পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, রাস্তাগুলি সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। এছাড়াও অন্যান্য প্রকল্পের মাধ্যমেও বেশকিছু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনও পুরসভা এলাকার বেশকিছু রাস্তা সংস্কার বাকি রয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। কারণ, আর কয়েকমাসের মধ্যেই জেলাজুড়ে পর্যটকদের ঢল নামবে। রাস্তার বেহাল দশা থাকলে মুখ পুড়বে প্রশাসনের।
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, রাস্তার কাজ সারা বছর ধরেই চলছে। জেলার বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই সংস্কার হয়েছে। বেশকিছু রাস্তার সংস্কার বাকি রয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে রাস্তা সংস্কারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকার চাইছে পুরসভা এলাকার মতো গ্রামীণ এলাকাতেও ঝাঁ চকচকে রাস্তা গড়ে উঠুক। সেইমতো মুখ্যমন্ত্রীর নির্দেশে একগুচ্ছ পরিকল্পনা করা হয়। জানা গিয়েছে, একসময় জেলাজুড়ে রাস্তার সমস্যা ছিল। এর ফলে পর্যটকদের একেবারে দেখা মিলত না। তবে, কিছু বছর ধরে রাস্তা সংস্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমান সময়ে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম ও ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ী যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। এর ফলে উপকৃত হচ্ছেন পর্যটকরাও। রাস্তা সংস্কার হওয়ায় খুব অল্প সময়ে ঝাড়গ্রাম থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পৌঁছতে সুবিধা হচ্ছে পর্যটকদের। তবে বেশকিছু রাস্তার সংস্কার হওয়া বাকি। যা প্রশাসন দ্রুত সংস্কার করতে চাইছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে ফোন করে রাস্তা সংস্কারের অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ হবে। পর্যটকদের কথা মাথায় রেখে বেলপাহাড়ী ব্লকে সবচেয়ে বেশি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় হওয়া ৪৭টি রাস্তা গড়ে এক কিলোমিটারের বেশি দীর্ঘ। এরমধ্যে জেলা পরিষদ তৈরি করবে ১১টি, ডব্লুবিএসআরডি ২৩টি, ব্লক প্রশাসন ১৩টি রাস্তা তৈরি করবে বলে জানা গিয়েছে। এই ৪৭টি রাস্তার মধ্যে জামবনী ব্লকে একটি, ঝাড়গ্রাম ব্লকে আটটি, সাঁকরাইল ব্লকে ১৩টি, গোপীবল্লভপুর-১ ব্লকে সাতটি, গোপীবল্লভপুর-২ ব্লকে দু’টি, বেলপাহাড়ী ব্লকে ১৫টি ও লালগড় ব্লকে একটি রাস্তা তৈরি হবে।
ঝাড়গ্রাম শহরের বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, শহরের তুলনায় গ্রামের রাস্তা অনেক ভালো। রাস্তাগুলি সংস্কার হলে মানুষ খুব উপকৃত হবেন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।