ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেইসব কয়েকটি ব্যাঙ্কের সদর দপ্তর কলকাতায় রয়েছে। এর ফলে প্রান্তিক এলাকায় ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ হয়ে যাবে। অনেকে কাজ হারাতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এদিন সেখানে জবাব দেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন, ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে একটিও চাকরি যাবে না। বাংলার মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার রীতি বাংলা ও ভারতের রাজনীতিতে পরিচিত। অথচ তিনিই একসময় ভোটার লিস্টে অবৈধ অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে প্রতিবাদ করে সংসদে বিক্ষোভ দেখিয়েছিলেন। অসমে এনআরসিতে অনেক বাঙালির নাম বাদ গিয়েছে। এ রাজ্যে এনআরসি হলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি মানবেন না। তৃণমূল এ নিয়ে পথে নামতে চলেছে। স্মৃতি ইরানি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ও বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মে নিশ্চিত করেছেন, কোনও ভারতীয় নাগরিকের নাম এনআরসিতে বাদ যাবে না। প্রত্যেক ভারতীয়ের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। কাটমানি ফেরতের দাবি জানানোয় বিজেপি কর্মীদের প্রতি আক্রমণ হচ্ছে বলে এদিন তিনি জানান। তাঁর বক্তব্য, এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সরকারি প্রকল্পের টাকা তৃণমূল কর্মীরা কাটমানি নিচ্ছেন।
এদিন স্মৃতি দাবি করেন, ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে একটিও গুলি চলেনি। এটাই প্রমাণ ওখানকার মানুষ স্থিতাবস্থা চেয়েছিলেন। একইসঙ্গে তিনি জানান, পাকিস্তান ২০০ জঙ্গিকে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঠেলে দিয়েছে। ভারত সবরকমভাবে তার মোকাবিলা করতে প্রস্তুত। এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় শিশু ও নারী পাচার রুখতে উদ্ধার ও পুনর্বাসনে জোর দেওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে বিদেশমন্ত্রকের সঙ্গেও তাঁদের কথা হচ্ছে। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধায়ের সরকারের ভূমিকার জন্য জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুফল এখানকার কৃষক, গরিব মানুষ পাচ্ছেন না।
তবে কেন্দ্রীয় সরকার কেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য প্রকাশ করছে না সে বিষয়ে এদিন স্পষ্ট জবাব মেলেনি তাঁর কাছ থেকে। ঝাড়খণ্ডে বিজেপি সরকারের আমলে সেখানে তবরেজ আনসারি খুনের ঘটনার অভিযোগ নিয়েও এদিন মন্তব্য করতে চাননি তিনি। দেশের অটোমোবাইল সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্র ধুঁকছে, তা নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য বা সমস্যা কাটাতে কোনও দিশার কথাও তিনি জানাননি। তাঁর বক্তব্য, ব্যাঙ্ক সংযুক্তিকরণ, রেলে পরিকাঠামো বৃদ্ধি এগুলোতে ভালো হবে।