Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

পুজোর মুখে বিপর্যয়: ঘরে বাইরে

সামনের মাসে এই তারিখে দশমী, পুজো শেষ। মা দুর্গাকে গঙ্গায় বিসর্জন দিয়ে শুরু হয়ে যাবে আমাদের বছরভরের প্রতীক্ষা! আর মহামায়ার আরাধনায় মুখর উদ্বেল চার দিনের মহানন্দের রেশ প্রাণে নিয়ে ফের কাজের স্রোতে ফিরে আসতে শুরু করবে কলকাতা সমেত গোটা বঙ্গের মানুষজন। অবশ্য, শহর-মহানগর অফিস-কাছারি স্কুল-কলেজ দোকান-বাজার স্বাভাবিক চেনা ছন্দে ফিরতে লক্ষ্মীপুজো কালীপুজো ভাইফোঁটা পার হয়ে যাবে। পথেঘাটে সর্বত্র আলাপ-আলোচনায় ফিরে ফিরে আসবে সদ্যশেষ উৎসবের রিভিউ, উৎসব ফুরনো মন খারাপের কথা। প্রতিবছর এমনটাই হয়, এবারও তার ব্যতিক্রম হবে না—এটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু, এবার পুজোর এই মাসখানেক আগে ঘরে-বাইরে যেভাবে ছোট-বড় নানান বিপর্যয় ও বিপদ সংকেত দেখা দিচ্ছে তাতে আমবাঙালির চিন্তা যে উত্তরোত্তর বাড়ছে তাতে সন্দেহ কী? মেট্রো রেলের সুড়ঙ্গ কাটতে গিয়ে কদিন আগে বউবাজারে যে বিপর্যয় ঘটে গেল তাতে ভুক্তভোগীরা এবারের পুজোয় কতটুকু আনন্দ করতে পারবেন তা নিয়ে অনেকের মতো আমাদেরও যথেষ্ট সংশয় আছে।
তার কারণ, মধ্য কলকাতায় দশক দশক নিশ্চিন্তে নিরাপদে কাটানো মানুষগুলো ওই বিপর্যয়ে রাতারাতি কেবল ঘরছাড়াই হননি—খুইয়েছেন তাঁদের বহুমূল্য অমূল্য ঘরগেরস্তালির জিনিসপত্র, দলিলদস্তাবেজ জীবনের গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রাণাধিক প্রিয় পোষ্য পাখিপক্ষী গৃহপালিত—সর্বস্ব! মাত্র এক মাসে এমন সর্বস্ব হারানোর যন্ত্রণা ভোলা সহজ নয়—সম্ভবও না। অতএব ধরেই নেওয়া যায় এবারের পুজোর আনন্দ বউবাজারের ওই হতভাগ্য মানুষজনকে ছুঁয়ে গেলেও তাতে সাড়ম্বরে সাড়া দেওয়া তাঁদের অধিকাংশের পক্ষেই পুরোপুরি সম্ভব হবে না। এ কথা ঠিক, ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক তৎপরতা ও উদ্যোগের ফলে বউবাজারের ভেঙে পড়া বা হেলে-ফেটে বিপজ্জনক বাসের অযোগ্য বাড়িগুলোতে লুঠেরারা দাঁতনখ বসাতে পারেনি। তাঁর পুলিস প্রশাসন উদ্ধারযোগ্য সামগ্রী সংশ্লিষ্ট বাসিন্দাদের হাতে তুলে দেওয়ারও ব্যবস্থা করেছে। তবে, দুর্গা পিথুরি লেন ও সংলগ্ন এলাকায় যে বাড়িগুলো ভেঙে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তার থেকে নথি ও জিনিসপত্র উদ্ধার তো খুব সোজা না। জানি না, সেই ধ্বংসস্তূপে চাপা পড়া জিনিসগুলো কীভাবে উদ্ধার হবে, আদৌ উদ্ধার করা যাবে কি না! না গেলে কত মানুষের যে কত অসুবিধে হবে তা আন্দাজ করা কঠিন নয়।
তবে কি দুর্ঘটনা বিপর্যয় তো আর জানান দিয়ে আসে না! নেপালের ভূমিকম্প কি আমাদের আয়েলার মতো প্রাকৃতিক বিপর্যয়ে কত মানুষ ঘর-সংসার সব হারিয়ে রাতারাতি সর্বস্বান্ত হয়েছেন, কত সংসার উজাড় হয়ে গেছে—শত চেষ্টাতেও সেই ক্ষত পুরোটা পূরণ করা গিয়েছে কি? যায়নি। এই বউবাজারে রশিদ জমানার সেই ভয়ানক বিস্ফোরণের পর কত লোকের কত সর্বনাশ হয়েছিল—কজন তার বিহিত পেয়েছিলেন? মেট্রো রেলের সুড়ঙ্গ কাটতে গিয়ে সেপ্টেম্বরের শুরুতে বউবাজারে বাড়ি ধসে যে ক্ষতি বাসিন্দাদের হল তাতে তাই ‘অপূরণীয় ক্ষতি’ বললে কিছুমাত্র ভুল হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে মেট্রো রেল হতভাগ্য পরিবার-পিছু আপাতত পাঁচ লক্ষ টাকা দিতে স্বীকৃত হয়েছে। মুখ্যমন্ত্রীও তাঁর তহবিল থেকে একই পরিমাণ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ দশ লক্ষ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন, ক্ষতিগ্রস্তরা বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান পাবেন অনতিবিলম্বেই। আর কী-ই বা করতে পারেন কর্তৃপক্ষ!
কিন্তু, মুশকিলটা হল—ওই বাস্তুচ্যুত বাসিন্দারা যা হারিয়েছেন ওই ত্রাণের টাকা কি নতুন বাড়ি-দোকান যে তার সবটা ফিরিয়ে দিতে পারবে না, তা বলাই বাহুল্য। কারণ, দীর্ঘদিন সে মালিক হয়েই হোক কি ভাড়াটিয়া একটা বাড়িতে সংসার পেতে আত্মীয়পরিজন সমেত ভালোমন্দ আলো-অন্ধকার আনন্দ-দুঃখ সব নিয়ে বসবাস করলে সেই বাড়িঘরের প্রতি বাসিন্দাদের একটা মায়া পড়ে যায়। কোনও কারণে একঝটকায় সে মায়ার বাঁধন ছিঁড়ে গেলে তার যন্ত্রণা যে কত মর্মান্তিক হতে পারে তা বউবাজারের মতো ঘটনায় রাতারাতি বাস্তুচ্যুতরাই কেবল উপলব্ধি করতে পারেন। টিভিতে দেখা ভুক্তভোগী মহিলার বুকফাটা কান্না যে সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ তা কি বলার অপেক্ষা রাখে!
এ তো গেল একদিক। অন্যদিকে পুজো-দশেরার মুখে দেশজুড়েও তো নানা বিপর্যয়ের ছবি ও খবর উঠে আসছে কাগজে মিডিয়ায়! মারুতি কোম্পানির মতো দারুণ সংস্থাও নাকি সঙ্কটে! গাড়ি বিক্রি এমন তলানিতে যে দু’দিন প্রোডাকশন বন্ধ রাখার মতো প্রায় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা! শুধু তাই নয়, কর্মী সংকোচনের কথাও নাকি উঠছে! দেশে আর্থিক মন্দার ছায়া পড়ছে দেখে রেল, বিএসএনএলের মতো সরকারি সংস্থার সঙ্গে বেসরকারি বহু সংস্থাও নাকি ছাঁটাইয়ের পথ নিতে বাধ্য হচ্ছে! অপ্রয়োজনীয় বিবেচনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর ব্রাঞ্চের সংখ্যা কমানো হচ্ছে, একাধিক ব্যাঙ্ককে জুড়ে দেওয়া হচ্ছে একসঙ্গে। অবশ্য, দেশের অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন—এর জন্য ব্যাঙ্কে কোনও কর্মী ছাঁটাই হবে না। ব্যাঙ্ক পরিষেবা আরও উন্নত ও শক্তিশালী করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে, চলতি মন্দার বাজারে এই আশ্বাসও কতটা ফলপ্রসূ হচ্ছে তা নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞমহলের কোনও কোনও অংশেই নাকি সংশয় আছে! বাড়ি বাজারেও কেনাবেচায় ভাটার টান। নানান লোভনীয় অফারেও নাকি মন গলছে না ক্রেতার। বিশেষজ্ঞরা বলছেন, টাকা নেই মানুষের হাতে, মন গললেই বা কী হবে? এসব নিয়ে কিছুদিন আগেই আলোচনা হয়েছে। তাই বিশদে যাচ্ছি না। বলতে চাইছি এটুকুই যে, বউবাজারে বিপর্যয়ে যেমন কিছু মানুষের পুজোর আনন্দ মাটি হওয়ার উপক্রম দেখা দিয়েছে, তেমনি দেশ জুড়ে আর্থিকক্ষেত্রে চলতি অস্বস্তি মন্দাভাব বাদবাকিদেরও পুজো উদ্‌যাপন নিয়ে চিন্তা বাড়াচ্ছে।
সবচেয়ে বড় কথা সপ্তাহ দুয়েক আগে পুজোর বাজার নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম এর মধ্যেই তার চাপ বাস্তবে স্পষ্ট! চড় চড় করে দৈনন্দিন আনাজপাতি থেকে মাছ-মাংস সব কিছুর দাম বেড়ে যাচ্ছে! সব স঩ব্জিই প্রায় ৪০/৫০-এর কোঠা ছাপিয়ে ৬০/৭০-এ উঠে গেছে। পেঁয়াজ ৬০ থেকে একটু নামলেও আলু ১৪/২০-তে স্থির। মাছের বাজারে সামান্য কিছু ব্যতিক্রম বাদে সবেরই কেজি পাঁচশো ছাড়িয়ে! মুরগির মাংসের দাম বাড়তে বাড়তে কেজি দুশো টাকা ছাড়াতে বসেছে। আদা এবং রসুনও রীতিমতো মহার্ঘ! মোটামুটি চালের দর ৩৫/৪০ টাকার নীচে নামছে না! ডাল তেল মশলার দামও পাল্লা দিয়ে বাড়ছে! তাহলে মানুষ খাবে কী? দৈনন্দিনের দাবি মেটাতেই তো সাধারণ মানুষের পকেট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আসন্ন উৎসবের দিনগুলোতে আনন্দ ভোগের টাকা আসবে কোথা থেকে! এই কথা ভেবেই এখন একরকম দিশেহারা গ্রামশহর, এমনকী মহানগরের সাধারণ মধ্যবিত্ত, গরিবজন।
আগেই লিখেছি, এই জন্যই হয়তো পুজোর বাজার এবার এখনও বেশ ফাঁকা ফাঁকা। কেনাকাটায় এখনও সেই হইহই ভাবটাই জাগেনি! বাজার বিশেষজ্ঞদের ধারণা, বোনাস এক্সগ্রাসিয়ার বাড়তি টাকা হয়তো পুজোর মুখে বাজারের মুখে হাসি ফোটাতে পারবে, পুজো বাজারের সেই চিরচেনা গমগমে ভাবটাও দেখা যাবে।
সে যাক না যাক, একথা মানতেই হবে এবার পুজোর মুখে নানাবিধ বিপর্যয় ঘরে-বাইরে মানুষকে যথেষ্ট বিব্রত করে রেখেছে। পুজোর উদ্যোক্তাদের একাংশের মধ্যেও নানা কারণে এই বিব্রত ভাব ছড়িয়েছে। তবে আমাদের বিশ্বাস এবারও শেষঅবধি পুজোর বাজারে মানুষের ঢল নামবে, যথাযথ আড়ম্বর সহযোগে মা দুর্গার পুজো হবে, আনন্দের বান ডাকবে আসমুদ্র হিমাচল বাংলায় এবং অভাব-অভিযোগ ভুলে বাংলার মানুষ সংবৎসরের সেই মহোৎসবে শামিল হবেন। কিন্তু, বউবাজারে যাঁরা আচমকা গৃহহীন হলেন, সর্বস্ব হারালেন তাঁদের কী হবে? তাঁরা কতটা শামিল হতে পারবেন আসন্ন শারদোৎসবের আনন্দযজ্ঞে? জানি না। কিন্তু একটা কথা অনেকেই বলছেন, মেট্রো রেল সুড়ঙ্গ খোঁড়ায় আর একটু সতর্ক হলে বিপর্যয় এমন ভয়াবহ আকার নিত না! আমরা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নই, কেউ তাই নির্দিষ্ট করে কিছু বলা আমাদের পক্ষে অসমীচীন। তবে, মিডিয়া কাগজে সংবাদ পড়ে শুনে, বিশেষজ্ঞদের অভিমত জেনে মনে হয়েছে—একটা গাফিলতি কোথাও না কোথাও ছিলই। আসলে এই ধরনের বিপদ যখন আসে ভুল বা গাফিলতির ছিদ্রপথেই আসে।
কিন্তু, পাশাপাশি এটাও সত্যি যে, যে কোনও বিপর্যয়ই মানুষ তার শক্তি সাহস মনোবল দিয়ে সামলে নেয় শেষ পর্যন্ত। এবং সময় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেই বিপর্যয়ের ক্ষত, তা সে যত বড়ই হোক ধীরে ধীরে ঢেকেও দেয়। বউবাজারের ক্ষেত্রেও তার অন্যথা হবে বলে মনে হয় না। পুজোর এখনও তো মাসখানেক বাকি। ততদিনে মুখ্যমন্ত্রী মমতার ব্যক্তিগত উদ্যোগ, তাঁর প্রশাসনের সক্রিয়তা, সহায়তা, মেট্রো রেলের তৎপরতা এবং সর্বোপরি সময়ের অসাধারণ শুশ্রূষায় আজকের সব হারানো মানুষগুলোর বুকের পাষাণভার হয়তো কিছুটা লাঘব হবে, হয়তো মহাপুজোর আনন্দটান বউবাজার বিপর্যয়ের ব্যথা-কষ্ট আরও খানিকটা ভুলিয়ে দেবে এবং তখন হয়তো হাজার লাখ উৎসবমুখর জনতার ভিড়ে ওঁরাও মিশে যাবেন। হয়তো বলছি বটে, তবে বিগত দিনে বহুবার তো এমন বিপর্যয়ের মুখে তুড়ি মেরে জিতে গেছে বাংলার মানুষের পুজোর আবেগ, উৎসবপ্রীতি। এবারই বা তার ব্যতিক্রম হবে কেন!
08th  September, 2019
রাষ্ট্রহীনতার যন্ত্রণা
শান্তনু দত্তগুপ্ত

ভিক্টর নাভরস্কি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আবিষ্কার করলেন, তিনি আচমকাই ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়েছেন। কারণ, তাঁর দেশ ক্রাকোজিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির কাছে মানবিকতার নিরিখে ক্রাকোজিয়ার আর কোনও ‘অস্তিত্ব’ নেই।
বিশদ

10th  September, 2019
জাতির গঠনে জাতীয় শিক্ষানীতি
গৌরী বন্দ্যোপাধ্যায়

 অভিধান অনুসরণ করে বলা যায়, পঠন-পাঠন ক্রিয়াসহ বিভিন্ন অভিজ্ঞতালব্ধ মূল্যবোধের বিকাশ ঘটানোর প্রক্রিয়াই শিক্ষা। জ্ঞানকে বলা হচ্ছে অভিজ্ঞতালব্ধ প্রতীতি। শিক্ষা দ্বারা অর্জিত বিশেষ জ্ঞানকে আমরা বিদ্যা বলি। কালের কষ্টিপাথরে যাচাই করে মানুষ আবহমান কাল ধরে নিজ অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশিকে পরবর্তী প্রজন্মের জন্য পুস্তকের মধ্যে লিখে সঞ্চিত করে গেছে।
বিশদ

09th  September, 2019
আন্তর্জাতিক সম্পর্কের শতবর্ষে ভারত প্রান্তিক রাষ্ট্র থেকে প্রথম দশে, লক্ষ্য শীর্ষস্থান
বিশ্বনাথ চক্রবর্তী

 প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির মুখে উড্রো উইলসন সমেত বিশ্বের তাবড় নেতারা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে শঙ্কিত হয়ে পড়েন। যুদ্ধের রাহুর গ্রাস থেকে এই সুন্দর পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে তাঁরা চিন্তিত ছিলেন। উইলসন বুঝতে পেরেছিলেন মানুষের মগজে রয়েছে যুদ্ধের অভিলাষ। যুদ্ধভাবনা মুছে ফেলে শান্তিভাবনা প্রতিষ্ঠা করা দরকার।
বিশদ

09th  September, 2019
বন্ধ হোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত দখল
তন্ময় মল্লিক

পঞ্চায়েত কারও চোখে স্থানীয় সরকার, কারও চোখে উন্নয়নের হাতিয়ার, কারও চোখে চোর তৈরির কারখানা। পঞ্চায়েত সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও একটা ব্যাপারে প্রায় সকলেই এক মত, পঞ্চায়েত আসলে মধুভাণ্ড। এই মধুভাণ্ডের নাগাল পাওয়া নিয়েই যত মারামারি, বোমাবাজি, খুনোখুনি। এই পঞ্চায়েতই নাকি এবার পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে ওলট-পালটের নাটের গুরু।
বিশদ

07th  September, 2019
অজানা ভবিষ্যৎ
সমৃদ্ধ দত্ত

টাকা কোথায় গেল? একের পর এক গ্রামবাসীর টাকা উধাও। সকলে সেই অফিসে আবার গেলেন। তারা এবার ভালো করে কম্পিউটার চেক করে বললেন, তোমাদের আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটা তো চেঞ্জ হয়েছে। এখানে নতুন এক অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওখানেই গেছে টাকা। প্রমোদকুমাররা জানেই না কোথায় নতুন অ্যাকাউন্ট! এক সহৃদয় ব্যাঙ্ককর্মী আবিষ্কার করলেন মোবাইল সার্ভিস প্রভাইডার কোম্পানি পেমেন্ট ব্যাঙ্ক চালু করেছে। ওই যে ফোনে আধার নম্বর চাওয়া হল এবং প্রমোদকুমাররা গিয়ে লিংক করিয়ে এলেন, আসলে ওই আধার নম্বরের মাধ্যমে তাঁদের অজ্ঞাতেই তাঁদের নামে পেমেন্ট ব্যাঙ্ক ‌অ্যাকাউন্ট চালু হয়ে গিয়ে সেই অ্যাকাউন্টই শো করতে শুরু করেছে সরকারি দপ্তরে। আর সব টাকা সেখানে যাচ্ছে।
বিশদ

06th  September, 2019
নিজেকে জিজ্ঞেস করো, দেশের জন্য কী করতে পার
মৃণালকান্তি দাস

হোয়াইট হাউস-এর  পবিত্রতা নষ্ট করার দুর্নাম জুটেছিল কি না বেচারি বিল ক্লিন্টনের!‌ তখনও নাকি মার্কিন আম জনতা মুখ বেঁকিয়ে বলেছিল,  কোথায় মেরিলিন মনরো,  আর কোথায় মনিকা লিউইনস্কি!‌ তবে, মনরো–কেনেডির এই প্রেম রীতিমত ঢাক–ঢোল পিটিয়ে উদ্‌যাপিত হয়েছে মার্কিন গণজীবনে। ১৯ মে ১৯৬২। কেনেডির আসল জন্মদিনের ১০ দিন আগেই উৎসব হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে। ১৫ হাজার অতিথির তালিকায় তাবড় রাজনীতিক ও হলিউড সেলেবদের ছড়াছড়ি। বিরাট কনসার্টে মারিয়া কালাস,  এলা ফিটজেরাল্ড-এর মতো ডাকসাইটে শিল্পীদের পাশাপাশি মেরিলিন মনরো!‌ ইতিহাস হয়ে গিয়েছে সেই সন্ধ্যায় মনরোর গাওয়া  ‘হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার প্রেসিডেন্ট’।  
বিশদ

06th  September, 2019
মানুষই কি মানুষের পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে!
মেরুনীল দাশগুপ্ত

শেষের সেদিন কি আর খুব দূরে নয়? সাম্প্রতিককালে বিশ্বজুড়ে প্রকৃতির নজিরবিহীন খামখেয়াল, মানুষের লোভের আগুনে সবুজের নির্বিচার মৃত্যু এবং বহু বহু বছর ধরে সীমাহীন অপচয়ের ফলে ফুরিয়ে আসা পানীয় জলের ভাঁড়ার আমাদের মনে আজ এই ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে।
বিশদ

05th  September, 2019
ব্যবহার একবার, দূষণ লাগাতার 
রঞ্জন সেন

সিঙ্গল-ইউজ-প্লাস্টিক (এসইউপি) বা একবার ব্যবহার্য প্লাস্টিক এখন দেশের পরিবেশের সামনে সবচেয়ে বড় বিপদ। খোদ প্রধানমন্ত্রীকে এর বিরুদ্ধে লালকেল্লা থেকে লড়াইয়ের ডাক দিতে হচ্ছে। নানা সতর্কতা ও নিষেধাজ্ঞা সত্বেও এই প্লাস্টিককে কিছুতেই কব্জা করা যাচ্ছে না।  
বিশদ

03rd  September, 2019
মুছে যাচ্ছে বাঙালির ব্যাঙ্ক-ব্যবসার উজ্জ্বল স্মৃতি
হারাধন চৌধুরী

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ, ২০১৯) আয়কর জমার নিরিখে সেরাদের একটি তালিকা তৈরি করেছে আয়কর দপ্তর। তাতে বাংলার মাত্র চারজনের নাম রয়েছে। বলা বাহুল্য যে, তাঁদের কেউই বাঙালি নন। 
বিশদ

03rd  September, 2019
ব্যবহার একবার, দূষণ লাগাতার 

রঞ্জন সেন: ঙ্গল-ইউজ-প্লাস্টিক (এসইউপি) বা একবার ব্যবহার্য প্লাস্টিক এখন দেশের পরিবেশের সামনে সবচেয়ে বড় বিপদ। খোদ প্রধানমন্ত্রীকে এর বিরুদ্ধে লালকেল্লা থেকে লড়াইয়ের ডাক দিতে হচ্ছে। নানা সতর্কতা ও নিষেধাজ্ঞা সত্বেও এই প্লাস্টিককে কিছুতেই কব্জা করা যাচ্ছে না।  বিশদ

02nd  September, 2019
নীতির অভাবে ডুবছে দেশের অর্থনীতি 

সঞ্জয় মুখোপাধ্যায়: খুব কঠিন একটা পরিস্থিতির মুখে পড়েছে ভারতের অর্থনীতি। গত এক বছরের মধ্যে আর্থিক বৃদ্ধির হার কমেছে ৩ শতাংশ, যা অভূতপূর্ব ও অভাবনীয়। পরিস্থিতিটা এমনই যে গ্রামবাংলায় মানুষের বিস্কুট কেনার টাকাতেও টান পড়ছে।   বিশদ

02nd  September, 2019
পুজোর বাজারেও কি এবার মন্দার টান লাগল?
শুভা দত্ত

আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তারপরই সংবৎসরে মহাপার্বণ এসে পড়বে বাঙালির ঘরে ঘরে পাড়ায় মহল্লায়। মা দুর্গার আরাধনায় মেতে উঠবে আসমুদ্রহিমাচল বাংলা। সারা বছর যে চারটে মহার্ঘ দিনের জন্য চাতকের মতো অপেক্ষা করে থাকে বাঙালি, আজকের এই পয়লা সেপ্টেম্বর তিরিশে গড়ালেই কার্যত তাদের নাগালে পেয়ে যাবেন তাঁরা।  
বিশদ

01st  September, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো ও কালীপুজোর সময়ে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে সাপ্তাহিক ১৩ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। তারা জানিয়েছে, সাঁতরাগাছি-চেন্নাই-সাঁতরাগাছি রুটে ট্রেনগুলি চালানো হবে। ...

ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (পিটিআই): আল-আজিজিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আবেদনের শুনানির জন্য দুই সদস্যের বেঞ্চ গঠন করল ইসলামাবাদ হাইকোর্ট। পাক সংবাদপত্র ‘ডন’-এর দাবি, বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মহসিন আখতার কিয়ানির ওই বেঞ্চে ১৮ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গুতে আক্রান্ত ডিসি (পোর্ট) সৈয়দ ওয়াকার রেজা। শুক্রবার থেকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন (এসটিএম)-এ টানা চিকিৎসা চলেছে তাঁর। ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডাঃ বিভূতি সাহার অধীনে ভর্তি হন রেজা সাহেব। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ছিল মহরম। তাই সোমবার সন্ধ্যাতেই রেফারি দীপু রায়ের রিপোর্ট চেয়ে পাঠান আইএফএ সচিব। তিনি সাড়ে দশটা পর্যন্ত ছিল দপ্তরে। পুলিসের গাড়িতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম
১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা করেন
১৯০৮- বিপ্লবী বিনয় বসুর জন্ম
১৯১১- ক্রিকেটার লালা অমরনাথের জন্ম
২০০১- নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং পেন্টাগনে বিমান হানায় অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৪ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৮৬.৪২ টাকা ৮৯.৫৯ টাকা
ইউরো ৭৭.৫৭ টাকা ৮০.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৯/১৩ শেষ রাত্রি ৫/৭। শ্রবণা ২১/২৫ দিবা ১/৫৯। সূ উ ৫/২৫/৩১, অ ৫/৪১/৩৮, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৯/৩০ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে। রাত্রি ৬/২৮ মধ্যে পুনঃ ৮/৪৯ মধ্যে পুনঃ ১/৩১ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/১ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/৫ মধ্যে, কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৮ মধ্যে।
২৪ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৮/৩৭/১১শেষরাত্রি ৪/৫১/৫৭। শ্রবণা নক্ষত্র ২৪/৫৬/২৬ দিবা ৩/২৩/৩৯, সূ উ ৫/২৫/৫, অ ৫/৪৩/৪৫, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৯/৩১ গতে ১১/১০ মধ্যে ও ৩/১৮ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৩ মধ্যে ও ১/৩১ গতে ৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৪/২৫ গতে ১/৬/৪৫ মধ্যে, কালবেলা ৮/২৯/৪৫ গতে ১০/২/৫ মধ্যে, কালরাত্রি ২/২৯/৪৫ গতে ৩/৫৭/২৫ মধ্যে। 
 ১১ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। বৃষ: পারিবারিক অশান্তির ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে ...বিশদ

07:03:20 PM

রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন 
রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন। আজ ...বিশদ

06:41:55 PM

এবার রেল স্টেশনেও নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে আর প্রবেশ করা যাবে না ...বিশদ

04:56:20 PM

কৈখালিতে গাড়ির ধাক্কায় মৃত যুবক 

04:17:00 PM

কলেজে ভর্তিতে দুর্নীতি রুখতে জেলায় সাহায্য কেন্দ্র খুলবে সরকার 
ভর্তি প্রক্রিয়া বেশ কিছু বছর ধরে অনলাইনেই চলছে। তবুও দুর্নীতি ...বিশদ

03:56:24 PM