প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
মুগ পালাক
উপকরণ : মুগ ডাল ২০০ গ্রাম, পালং শাক কুচোনো ২ কাপ, রসুন বাটা ১ চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো চা চামচ, কাঁচালঙ্কা কুচি ২ টোম্যাটো কুচি ২ টো, সর্ষের তেল ২ চা চামচ, সাদা তিল চা চামচ, সাদা জিরে চা চামচ, হিং চা চামচ, গুড় ১ চা চামচ।
প্রণালী: প্রথমে ডাল ধুয়ে সেদ্ধ করে নিন। কড়ায় তেল গরম করে জিরে, তিল ফোড়ন দিন। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে হিং , হলুদগুঁড়ো, লঙ্কা, টোম্যাটো দিয়ে নাড়ুন। এরপর পালং শাক দিয়ে চিনি ও নুন স্বাদ মতো দিয়ে দিন। ফুটন্ত সেদ্ধ ডাল দিন। একটু ফুটে গেলে নামিয়ে পরিবেশন করুন।
নারকেল ডাল
উপকরণ : মুসুর ডাল ১কাপ, নারকেল কোরা ১ কাপ, নুন স্বাদ মতো, চিনি ১ চা চামচ, হলুদ ১ চিমটে, কাঁচালঙ্কা ১টা, কারিপাতা ৬-৭ টা, ঘি চা চামচ।
নারকোলের বড়ার উপকরণ: নারকোল কোরা ২ কাপ, কাঁচালঙ্কা কুচি ২টো, কালোজিরে চামচ, ময়দা ১ চামচ, চালের গুঁড়ো ৩-৪ চা চামচ, নুন স্বাদ মতো, তেল প্রয়োজন মতো।
প্রণালী: ডাল ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিন। এমন করে জল দেবেন যাতে ডাল ঘনই থাকে। এবার কড়ায় ঘি গরম করে তাতে কারিপাতা ও লঙ্কা ফোড়ন দিন। গরম ডাল ঢেলে দিন নারকেল কোরা ও চিনি দিন। এবার নারকেল কোরাটা সব উপকরণের সঙ্গে মেখে নিন। কড়ায় তেল গরম করে ছোট ছোট বল আকারে গড়ে ঢিমে আঁচে লাল করে ভেজে তুলুন। ডালের ওপর বড়াটা বসিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
গন্ধরাজ লেবু ডাল
উপকরণ : মুসুর ডাল ১কাপ, নুন স্বাদ মতো, চিনি চা চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট ১ চা চামচ, গন্ধরাজ লেবু পাতা কুচনো ৩ টে, জিরে চা চামচ, সাদা তেল ১চা চামচ, হলুদ ১চিমটে (না-ও দিতে পারেন), শুকনো লঙ্কা ২টো।
প্রণালী: মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। ডাল, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। আঁচ কমিয়ে গন্ধরাজ পাতা কুচি দিয়ে দিন। এবার গরম ডাল ঢেলে দিন, চিনি দিয়ে দিন। এরপর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিন। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ডাল তারকা
উপকরণ: অড়হর ডাল ১ কাপ, মুসুর ডাল কাপ, মুগ ডাল ১ কাপ, ঘি ২ চা চামচ, সাদা তেল ২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১চা চামচ, নুন স্বাদ মতো, গুড় ১ চা চামচ, হলুদগুঁড়ো ১ চা চামচ, জিরে চা চামচ, শুকনো লঙ্কা ৩ টে, হিং চা চামচ, টম্যাটো কুচি ৩টে মাঝারি, আধ ভাঙ্গা চিনে বাদাম কাপ, লঙ্কাগুঁড়ো ১ চা চামচ।
প্রণালী: প্রথমে ডাল ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিন। এবার প্যানে তেল ও ঘি গরম করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। রসুন ও আদা দিয়ে ভাজতে থাকুন, হাল্কা ভাজা হলে হিং দিয়ে দিন। টোম্যাটো কুচি, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিন। ভালো করে ভাজা ভাজা করে চিনেবাদাম দিয়ে দিন। গরম গরম ডাল এবার কড়াইতে ঢেলে দিন ও একটু ফুটতে দিন। ডাল ফুটে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।