আগামী বছর ঈদে বলিউডে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে, সেই নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। সেই জল্পনায় খানিকটা দাঁড়ি পড়লেও, এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে আগামী বছর দীপাবলিতে কোন কোন স্টারের লড়াই দেখা যাবে। উৎসবে ছবি মুক্তির ব্যাপারটাতে এমনিতেই বলিউড নির্মাতারা বিশেষ গুরুত্ব দেন । এই দিনগুলোর মধ্যে অন্যতম দীপাবলি। করণ জোহরের ‘তখত’ ছবিটি এই সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে সেই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। সেই শূন্যস্থান পূরণ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘ধকড়’ ছবিটির ফার্স্ট লুক অনেকদিন আগেই মুক্তি পেয়েছিল। নারীকেন্দ্রিক এই অ্যাকশন ছবিটি আলোর উত্সবে জায়গা করে নিয়েছিল। কিন্তু এবার সেই ছবিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিতে আসতে চলেছেন বলিউডের খিলাড়ি। আদিত্য চোপড়া ও যশ রাজ ফিল্মস প্রযোজিত অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবিটি আসতে চলেছে ২০২০ সালের দেওয়ালিতে। ‘টশন’ ছবির পর অক্ষয় আবার যশরাজ ক্যাম্পে ফিরছেন। চলতি বছরেই অক্ষয় ইতিহাসের প্রেক্ষাপটে নির্মিত ‘কেশরী’ ছবিতে অভিনয় করেছিলেন। আবার এই ছবিটিও ঐতিহাসিক প্রেক্ষাপটেই তৈরি।
বলিউডের পর্যবেক্ষকদের মতে, সামনের বছরের দেওয়ালির লড়াই কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। এই দুটি ছবিরই বক্সঅফিসে ঝড় তোলার মতো ক্ষমতা রয়েছে। ‘ধকড়’-এর টিজার ইতিমধ্যেই দর্শকদের বেশ ভালো লেগেছে। অন্যদিকে ‘পৃথ্বীরাজ’ ছবির সেট এবং গল্প দর্শকদের আকৃষ্ট করবে। ২০২০ সাল অক্ষয়ের জন্য বেশ ভালো। বছর শুরুই হচ্ছে ‘সূর্যবংশী’ দিয়ে। ঈদে আসছে ‘লক্ষ্মী বম্ব’ এবং বড়দিনে ‘বচ্চন পাণ্ডে’। আর এবার জানা গেল দেওয়ালিতে ‘পৃথ্বীরাজ’।
নিজস্ব প্রতিনিধি