প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কোনও সঞ্চালক ছিলেন না। সলমন নিজেই অনুষ্ঠান শুরু করেন। গোটা লকডাউনে পানভেলের গেস্ট হাউসে কীভাবে সময় কাটিয়েছেন তিনি, তার ঝলকও ভাইজান নিজেই দেখালেন। এই বছর বিগ বসের ঘরের ভিতরেই থাকছে সিনেমা হল, স্পা, জিম, রেস্তরাঁ এবং শপিং মল। লকডাউনের মধ্যে মানুষ যে জায়গাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলেন, সেই সবকিছু থাকছে এই বছর বিগ বসের বাড়িতে। এবার বিগ বসের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী এবং প্রতিযোগীর প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। বিগ বসের বাড়িতে প্রবেশ করার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হচ্ছে প্রতিযোগীদের।
এ বছর ‘বিগ বস ১৩’র জয়ী প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা ছাড়াও গওহর খান এবং হিনা খান যুক্ত থাকছেন এই সিজনে। কিন্তু কীভাবে? সেই বিষয়ে কোনও কথাই বলতে চাননি এই তিনমূর্তি। যে প্রশ্নটা এতদিন ধরে সকলের মনে ঘুরপাক খাচ্ছে সেটা হল, বিগ বসের বাড়িতে এই বছর কাকে কাকে দেখা যাবে। মাত্র একজন প্রতিযোগীর নামই ঘোষণা করা হল। জান কুমার শানু এবার বিগ বসের বাড়িতে থাকছেন। তরুণ এই গায়কের সঙ্গে খুনসুটি শুরু করেন সলমন। তাঁকে খানিক পরামর্শ দেওয়ার জন্য সিদ্ধার্থকে বলেন ভাইজান। সিদ্ধার্থ সাংবাদিক সম্মেলনেই জানকে বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে বেশ কিছু পরামর্শ দিয়ে দেন। সাংবাদিক সম্মেলনের পরেই এদিন ফোনে পাওয়া গেল জানকে। উচ্ছ্বসিত শানু পুত্র জানালেন, ‘ছোট থেকেই আমি বিগ বসের ফ্যান। এরকম একটা শোয়ের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। বাবা-মা খুব খুশি। একদম বিজেতা হয়ে বাড়ির বাইরে আসতে চাই।’