ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
ছবিটি পরিচালনা করছেন মনদীপকুমার। এই পরিচালকের নামের পাশে বেশ কিছু জনপ্রিয় পাঞ্জাবি ছবির তালিকা রয়েছে। ইন্দ্রকুমার নিজে একজন প্রযোজক এবং পরিচালক। তিনি ‘ইশক’, ‘ধামাল’-এর মতো ছবি পরিচালনা করেছেন।
করণের ডেব্যু ছবি ‘পল পল দিল কে পাস’ চলতি মাসের ২০ তারিখ মুক্তি পেতে চলেছে। এটি আবার সানি দেওলের প্রথম পরিচালিত ছবি। বেশকিছু দিন আগে করণ নিজেই বলেছিলেন, তাঁর আগামী ছবিটি একটি মজার ছবি হতে চলেছে, ডেব্যু ছবির সঙ্গে এর কোনও মিল নেই। সেখান থেকেই নতুন ছবির বিষয়বস্তু আন্দাজ করা যায়।