ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
গ্রামে তৃণমূল-বিজেপি অশান্তির জেরে কয়েক দিন থেকে বাড়িতে থাকছিলেন না নফিজুল সাহেব। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে হঠাৎ এলাকায় বোমাবাজির শব্দ পাওয়া যায়। তারপর নফিজুল সাহেবের বাড়িতে আগুন ধরিয়ে দেয় কিছু দুষ্কৃতী। রাতেই ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিস। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে জয়দেব অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব।
ইলামবাজারের তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, কয়েকদিন আগে জয়দেব অঞ্চলের আমাদের কিছু কর্মীকে মারধর করে বিজেপি সমর্থকরা। সেই বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছিল। এখন বিজেপি ঘটনার মোড় ঘোরাতে ও আমাদের করা মামলা থেকে বাঁচতে নিজেরাই নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে মিথ্যা অভিযোগ করছে। পুলিস ঘটনার তদন্ত করছে। সব কিছু তখনই স্পষ্ট হয়ে যাবে।
ইলামবাজার ব্লকের বিজেপির সভাপতি শিবদাস ঘড়ুই বলেন, কয়েকদিন আগে জয়দেব এলাকা থেকে দু’জন তৃণমূল কর্মীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁদেরকে মারধর করা হয়েছে বলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয় বিজেপি কর্মীদের। ইলামবাজার এলাকায় আমাদের কর্মীদের ভয় দেখানোর জন্য তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিস প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলেও প্রশাসন সাহায্য করছে না।