা তা নিয়েই ছবির গল্প। অরিত্রর কথায়, ‘আসলে রোগা বা মোটা এই মাপকাঠিতে কোনও মহিলাকে অসম্মান করা একেবারেই অনুচিত। আমরা এটাই তুলে ধরতে চাইছি।’ অন্যদিকে শিবপ্রসাদ বললেন, ‘প্রযোজক হিসেবে এরকম একটা ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বিগত দু’বছর নারী দিবসে আমরা নারীকেন্দ্রিক এমন ছবি দর্শকদের উপহার দিয়েছি, যা তাঁদের পছন্দ হয়েছে। প্রচলিত ধারণাগুলি নিয়ে ভাবতে তাঁদের বাধ্য করেছি। আগামী বছরেও আমাদের সেই প্রচেষ্টাই থাকবে।’ গত মার্চ মাসে লকডাউনের জন্যই ‘ব্রহ্মা জানেন...’ হল থেকে উঠে যায়। সেই জন্য অরিত্রর একটু হলেও খারাপ লেগেছে। বলছিলেন, ‘ব্যাপারটা অনেকটা ভালো খেলে ম্যাচ শেষের আগে বৃষ্টি আসার মতো। আমাদের কিছু করার ছিল না। আগামী বছর পরিস্থিতি ঠিক হলে ভালোভাবে আসরে নামতে চাই’, আত্মবিশ্বাস ঝরে পড়ে পরিচালকের গলায়। কাহিনী ও চিত্রনাট্য জিনিয়া সেনের। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসে ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। আগামী বছর নারী দিবসে মুক্তি পাবে ‘ফাটাফাটি’।