প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
তাল মাখনী ক্ষীর
উপকরণ: তালের পাল্প ৪ কাপ, দুধ লিটার, চিনি ২ কাপ, নারকেল কোরা মালা, খোয়া ক্ষীর ১০০ গ্রাম, মাখানি ১০টা।
প্রণালী: কড়াইতে ঘি দিয়ে মাখানিগুলো হাল্কা করে ভেজে তুলে রাখুন। এরপর একটা পাত্রে দুধ ও তাল চিনি দিয়ে জ্বাল দিতে বসান। কিছুক্ষণ ফোটার পর তার মধ্যে নারকেল কোরা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নাড়ার পর খোয়া ক্ষীর দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ুন। যখন মিশ্রণ ঘন হয়ে যাবে তখন নামিয়ে ফেলুন। একটা পাত্রে ঢেলে ওপরে মাখানিগুলো দিয়ে সাজিয়ে দিন।
তাল পুলি
উপকরণ: তালের পাল্প ২ কাপ, ময়দা ২০০ গ্রাম, চালের গুঁড়ো ১০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ২৫০ গ্রাম, খোয়া ক্ষীর ২০০ গ্রাম, নারকেল কোরা ১ কাপ, ছোট এলাচ গুঁড়ো ১চামচ।
প্রণালি: প্রথমে তালের গাঢ় পাল্প, চালের গুঁড়ো, ময়দা ও চিনি দিয়ে ভালো করে মেখে একটি শক্ত মণ্ড তৈরি করে নিন। নারকেল কোরা, চিনি, বাকি তালের পাল্প, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ একসঙ্গে ফুটিয়ে নিন। এইভাবে পুর তৈরি করে রাখুন। এরপর তাল মাখা থেকে ছোট ছোট লেচি করে তা বাটির মতো করে গড়ে নিন। তার মধ্যে পুর ভরে পুলির আকারে গড়ে নিন। দুধ জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে ওর মধ্যে পুলিগুলো দিয়ে ফুটতে দিন। কিছুক্ষণ ফোটার পর চিনি দিন। ছোট এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন তাল পুলি।
তালের পুডিং
উপকরণ: তালের পাল্প ১ কাপ, দুধ ১ লিটার, ডিম ২টো, চিনি গুঁড়ো ২০০ গ্রাম, মাখন ১ চামচ, কিশমিশ ৫ গ্রাম, কাজু ৫ গ্রাম।
প্রণালী: তাল ঘষে পাল্প বার করে নিন। ডিম ও গুঁড়ো চিনি ভালো করে ফেটিয়ে রাখুন। কড়াইতে দুধ ও তালের পাল্প দিয়ে ফোটান। কিছুক্ষণ ফোটার পর ওর মধ্যে কাজু আর কিশমিশ দিন। তাল ও দুধ ফুটে কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে দুধ ও তালের সঙ্গে ডিম-চিনির গোলা ভালো করে মিশিয়ে দিন। এরপর একটা টিফিনবক্সে মাখন লাগান এবং মিশ্রণটা ঢেলে দিন।
প্রেশার কুকারে অল্প জল দিয়ে টিফিন বক্স আটকে প্রেশার কুকারের ভেতর ভরুন। কুকারের মুখ বন্ধ করে ২টো সিটি তুলুন। তারপর তা আঁচ থেকে নামিয়ে ১মিনিট রেখে দিন। ঠান্ডা হলে পিস করে কাটুন এবং তারপর পরিবেশন করুন।
তালের লাড্ডু
উপকরণ: তাল ১ টা,কলা ২ টো, নারকেল কোরা ১ কাপ, চালের গুঁড়ো ২ চামচ, ময়দা ২ চামচ, বাদাম কুচি ২ চামচ, বড় এলাচ ১টা, চিনি ৩০০ গ্রাম, সাদা তিল ৪ চামচ, ঘি ৪ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে তাল ঘষে পাল্প বার করে নিন। তারপর তালের পাল্পের মধ্যে চালের গুঁড়ো,
ময়দা, নারকেল কোরা, কলা, বাদাম কুচি, কিশমিশ, বড় এলাচ দানা ও চিনি দিন আর ভালো করে মেখে নিন।
এরপর গোল গোল করে লাড্ডুর আকারে গড়ে নিন। একটা প্লেটে সাদা তিল রেখে লাড্ডুগুলো তিলের মধ্যে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটা কড়াইতে ঘি দিয়ে লাড্ডুগুলো ঘিয়ে এপিঠ ওপিঠ করে নিন। গরম গরম তালের লাড্ডু পরিবেশন করুন।