ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
বাবলুবাবু এদিন বলেন, ব্যবসায়ীদের একাংশের তো এই বিপর্যয়ের জন্য বড় সমস্যা হয়েছে। তবে এর জন্য বন্ধ রাখা হয়েছে দুর্গা পিতুরি লেনের ঠিক মুখে ৯২, এ, বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হলমার্ক দেওয়া হয় সোনার অলঙ্কারে। আপাতত বাবলুবাবুদের কমিটির একটি ঘরে ঠাঁই হয়েছে এই হলমার্ক দেওয়ার প্রতিষ্ঠানটির। বাবলুবাবু কেএমআরসিএল কর্তাদের বলেন, এদের জন্য কোনও বিকল্প ব্যবস্থা করা দরকার খুব তাড়াতাড়ি। তা না হলে বউবাজারের সব দোকানই অলঙ্কারে হলমার্ক দিতে গিয়ে সমস্যায় পড়বে। সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক কর্তারা আশ্বাস দিয়েছেন।
নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে বউবাজার অঞ্চলে যে বিপর্যয় নেমে এসেছে, তাতে এখানকার স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি শতাধিক ছোট, মাঝারি স্বর্ণ ব্যবসায়ী, কারিগরের ক্ষতি হয়েছে। অনেকেই অলঙ্কার তৈরির মেশিন, যন্ত্রপাতি নিয়ে ইতিমধ্যেই অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। কারও জিনিসপত্র এমন ঘরের মধ্যে আটকে রয়েছে যে এখনও ঢুকতেই পারা যায়নি প্রাণহানির আশঙ্কা করে। এই ব্যবসায়ীরা বেশিরভাগই বিভিন্ন বাড়ির নীচের তলার ছোট অংশ ভাড়া নিয়ে ব্যবসা চালাতেন। প্রশাসন বাসিন্দাদের নিয়ে যতটা উদ্বিগ্ন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির দিকে ততটা নজর দিচ্ছে না— এমন অভিযোগ প্রথম থেকেই উঠেছে। তবে ধীরে ধীরে তাঁরাও ক্ষতিপূরণ পাবেন বলে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে।