ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
গত ৫ সেপ্টেম্বর ছত্তিশগড়ের সুকমায় একটি সরকারি স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কাওয়াসি লখমা। পড়ুয়াদের মাঝে বসে বিভিন্ন ধরনের গল্প বলছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘ একটি ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল, বড় নেতা হতে গেলে কী করতে হবে? আমি তাকে বলেছি এসপি বা জেলা শাসকের কলার চেপে ধর।’ বলতে বলতে তারস্বরে হেসে ওঠেন মন্ত্রী। তাঁর সেই বিখ্যাত উক্তির ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। যদিও পরে বিতর্কের মুখে পড়ে কাওয়াসি লখমার বক্তব্য, তিনি মোটেই এমনটা বলতে চাননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রছাত্রীরা আমার মতো নেতা হতে গেলে কী করতে হবে জানতে চেয়েছিল। তারই উত্তরে আমি বলি, আমার মতো নেতা হতে গেলে ভালো করে পড়াশোনা করো এবং মানুষের কল্যাণে কাজ করো। কঠিন লড়াই করতে হবে। এসপি বা জেলাশাসকের কলার চেপে ধরার কথা বলিনি। আমি বলিছি, নেতা হতে গেলে কড়া মেহনত করতে হবে।’ লখমার বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, ইভিএমে কংগ্রেস ছাড়া অন্য প্রতীকে ভোট দিলে বিদ্যুতের শক্ লাগবে।