Bartaman Patrika
সম্পাদকীয়
 

উন্নয়নে শনির দৃষ্টি

৫৪৩ আসনের লোকসভায় বিজেপির এমপি ২৪০ জন আর এনডিএ হিসেবে নরেন্দ্র মোদির সঙ্গে আছেন ২৯২ জন সদস্য। অর্থাৎ ম্যাজিক সংখ্যা ২৭২ থেকে মাত্র ২০ জন বেশি সরকার পক্ষে। অষ্টাদশ লোকসভায় মোদির শক্তি কমেছে দুই দিক থেকেই—বিজেপির একার কমেছে ৬৩টি এবং এনিডএ’র কমেছে ৬১টি আসন। ভারতের মতো সুবৃহৎ এবং জটিলতা অনিশ্চয়তায় ভরা সংসদীয় গণতান্ত্রিক পরিবেশে যেকোনও সরকারের জন্যই এই সংখ্যার দৈন্য মোটেই স্বস্তিদায়ক নয়। মোদি প্রথম দু’বারই এনডিএ’র নেতা হিসেবে সরকার গড়েন। কিন্তু দু’বারই নিরঙ্কুশ গরিষ্ঠতা ছিল বিজেপির। গরিষ্ঠতা অর্জনে ২০১৪-কেও পিছনে ফেলেছিল ২০১৯। এবার মোদির তৃতীয় সরকার এবং লোকসভায় ‘সবচেয়ে পুওর পারফর্ম্যান্স’ তাঁর পার্টির। প্রাক নির্বাচনী জোট করে লড়াই হয়েছিল বলে প্রথম দুটিকে ‘এনডিএ সরকার’ বলা হলেও বাস্তবে তা পরিচালিত হয়েছিল বিজেপির মর্জিমতোই। ফলে ২০১৪-২৪ পর্বে সর্বার্থেই ছিল ‘বিজেপি সরকার’। দলের সভাপতি একজন সবসময়ই থাকেন এবং আছেনও। আরও বলা হয় যে, বিজেপির আসল চালিকা শক্তি আরএসএস। কিন্তু মোদিযুগে কেন্দ্রের সরকারে আমরা দল এবং সংঘের কোনও আধিপত্য দেখিনি। তা নিয়ে নীতিন গাদকারির মতো দু-চারজন বর্ষীয়ান নেতা কখনও-সখনও ব্যক্তিগত স্তরে উষ্মা করেই ক্লান্ত হয়েছেন মাত্র, কারণ একদশকে বিজেপিকে প্রধানমন্ত্রী বস্তুত ‘মোদির পার্টি’রই চেহারা দিয়েছেন। ফলে দলের শীর্ষ আসন থেকে কোনও বিরূপ প্রতিক্রিয়া কেউ দেখেনি। মোহন ভাগবত এবং আরও কোনও কোনও সংঘ নেতা সরকারের কাজকর্ম ও চলার পদ্ধিত নিয়ে পরোক্ষে ক্ষোভ ব্যক্ত করেই থেমে গিয়েছেন।
সব মিলিয়ে নরেন্দ্র মোদির যে ‘অথরিটি’ তৈরি হয়েছিল তার জোরে নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানকে প্রকারান্তরে তাঁরই ‘রাজ্যাভিষেকের’ চেহারা দিতে পেরেছিলেন তিনি। সনাতন ধর্মের তাবড় নেতাদের অগ্রাহ্য করে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানেও নিজেকে কেন্দ্রীয় চরিত্র করে তুলেছিলেন মোদি, ঔজ্জ্বল্যে ছাপিয়ে গিয়েছিলেন হয়তো স্বয়ং যুগপুরুষোত্তম শ্রীরামচন্দ্রকেই! নিজেকে এমন ‘অ্যাগ্রেসিভ সেলসের’ স্তরে নিয়ে গিয়েছিলেন যে, এবারের পুরো লড়াইটাই হয়েছে ‘মোদি বনাম বাকিরা’। ‘মোদির গ্যারান্টি’র কোলাহলে হারিয়ে গিয়েছিল ‘বিজেপি’ নামক দলটি, যে কিনা ‘পার্টি উইথ আ ডিফারেন্স’ এবং ‘বিশ্বের বৃহত্তম রাজনৈতিক শক্তি’ বলে জাহির করে। ছবিটা অচানক বদলে গেল ৪ জুন। বিজেপির একার পক্ষে সরকার গঠনের সমস্ত সম্ভাবনা ততক্ষণে নাকচ করে দিয়েছে দেশ। মোদিবাবুদের সৌজন্যে ভারতীয় রাজনীতি পাল্টিবাজিতে এমন পট‍ু হয়ে গিয়েছে যে, এনডিএর পক্ষেও সরকার গঠন আদৌ সম্ভব হবে কি না শুরু হয়ে গিয়েছিল সেই জল্পনাও। অবশ্য কংগ্রেস এবং বিরোধীদের মহাজোট ‘ইন্ডিয়া’র স্বাস্থ্যকর রাজনীতির বদান্যতায় সেই অস্থিরতা দেশ আপাতত কাটিয়ে উঠেছে। সরকার তৈরিতে হ্যাটট্রিক করেছেন নরেন্দ্র মোদি। 
পণ্ডিত নেহরুকে ছুঁয়েছেন ঠিকই কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয়নি প্রধানমন্ত্রীর। কারণ তাঁর হাতে রয়েছে সুদীর্ঘ গেরুয়া এজেন্ডা, সেটা এই সরকারের দ্বারা পূরণ হওয়া মোটেই সম্ভব নয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই যে-দেশের মূল ভিত্তি, একটি দুর্বল কেন্দ্রীয় সরকারের পক্ষে সেই দেশে হিন্দুত্বের বিতর্কিত কিছু কর্মসূচির রূপায়ণ বাহুল্য বইকি। এই চ্যালেঞ্জ দিন দিন মোদির সামনে কত বড় হতে থাকবে তা তাঁর শপথগ্রহণের মাত্র তিনসপ্তাহ পরেই বুঝিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে দিল্লি উড়ে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই তাঁর রাজ্যের জন্য এক লক্ষাধিক কোটি টাকার আর্থিক প্যাকেজ দাবি করে বসেন টিডিপি সুপ্রিমো। পরদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এক বৈঠকে চন্দ্রবাবু এই বিষয়ে পেশ করেছেন তাঁর স্মারকলিপি। সোজা কথায়, চন্দ্রবাবু অন্ধ্রের জন্য দিল্লি থেকে ‘স্পেশাল প্যাকেজ’ আদায়ের প্ল্যান নিয়ে এগচ্ছেন। সুন্দর সংগত করে চলেছেন মোদি সরকারের আর এক দোস্ত বিহারের বিখ্যাত নীতীশ কুমার। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনও একটি বা দুটি রাজ্যকে যে আলাদাভাবে এমন ‘ফেভার’ করা অসম্ভব, তা তাঁদের মতো দুই সিনিয়র মোস্ট নেতারও অজানা নয়। তবু মোদির অগ্নিপরীক্ষা নিতে সক্রিয় ১৬ এমপির নেতা চন্দ্রবাবু এবং ১২ এমপির জেডিইউ সুপ্রিমো নীতীশ। মাস কয়েকের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন। ওই গুরুত্বপূর্ণ ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে এই সেয়ানে সেয়ানে কোলাকুলির ভবিষ্যৎ। অর্থাৎ গদিতে বসতে না বসতেই তার পায়া ধরে নাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে দশবছর যাবৎ রকমারি ‘বিভাজন’ উপহার দিয়ে গিয়েছেন মোদি। আর এবারের দুর্বল সরকার পদে পদে হবে ব্ল্যাক মেইলিংয়ের শিকার। অতএব ফের চৌপাট হবে ‘উন্নয়ন’। সব মিলিয়ে ‘মোদিযুগ’ উন্নয়নের বিপরীতার্থক শব্দ হিসেবে রয়ে যাবে ইতিহাসের পাতায়।
08th  July, 2024
হিটলারি ফতোয়া!

লোকসভা নির্বাচনের প্রচারে সংখ্যালঘু মুসলিম বিপদ বোঝাতে হিন্দু নারীদের মঙ্গলসূত্র খোয়ানোর ভয় দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাকি হিন্দু নারীদের মঙ্গলসূত্র, সোনা-দানা নিয়ে মুসলিমদের তা দিয়ে দেবে।
বিশদ

দুর্দিন দ্রুত কেটে যাক

সংরক্ষণ বিরোধী আন্দোলনে প্রায় একমাস যাবৎ বিপর্যস্ত বাংলাদেশ। বিপর্যয়ের মাত্রা কমার লক্ষণ নেই, বরং বাড়ছে প্রতিনিয়ত। মূলত সে-দেশের ছাত্রসমাজের একাংশ আন্দোলন শুরু করলেও পরবর্তীকালে তাতে যুক্ত হয়ে গিয়েছে নানা পক্ষ। বিশদ

22nd  July, 2024
ভরসা থাকুক আদালতে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। আন্দোলনের নেতৃত্বে সে দেশের ছাত্রছাত্রীরা থাকলেও পরিস্থিতির সুযোগ নিতে শাসক বিরোধী নানা শক্তি পথে নেমে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের লক্ষ্য হল, এই ক্ষোভকে পুঁজি করে সরকার ফেলে দেওয়া। বিশদ

21st  July, 2024
অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ!

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! মাস দেড়েক আগে শেষ হওয়া লোকসভা ভোটের প্রচারে নিজেকে ‘ঈশ্বরের বরপুত্র’ বলে ঘোষণা করেছিলেন তিনি। তিনি ‘নন বায়োলজিক্যাল’, এমন কথা বলতেও দু’বার ভাবেননি। বিশদ

20th  July, 2024
হায়, মুমকিন ও গ্যারান্টি!

চমক, চমক আর চমক! এটাই হল মোদি সরকারের আসল মূলধন। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির পদার্পণটাই ছিল ভারতের ক্ষমতার অলিন্দে সবচেয়ে বড় চমক। বিজেপি চমক দিয়েছিল প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদিকে বসিয়ে।
বিশদ

19th  July, 2024
কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়

স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা অকেজো হয়ে গেলে কী করণীয়, তা ঠিকমতো জানেনই না রেলকর্মীরা, মনে করেন সিআরএস। বিশদ

18th  July, 2024
অবশেষে বৃদ্ধের আক্কেল দাঁত

একে সংসদীয় গণতন্ত্র, তার উপর বহুদলীয় ব্যবস্থা। তাই লড়াইটা প্রতিটি দিনের, প্রতি মুহূর্তেরও। বিশদ

17th  July, 2024
সহানুভূতি!

কুড়ি বছরের যুবকের করা গুলির আঘাতে কি সাপে বর হল ডোনাল্ড ট্রাম্পের? শনিবার মার্কিন মুলুকের সন্ধ্যার ঘটনার পর সব আলোচনাকে ছাপিয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশদ

16th  July, 2024
আসল ম্যাজিশিয়ান

কোনও কোনও পাওয়া, না-পাওয়ার চেয়েও বেদনার এবং অস্বস্তিকর। এমনই এক অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিযোগ ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোনও সন্দেহ নেই, এই প্রথম কোনও অকংগ্রেসি সরকার টানা তিনবার বসল দিল্লির তখতে; নেহরুর রেকর্ডও ছুঁয়েছেন, কিন্তু এমন হ্যাটট্রিকের কীর্তিস্থাপনের দিনেও মোদির মুখের হাসি চওড়া কিংবা কোনোভাবে উজ্জ্বলও দেখায়নি।
বিশদ

15th  July, 2024
‘উন্নততর’ অসাম্য!

কথাটা বাম আমলের শেষ দশ বছরে খুব জনপ্রিয় হয়েছিল। তখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আমলে নতুন কিছু করে দেখানোর তাগিদে একটি নতুন স্লোগান বাজারে আনে সিপিএম। ‘উন্নততর বামফ্রন্ট’। সেই ‘উন্নততর’ বামফ্রন্টের স্বরূপ বোঝাতে শিল্পায়নকে ‘পাখির চোখ’ করেন জ্যোতি বসুর উত্তরসূরি।
বিশদ

14th  July, 2024
স্বাভাবিক!

নিজের বা দলের স্বার্থে বহু রাজনীতিক অহরহ অসত্য কথা বলেন, এটা প্রায় প্রবাদে পরিণত। একইভাবে সংসদে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মশাই নির্বিকার চিত্তে স্বজ্ঞানে ভুল তথ্য ও পরিসংখ্যান পরিবেশন করছেন, এমন নজিরও মোটেই বিরল নয়। কিন্তু দীর্ঘ নীরবতা ভেঙে যখন কোনও প্রধানমন্ত্রী সংসদে মুখ খোলেন, তখন ধরে নেওয়া যেতে পারে, ধারে ও ভারে তাঁর কথার ওজন থাকবে, ফাঁকা বুলি আওড়াবেন না তিনি।
বিশদ

13th  July, 2024
কুর্সির পর বাণিজ্য

রামের চেয়ে প্রিয় চরিত্র এই ভারতে সম্ভবত আর নেই। তাই কোটি কোটি ভারতবাসী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রামকেই তার সঙ্গী হিসেবে প্রার্থনা করে। মা-বাবা তাঁর প্রিয় সন্তানের নাম রাখেন রাম কিংবা রামকে জড়িয়ে, যাতে সন্তানের মঙ্গল হয় এবং সন্তানকে ডাকতে গিয়ে রামনামটিও বার বার নেওয়া যায়। বিশদ

12th  July, 2024
দাম কমাতে যৌথ উদ্যোগ জরুরি

জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। দামবৃদ্ধি কোনও রীতিনীতি মানছে না। সাধারণ মানুষকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে খাদ্যদ্রব্যের অগ্নিমূল্য। তার মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন টোম্যাটো কাঁচালঙ্কা এবং অন্যান্য সব্জির কথা। বিশদ

11th  July, 2024
আশার আলো

বছরখানেকের শুনানির পর শেষমেশ দেখা দিয়েছে আশার আলো। রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সামনে যে যবনিকা অনড় মনে হচ্ছিল, সেটা এবার উঠে যেতে চলেছে। সৌজন্যে শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর মতকেই আচার্য তথা রাজ্যপালকে প্রাধান্য দিতে হবে। বিশদ

10th  July, 2024
মোদি ৩.০ জমানার আশীর্বাদ!

ক’দিন আগেই মোবাইল রিচার্জ খরচ বাড়িয়েছে এয়ারটেল, জিও এবং ভোডাফোন। টেলিকম সংস্থাগুলিকে কীভাবে নিয়ন্ত্রণ ছাড়াই একতরফাভাবে শুল্ক বাড়ানোয় অনুমতি দেওয়া হল, প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধীদলগুলি। কেন্দ্রের বিরুদ্ধে ‘ক্রনি ক্যাপিটালিজম’-এর অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা।
বিশদ

09th  July, 2024
অর্ধেক আকাশ মেঘাচ্ছন্ন

এক চরম দ্বিচারিতা চলছে যুগ যুগ ধরে। একদিকে নারী দেবতাজ্ঞানে পূজিতা হচ্ছে, অন্যদিকে গর্ভধারিণী মায়ের প্রসব যন্ত্রণা, সমাজ-সংসারে মেয়েদের ভূমিকা, নারীশক্তি, নারীর ক্ষমতায়ন নিয়ে গল্প-কবিতা-উপন্যাসে, রাজনৈতিক নেতাদের বক্তৃতায়, সরকারি পরিকল্পনার সুনামিতে ভেসে যায় দেশ-কাল-সমাজ। বিশদ

07th  July, 2024
একনজরে
ফিটনেসের সমস্যা, চোটের জন্য মাঝেমধ্যেই বাইরে থাকা, সতীর্থদের আস্থার অভাব। ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ার কারণ এগুলোই। সোমবার প্রধান নির্বাচক অজিত ...

বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে এপারের বাণিজ্যে। ওপারে সৃষ্টি হওয়া অচলাবস্থার জেরে মালদহের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গত এক সপ্তাহ ধরেই পণ্য পরিবহণে বিঘ্ন ঘটছিল। রবি ...

পুলিসি ধরপাকড় কিছুটা কমতেই ফের শুরু হয়েছে চোরাই কয়লা কারবার। দুবরাজপুরের ঘাট গোপালপুর গ্রামই এখন চোরাই কয়লার প্রধান স্টক পয়েন্ট। সেখান থেকে বাইকে করে কয়লা ...

আলু নিয়ে ব্যবসায়ীদের ফাটকাবাজি বন্ধ করতে এবার পদক্ষেপ নিল রাজ্য। চাষিদের থেকে আলু কিনে তা ন্যায্যমূল্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৯- আমেরিকাতে টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন উইলিয়াম অস্টিন বার্ড
১৮৪৩ - সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম
১৮৫৬- স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত 
১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত
১৮৯৫- চিত্রশিল্পী মুকুল দের জন্ম
১৮৯৮ - বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
১৯২৭ - সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৩ - ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু
১৯৩৪ – পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনের জন্ম
১৯৪৭ – বলিউড অভিনেতা মোহন আগাসের জন্ম
১৯৪৭ – বিশিষ্ট বেহালা বাদক এল সুব্রহ্মণমের জন্ম
১৯৪৯ -  দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লাইভ রাইসের জন্ম
১৯৫৩ - ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম গুচের জন্ম
১৯৭৩ – সঙ্গীত পরিচালক তথা সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার জন্ম
১৯৯৫- হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়, পরের বছরের গোড়ায় সেটি খালি চোখে দৃশ্যমান হয়
২০০৪- অভিনেতা মেহমুদের মৃত্যু
২০১২- আই এন এ’ যোদ্ধা লক্ষ্মী সায়গলের মৃত্যু
২০১৮ - মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী বাসবী নন্দীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৫ টাকা ৮৪.৫৯ টাকা
পাউন্ড ১০৬.৪৩ টাকা ১০৯.৯৫ টাকা
ইউরো ৮৯.৬৩ টাকা ৯২.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া ১৩/১০ দিবা ১০/২৪। ধনিষ্ঠা নক্ষত্র ৩৭/৫৫ রাত্রি ৮/১৮। সূর্যোদয় ৫/৮/০, সূর্যাস্ত ৬/১৭/৫৯। অমৃতযোগ দিবা ৭/৪৬ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১/২ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৫/২৬ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/২১ মধ্যে পুনঃ ১/৩১ গতে ২/৫৮ মধ্যে। বারবেলা ৬/৪৭ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ ম঩ধ্যে। কালরাত্রি ৭/৩৯ গতে ৯/০ মধ্যে। 
৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া দিবা ১২/৪৭। ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে ও ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে এবং রাত্রি ৬/৫১ মধ্যে ও ৯/৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৩৩ গতে ৩/২ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে। কালরাত্রি ৭/৪২ গতে ৯/৩ মধ্যে।
১৬ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলা: পুনরায় পরীক্ষার নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

05:18:38 PM

কলকাতা লিগ: ক্যালকাটা পুলিস ক্লাব ও মোহন বাগানের ম্যাচ ড্র, স্কোর ১-১

05:10:49 PM

বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:02:23 PM

১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল: মমতা

04:58:39 PM

আগামী বছরে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:58:18 PM

চলতি বছরে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:56:43 PM