নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: চুল-দাড়িতে সাদা রং করে বৃদ্ধ সেজে নকল পাসপোর্ট নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন এক ৩২ বছরের যুবক। কিন্তু সিআইএসএফ আধিকারিকদের চোখে ধুলো দিতে সক্ষম হননি। শেষ পর্যন্ত ধরা পড়ে যান তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, জয়েশ প্যাটেল নামের আমেদাবাদের ওই বাসিন্দা নিউ ইয়র্কগামী বিমান ধরতে হুইলচেয়ারে বসে এসেছিলেন। চুল-দাড়িতে সাদা রং। সঙ্গে ভুয়ো পাসপোর্ট। যেখানে নাম লেখা অমৃক সিং। বয়স ৮১। কিন্তু তাঁর চালচলন দেখে প্রথম থেকেই সন্দেহ হয় সিআইএসএফের আধিকারিকদের। এক অফিসার জানান, ওই ব্যক্তি অসুস্থতার ভান করছিলেন। হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। কিন্তু একবারও চোখে চোখ রেখে কথা বলেননি। তাঁকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন তিনি এই বেশ ধারণ করেছিলেন, তার তদন্ত চলছে।
এই ঘটনার পাশাপাশি সিআইএসএফের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠল। ঘটনা সেই দিল্লি বিমানবন্দরে। বিশেষভাবে সক্ষম এক মার্কিন নাগরিক মানবধিকারকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। উইলচেয়ারে বসেছিলেন বিরালি মোদি নামের ওই মহিলা। কিন্তু তাঁকে দাঁড়াতে বলেন সংশ্লিষ্ট অফিসাররা। অক্ষমতার কথা জানালে তাঁকে ‘নাটক’ না করার নির্দেশ দেন এক অফিসার। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিরালি মোদি।