প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
এদিকে একসময় কন্যা নাইসা অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন কাজলের। সেই খবরও ফাঁস হয়েছে। ‘দিলওয়ালে’ ছবিতে কিং খানের বিপরীতে অভিনয়ের অফারটা প্রায় ফিরিয়েই দিয়েছিলেন কাজল। কিন্তু মাকে নাকি রাজি করিয়েছিলেন নাইসা। অভিনয়ে ফিরে গেলে পরিবারকে সময় দেওয়া কমে যাবে, এই আশঙ্কায় কাজল ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু মায়ের কোনও আপত্তিই শোনেননি কাজল-কন্যা। তাঁর বক্তব্য ছিল, ‘আমাকে ভালোবাসো বলে অন্য কিছু ভালোবাসবে না, এমন তো কোনও কথা নেই। তাই সিনেমা করেও তুমি যেটুকু সময় আমাদের দিতে পারবে, আমরা তাতেই খুশি। অফারটা ফিরিয়ে দিও না মা। এমন সুযোগ রোজ আসবে না। ভুলে যেও না, অভিনয় তোমার জীবনের অংশ।’ তিন প্রজন্ম ধরেই মা ও মেয়ে একে অপরকে উৎসাহ আর অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। মেয়ের পাশে থাকতে তাই তো সব কাজ ছেড়ে, সংসার ছেড়ে কাজল এখন সুদূর সিঙ্গাপুরে।