প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
তবে এবার আদিত্যর অনুরাগীদের জন্য একটু আশার আলো দেখা যাচ্ছে। বলিউডের অন্দরের খবর, অন্য একটি ছবিতে আদি ও দিশাকে জুটি হিসেবে দেখা যেতে পারে। আপাতত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘ওম’। আহমেদ খান ছবিটির প্রযোজনা করবেন বলে খবর। মূলত অ্যাকশন ঘরানার ছবি এটি। ছবির পরিচালক কপিল টিনু বর্মা। ইতিমধ্যেই আদিত্য ও দিশা নাকি চুক্তি স্বাক্ষরও করে ফেলেছেন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে এই ছবি ফ্লোরে যেতে পারে।