আবার এক ডান্সারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হৃতিক রোশন। ২০ বছরের এক ব্যালে ডান্সার কমল সিং শুধুমাত্র অর্থের অভাবে নিজের স্বপ্ন স্পর্শ করতে পারছিলেন না। দিল্লির এক রিকশ চালকের ছেলে কমল। তিনিই প্রথম ভারতীয় নৃত্যশিল্পী যিনি ইংল্যান্ডের ইংলিশ ন্যাশনাল ব্যালে স্কুল অব লন্ডনে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। কমলের জন্য ৩ লক্ষ টাকা দিলেন হৃতিক। কমলের শিক্ষক ফার্নান্ডো গুইরেলা সোশ্যাল মিডিয়ায়, ছাত্রের পাশে দাঁড়ানোর জন্য হৃতিককে ধন্যবাদ জানিয়েছেন। বলিউড গ্রিক গডের কাছ থেকে অর্থপ্রাপ্তির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, হৃতিকের সংস্থা এইচআরএক্স ফিল্মসের তরফে এই অর্থ সাহায্য করা হয়েছে।
প্রসঙ্গত, লকডাউনের সময় যখন বিনোদন জগতের কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় কিন্তু বেশ কিছু নৃত্যশিল্পীকে আর্থিক সাহায্য করেছিলেন রাকেশ-পুত্র। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিভাবান মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তাঁর বরাবরের।