ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
টরন্টোতে একটি সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা নিজেই বলেন, এই ছবিতে তাঁর অভিনয় দেখে নিকের চোখে জল এসে গিয়েছিল। বিয়ের চার দিন আগে ছবির শ্যুটিং করেছিলেন প্রিয়াঙ্কা। ভোরবেলা আলো ফোটার আগে নিক শ্যুটিং দেখতে এসেছিলেন। হঠাত্ই সবাই কান্নার আওয়াজ শুনতে পায়। তখন দেখা যায় সেখানে নিক দাঁড়িয়ে আছেন। হবু স্ত্রীর অভিনয় দেখে নিক আর নিজেকে সামলাতে পারেননি। তিনি আরও জানিয়েছেন, এই ছবিতে তিনি তাঁর চরিত্রের সঙ্গে কীভাবে একাত্ম হয়ে গিয়েছিলেন। অক্টোবরের ১১ তারিখ এই ছবি ভারতে মুক্তি পেতে চলেছে। তার আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ছবিটি দেখানো হবে।