Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ট্রাম্প টার্গেট: কিশোর মন বোঝা জরুরি
সমৃদ্ধ দত্ত

আমেরিকার ২০ বছরের এক তরুণের মনের হদিশ এতদিন ধরে কিন্তু কেউ পায়নি। তার স্কুলের প্রাক্তন সহপাঠী, প্রতিবেশী, অভিভাবক সকলেই প্রবল বিস্মিত। এরকম কাজ এই ছেলেটি কীভাবে করতে পারে? আজ পেনসিলভেনিয়ার এক কান্ট্রিসাইডে ঘটে যাওয়া ওই রোমহর্ষক ঘটনা নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা অনেক দূরে আমাদের ঘরে ঘরেও হয়তো হচ্ছে। কিন্তু নিছক ওই ঘটনাটি নয়, আমাদের কাছে অনেক বেশি উদ্বেগজনক হল, ২০ বছরের ওই তরুণকে দেখে নিজেদের আশপাশে কিশোর, তরুণ মনগুলির দিকে এবার ফিরে তাকানোর বার্তা। আমাদের ঘর এবং বাইরের পরিচিত কিশোর কিশোরীদের তীক্ষ্ণ এবং সূক্ষ্মভাবে লক্ষ্য করা প্রয়োজন। তাদের মনের একঝাঁক বদলের ইঙ্গিত নেই তো? কেমন তাদের আচরণ, মনোভাব, সামাজিক স্ট্যাটাস? কেন হঠাৎ এই শঙ্কার বার্তা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশেও কড়া নাড়ছে? কারণ ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা ওই টমাস ম্যাথিউ ক্রুক নামক ২০ বছরের তরুণের স্কুল জীবন এবং সামাজিক যাপনের যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেটাই যথেষ্ট ভীতিপ্রদ। ওরকম প্রবণতা আমাদের স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় অবিরত হয়ে চলেছে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের সঙ্গে।
২০ বছরের টমাস ম্যাথিউ ক্রক নামক শান্ত, অঙ্কে ভালো, চশমা পরা নিরীহদর্শন তরুণ আসলে ঠিক কেন ডোনাল্ড ট্রাম্প নামক এক মহাশক্তিমানকে হত্যা করার প্ল্যান করল, তার সামান্যতম আঁচ প্রাথমিক তদন্তে এখনও এফবিআই পায়নি। রহস্যের কারণ একঝাঁক হিসেব না মেলা। 
ভোটার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ক্রুকের নাম রিপাবলিকান হিসেবে রেজিস্টার্ড। তাহলে তো সে রিপাবলিকান ভোটার? অথচ সেই ক্রুকই ২০২১ সালে জানুয়ারি মাসে ১৫ ডলারের একটা চাঁদা দিয়েছিল প্রোগ্রেসিভ টার্নআউট প্রজেক্টে। যেটা লিবারাল ভোটার টার্নআউট গ্রুপের প্ল্যাটফর্ম। যার নাম অ্যাক্ট ব্লু। অর্থাৎ গণতান্ত্রিক ও নন রেসিস্ট। 
আবার সেই ক্রুকই ট্রাম্পের দলের সমর্থক ছিল? তাহলে হঠাৎ ঠিক কী কারণে সে ট্রাম্প বিরোধী হয়ে উঠল? কোন ক্রুকটা আসল? 
২০২২ সালে পেনসিলভেনিয়ার বেথেল পার্ক হাইস্কুল থেকে ক্রুক গ্রাজুয়েট হয়। কেমন ছাত্র? ন্যাশনাল ম্যাথ এবং সায়েন্স ইনিশিয়েটিভ তাকে 
৫০০ ডলার পুরস্কারের স্টার অ্যাওয়ার্ড দিয়েছিল। 
মাত্র পাঁচ মাস আগে তার বাবা কিনেছিল এআর ফিফটিন সেমিঅটোমেটিক রাইফেল। কেন? কারণ তিনি এবং ক্রুক দুজনেই স্থানীয় একটি  শ্যুটিং প্র্যাকটিস ক্লাবের সদস্য। 
ডোনাল্ড ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছেন তার চারপাশে সিক্রেট সার্ভিসের স্নাইপার ছিল বিভিন্ন বিল্ডিং-এর রুফটপে। ক্রুক সেটা জানবে না এটা হতে পারে না। তাহলে সে এই ঝুঁকি নিল কেন? সে ঠিক কী প্রমাণ করতে চাইছিল? এটাই কি যে, বিশ্বের শ্রেষ্ঠ সিকিউরিটি এজেন্সি সিক্রেট সার্ভিসের থেকেও সে বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি শার্প? সেটা সে সত্যিই প্রমাণ করেছে। সিক্রেট সার্ভিস ঠেকাতে পারেনি ট্রাম্পের আঘাত পাওয়া।  এই ক্রুককেই স্কুলের শ্যুটিং ক্লাস থেকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তার নাকি নিশানা অত্যন্ত খারাপ! আর আজ সেই ক্রুক দেড়শো মিটার দূরের এক রুফটপ থেকে ট্রাম্পের ডান কানের নীচে লক্ষ্যভেদ করল। ট্রাম্প নিজেই বলেছেন, আমি যদি সেই মুহূর্তে একটা ইমিগ্রেশন নিয়ে একটা চার্ট দেখার জন্য মাথা না ঘোরাতাম, বুলেট লাগত সোজা মস্তিষ্কে। অর্থাৎ ক্রুকের নিশানা সঠিক ছিল। 
ট্রাম্পকে সে রক্তাক্ত করতে পারল! পাল্টা অবশ্যই সিক্রেট সার্ভিসের গুলি হেডশট হয়েছে। ক্রুক তৎক্ষণাৎ প্রাণ হারিয়েছে মাথায় গুলি খেয়ে। কিন্তু সে একঝাঁক প্রশ্ন আর শঙ্কা রেখে গেল মার্কিন গোয়েন্দা, গুপ্তচর আর সিক্রেট সার্ভিসের কাছে। এবং বিশ্বজোড়া মা বাবাদের কাছেও। 
২০ বছরের একটা ছেলে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সিকে এভাবে ধোঁকা দিতে সক্ষম হল? সে লোন উলফ হয়ে উঠতে চাইল কেন? ক্রুকের মোটিভ তাই এখনও রহস্যে ঢাকা। টানটান এক তদন্তের অপেক্ষায় গোটা বিশ্বের সিকিউরিটি এজেন্সিগুলি।
আমাদের কাছে কেন এই ঘটনা বিপজ্জনক? কারণ আমাদের আশপাশের শান্ত, নিরীহদর্শন কিশোর আর তরুণ মনগুলি সকলের আড়ালে ঠিক কী কী ভাবছে? আমরা তাদের বুঝতে পারছি তো? 
এই প্রশ্ন উঠছে কেন? কারণ আমরা জানতে পারছি পেনসিলভেনিয়ার আপাত নিস্তরঙ্গ এক জনপদে বেথেল পার্ক হাইস্কুলে ক্রুক যখন পড়ত কিছু বছর আগে, তখন সে ছিল প্রায় নিঃসঙ্গ। সম্প্রতি মিডিয়া তার সহপাঠীদের ইন্টারভিউ করেছে। তারা একটি মারাত্মক উদ্বেগের কথা বলেছে। সেটি হল, এই ছেলেটিকে স্কুলে সারাক্ষণ ব্যঙ্গ বিদ্রুপ করা হতো। তাকে নিয়ে হাসাহাসি করত সহপাঠীদের একাংশ। সে যথেষ্ট হ্যান্ডসাম নয়। স্মার্ট নয়। এসব বলা হয়েছিল। আর তাই স্কুলের লাঞ্চ আওয়ারে সে একা বসে থাকত। কেউ তার বন্ধু ছিল না। তার সহপাঠীরা মিডিয়াকে বলেছে, হি ওয়াজ বিং বুলিড অন এভরি ডে, এভরি অকেশন! অর্থাৎ প্রতিদিনই তাকে হেনস্তা করা কিংবা তাকে নিয়ে ব্যঙ্গ করা বাকিদের একটা বিনোদনই ছিল।
আজকাল আমাদের ছেলেমেয়েদের নিয়ে প্রধান উদ্বেগ এবং অভিযোগ হল, তারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। গোটা দিন কেটে যায় স্ক্রিন টাইমে। অথচ কী আশ্চর্য! ক্রুকের কোনও সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ ছিল না। এমনকী তার ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও অ্যাকাউন্ট নেই। ইউটিউব ছাড়া। 
এই যে স্কুলে ক্রমেই বন্ধুহীন হয়ে যাওয়া। এই যে সারাক্ষণ সহপাঠীদের কাছে ব্যঙ্গের শিকার হওয়া, এভাবেই কি ক্রুকের মধ্যে ধীরে ধীরে কোনও অপরাধ মনস্তত্ত্ব তৈরি হয়ে গেল? এই যে স্কুলে তাকে বলা হয়েছিল, সে বন্দুকের নিশানায় ব্যর্থ, তখনই কি সে স্থির করল জীবনে একটা কিছু করে দেখাতে হবে? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থীকে হত্যা করার পরিকল্পনা নিতে তো বিশ্বের যে কোনও কুখ্যাত অপরাধী অথবা সন্ত্রাসবাদী গোষ্ঠীরও বুক কেঁপে যাবে। সেখানে মাত্র ২০ বছরের তরুণ এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে গেল কেন? 
বালক কিশোর, তরুণ মনগুলোকে আমরা খুব বেশি বুঝতে পারছি না। ক্রমেই টেকনোলজি এবং ইলেকট্রনিক্স গ্যাজেটস এসে তাদের আরও দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। মাত্র কয়েক দশক আগে পর্যন্ত জেনারেশন গ্যাপ এত প্রকট ছিল না। দেখা যেত আমাদের অভিভাবকদের যে গান, যে সিনেমা ভালো লাগে, আমাদেরও সেই একই গান সিনেমা ভালো লাগছে। অর্থাৎ কালচারাল মাইন্ডসেট খুব ভিন্ন নয়। হুবহু এক না হলেও, নিকটবর্তী ছিল।  সামাজিক অবস্থান, শিক্ষার প্রণালী, চাকরি-বাকরির প্রক্রিয়া, সবই পিতামাতারা জানতেন সন্তানদের মতোই। 
কিন্তু এখন সফটঅয়্যার, এআই অথবা প্রসেসিং কিংবা নানাবিধ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের সন্তানেরা আদতে ঠিক কী কাজ করে অফিসে গিয়ে, সর্বদা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তারা মোবাইলে কী দেখে আনন্দ পায়? আমরা সর্বদা জানি না। তারা কোন কোন অ্যাপ ব্যবহার করে? আমরা জানি না। ফেসবুক, ইনস্টা জানি, তার বাইরেও অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যা আজকের মিলেনিয়ালস ব্যবহার করে। আমরা বুঝি না হয়তো। 
ঠিক এমতাবস্থায় আমাদের কর্তব্য নিজেদের সন্তানদের সঙ্গে বসে তাদের ক্লাসের সহপাঠীদের সঙ্গে আচরণ সম্পর্কে কথা বলা। তাদের বলা যে, দল বেঁধে বিশেষ কাউকে যেন টার্গেট করে ব্যঙ্গ বিদ্রুপ তথা বুলি করা না হয়। আবার একইসঙ্গে নিজেদের সন্তান কিংবা পরিজনদের কিশোর কিশোরী তরুণদের দিকেও নজর দেওয়া দরকার। কারা খুব একাকী জীবন যাপন করছে? কেন সে একাকী? স্কুলে যেতে চাইছে না কেন? অথবা হঠাৎ কেমন একটা আগ্রাসী, উদ্ধত  মনোভাব কেন? বাইরে সে কোণঠাসা হচ্ছে, সেই কারণেই কি ঘরে আরও বেশি ঔদ্ধত্য দেখাচ্ছে? কাকে বলে ডিপ্রেশন? তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যোগসূত্র বাড়ানো দরকার। এবং সবথেকে বড় ভূমিকা শিক্ষক শিক্ষিকার। তাদের লক্ষ্য রাখতে হবে ক্লাসের ভালো রেজাল্ট করা, খারাপ রেজাল্ট করা, সুন্দর দেখতে, খারাপ দেখতে, বড়লোক, অতটা বড়লোক নয় ইত্যাদি তাবৎ ছাত্রছাত্রীকে সমান চোখে! কারা বদলে যাচ্ছে! কারা একাকী হয়ে যাচ্ছে? 
এই যে কথাগুলো বলা হচ্ছে, এসবই মনোবিদরা বলে থাকেন। আমরা সাধারণ মানুষ। কাউন্সেলিং জানি না। কিন্তু নিজেদের সন্তানদের মন বোঝার চেষ্টা করতেই হবে। সকলে যে টমাস ম্যাথিউ ক্রুকের মতো ভাববে তা অবশ্যই নয়। কিন্তু সেই তরুণ ক্রমেই সকলের অলক্ষ্যে, একাকী জীবন কাটাতে কাটাতে ভয়ঙ্কর অপরাধী হিসেবে আত্মপ্রকাশ করল। 
অ্যাডোলোসেন্টদের বুদ্ধি নেই বলে কথায় কথায় তাচ্ছিল্য করার প্রবণতা আছে আমাদের মধ্যে অনেকের। যা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কতটা জনপ্রিয় এই ব্যাধি? সবথেকে বড় প্রমাণ হল, একজন প্রধানমন্ত্রী পদে থাকা মহাশক্তিশালী নেতা সম্প্রতি লোকসভার মধ্যে তাঁর বক্তৃতায় বিরোধী দলনেতাকে ব্যঙ্গ করার জন্য, বিদ্রুপ করার জন্য এবং হাস্যাস্পদ করে তোলার জন্য বারংবার একটি শব্দ ব্যবহার করেছেন। ‘বালক-বুদ্ধি’।  প্রধানমন্ত্রী নিজেও মনে করেছেন যে, ‘বালক-বুদ্ধি’ শব্দের অর্থ হল, বুদ্ধিহীন নির্বোধ। অনায়াসে কাউকে অপদার্থ হিসেবে আক্রমণ করতে হলে ‘বালক-বুদ্ধি’ বললেই তাহলে উদ্দেশ্য সাধিত হয়? অর্থাৎ বালকেরা বুদ্ধিহীন? 
আমরা সদ্য জানতে পারলাম একটি উদ্বেগজনক সংবাদ। আমাদের রাজ্যের পাঁশকুড়া থানার মাইসোরা পঞ্চায়েতের একটি স্কুলের প্রজেক্ট দেওয়া হয়েছিল ছাত্রদের। দ্বাদশ শ্রেণির এক ছাত্র পুরনো লোহালক্কড় এবং যন্ত্রাংশ দিয়ে একটি বন্দুকের মতো ডিভা‌ইস তৈরি করে স্কুলে নিয়ে এসেছিল। ভৌত বিজ্ঞান শিক্ষক দেখে চমকে যান। পুলিসকে সেই ছাত্র জানিয়েছে, ইউটিউব দেখে সে এটা শিখেছে। দেশের আর্মির হাতে নিজের তৈরি বন্দুক তুলে দিতে চায় সে। খুব ভালো ভাবনা। কিন্তু এভাবে বন্দুক তৈরির চেষ্টা যে অপরাধের তালিকায় পড়ে সেটা হয়তো সে জানেই না। 
বিস্ময়কর এই তথ্য। কেন? কারণ ট্রাম্পকে গুলি করার সময়, টমাস ক্রুকের পরনে যে টি শার্ট ছিল, সেটা একটি ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডনেমের টি শার্ট। ডেমলিশন র‌্যাঞ্চ। সেই চ্যানেলে দেখা যায়, টার্গেটকে কীভাবে গুলি করতে হয়। ম্যানিকুইন অথবা পরিত্যক্ত গাড়িতে হ্যান্ডগান কিংবা রাইফেল দিয়ে গুলি করার প্র্যাকটিস দৃশ্য থাকে ওই চ্যানেলে। পেনসিলভেনিয়ার ক্রুক ওই ইউটিউবের দর্শক। আবার বাংলার এক গ্রামীণ এলাকার ছাত্রও অন্য এক ইউটিউব দেখে শিখেছে কীভাবে বন্দুকের মতো ডিভাইস তৈরি করতে হয়। 
অ্যাডোলোসেন্ট মন কখন, কীভাবে এবং কোথায় প্রভাবিত হবে, সেটা প্রবল রহস্যময়। তারা বুদ্ধিমান। কিন্তু বড়দের দায়িত্ব সেই বুদ্ধিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করা! সেজন্য দরকার তাদের লক্ষ্য করা। উদাসীন না থাকা! আমাদের রাজ্যে ভয়ঙ্কর সব কিশোর অপরাধ কিন্তু বহুবার ঘটেছে!  
19th  July, 2024
রাজ্যপালের কাছে রাজ্যবাসীর আশা রাখা অন্যায়?
শান্তনু দত্তগুপ্ত

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মাসিক বেতন কত? সাড়ে তিন লক্ষ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও বেশি। তাও তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে গা করেন না। সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিলেও কিছুতে নাকি বাংলার প্রশাসনিক প্রধানের সঙ্গে তাঁর মত মেলে না। 
বিশদ

নির্মলার বাজেট এবারও কি হতাশ করবে?
পি চিদম্বরম

অর্থনীতির অন্য শুভাকাঙ্ক্ষীদের মতো, আমিও বার্ষিক কেন্দ্রীয় বাজেটের প্রাক্কালে সবসময় পড়াশোনার পাশাপাশি মতামত দিই এবং লেখালিখিও করি। তবে, বেশিরভাগ বাজেটের দিনেই সংসদ ভবন ছেড়ে আসতে হয় একরাশ হতাশা নিয়েই। বিশদ

22nd  July, 2024
আবেগের নাম ২১ জুলাই
হিমাংশু সিংহ

একুশে জুলাইয়ের বয়স তৃণমূলের চেয়ে পাঁচ বছর বেশি। কিন্তু বয়সে কী আসে যায়। দেখতে দেখতে স্বাধীনতা-উত্তর বাংলায় রাজনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত আজকের শহিদ দিবসটি। ২১ জুলাই শুনলেই সুন্দরবন থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে কোচবিহারের মানুষ আছড়ে পড়ে কলকাতার রাজপথে। বিশদ

21st  July, 2024
২১ জুলাই এবার অনেক নেতারও ‘শহিদ দিবস’
তন্ময় মল্লিক

‘লোকসভা নির্বাচনে কম আসন পেলেও রাজ্যে ৬৯টি পুরসভায় আমরা এগিয়ে।’ কথাগুলি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নির্বাচনে ভরাডুবির পর হতোদ্যম দলীয় কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে গেলে হতাশার গাদা থেকে খুঁজে বের করতে হয় সাফল্যের ছুঁচ। বিশদ

20th  July, 2024
হতাশার ভোটে রক্তাক্ত ট্রাম্প!
মৃণালকান্তি দাস

সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘিরে রেখে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন, তাঁর মুখের উপর রক্ত গড়িয়ে পড়ছে, এর মধ্যে মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান তোলা অদম্য ট্রাম্পের ছবি শুধু ঐতিহাসিক নয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথও উল্টে দিতে পারে।  বিশদ

18th  July, 2024
সংবিধান প্রীতির সংসদীয় প্রতিযোগিতা
হারাধন চৌধুরী

বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, হিউম্যারিস্ট স্টিফেন লিকক বলেছিলেন, প্রবাদগুলো নতুন করে লেখা উচিত। কারণ এগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। এমনকী, কিছু প্রবাদ সাম্প্রতিক বাস্তবের বিপরীত ব্যাখ্যাই বহন করছে বিশদ

17th  July, 2024
উপ নির্বাচন ও কিছু মিলে যাওয়া অঙ্ক
শান্তনু দত্তগুপ্ত

দ্রবণকে ব্যাখ্যা করতে গেলে তিনটি ধরন পাওয়া যায়—অসমপৃক্ত, সম্পৃক্ত, আর অতিপৃক্ত। নিছক স্কুলজীবনের বৈজ্ঞানিক শিক্ষা। কিন্তু অবলীলায় একে দৈনন্দিন জীবন, সমাজ এবং রাজনীতিতে চালিয়ে দেওয়া যায়। অতিপৃক্ত শব্দটিকে জীবনের সঙ্গে খাপ খাওয়ালে বলা যেতেই পারে, জল গলার উপর উঠে গিয়েছে।
  বিশদ

16th  July, 2024
নয়া তিন আইন নিয়ে প্রশ্নের উত্তর দেবেন কে?
পি চিদম্বরম

একটি বিতর্কের পরে যেখানে বিরোধীরা সংসদের উভয় কক্ষ (সঙ্গত কারণে) বয়কট করল, সেখানেই ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০, ফৌজদারি কার্যবিধি, ১৯৭৩ এবং ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ প্রতিস্থাপন (এবং পুনঃপ্রণয়ন) করার জন্য তিনটি বিল পাস করা হল।
বিশদ

15th  July, 2024
বাজেটের আগে মোদি মস্কোয় কেন?
হিমাংশু সিংহ

কথায় কথায় বলেন, নেহরু যুগের সব খারাপ। সেই কারণে দেরি না করে দ্রুত কংগ্রেস জমানার যাবতীয় নিশান মুছে ফেলাই যে তাঁর অগ্রাধিকার, তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন। অথচ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার একমাসের মধ্যে নেহরু-ইন্দিরা যুগের বিদেশ নীতির পদাঙ্ক অনুসরণ করেই হইচই ফেলে দিলেন তিনি, নরেন্দ্র মোদি।
বিশদ

14th  July, 2024
মতুয়া ভোটের লোভেই কি শান্তনুর সাত খুন মাফ!
তন্ময় মল্লিক

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব বা নরেন্দ্র মোদির সরকার কি কোনও ব্যবস্থা নেবে? দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই কেন এই প্রশ্ন? কারণ তাঁর বিরুদ্ধে উঠেছে গোমাংস পাচারে মদতের গুরুতর অভিযোগ। সীমান্তরক্ষী বাহিনীর কর্তাকে তাঁর লেখা সুপারিশপত্র নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক জলঘোলা হচ্ছে।
বিশদ

13th  July, 2024
ট্যাক্স সন্ত্রাস: জনতার কষ্টার্জিত অর্থ যায় কোথায়?
সমৃদ্ধ দত্ত

আমরা বেতন, ব্যবসা অথবা স্বাভাবিক পেশার বাইরে কোনও অতিরিক্ত কাজ করে কিছু বেশি রোজগার করলাম। সেই টাকার একাংশ সরকার ট্যাক্স নেবে। ট্যাক্স কেটে নেওয়ার পর যে টাকা বেঁচে থাকবে, সেটা পুরোটাই তো আমাদের জীবনযাপনের জন্য থাকার কথা। বিশদ

12th  July, 2024
মমতার জলযুদ্ধ!
মৃণালকান্তি দাস

সাহিত্যিক সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসের নায়িকা ছিলেন দীপাবলি। যাঁকে উত্তরবঙ্গের চা-বাগান থেকে বহুবার সকরিকলি মনিহারি ঘাট হয়ে স্টিমারে গঙ্গা পেরিয়ে কলকাতা আসতে হতো। কলকাতা এবং উত্তরবঙ্গের যোগসূত্র তখন অর্ধেক পথ ট্রেনে, তারপরে স্টিমারে গঙ্গা পেরিয়ে আবার অন্যপাড়ে দাঁড়িয়ে থাকা ট্রেন। বিশদ

11th  July, 2024
একনজরে
ফিটনেসের সমস্যা, চোটের জন্য মাঝেমধ্যেই বাইরে থাকা, সতীর্থদের আস্থার অভাব। ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ার কারণ এগুলোই। সোমবার প্রধান নির্বাচক অজিত ...

আলু নিয়ে ব্যবসায়ীদের ফাটকাবাজি বন্ধ করতে এবার পদক্ষেপ নিল রাজ্য। চাষিদের থেকে আলু কিনে তা ন্যায্যমূল্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ...

দুবাই পুলিস গ্রেপ্তার করেছে পাক সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলি খানকে। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়েছিল। ...

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে সোমবার স্থায়ী জামিন দিল সুপ্রিম কোর্ট। লখিমপুর খেরিতে গাড়ির চাকায় কৃষকদের পিষে মারার মামলায় অভিযুক্ত আশিসকে গত বছর ২৫ জানুয়ারি অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৯- আমেরিকাতে টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন উইলিয়াম অস্টিন বার্ড
১৮৪৩ - সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম
১৮৫৬- স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত 
১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত
১৮৯৫- চিত্রশিল্পী মুকুল দের জন্ম
১৮৯৮ - বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
১৯২৭ - সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৩ - ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু
১৯৩৪ – পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনের জন্ম
১৯৪৭ – বলিউড অভিনেতা মোহন আগাসের জন্ম
১৯৪৭ – বিশিষ্ট বেহালা বাদক এল সুব্রহ্মণমের জন্ম
১৯৪৯ -  দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লাইভ রাইসের জন্ম
১৯৫৩ - ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম গুচের জন্ম
১৯৭৩ – সঙ্গীত পরিচালক তথা সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার জন্ম
১৯৯৫- হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়, পরের বছরের গোড়ায় সেটি খালি চোখে দৃশ্যমান হয়
২০০৪- অভিনেতা মেহমুদের মৃত্যু
২০১২- আই এন এ’ যোদ্ধা লক্ষ্মী সায়গলের মৃত্যু
২০১৮ - মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী বাসবী নন্দীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৫ টাকা ৮৪.৫৯ টাকা
পাউন্ড ১০৬.৪৩ টাকা ১০৯.৯৫ টাকা
ইউরো ৮৯.৬৩ টাকা ৯২.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া ১৩/১০ দিবা ১০/২৪। ধনিষ্ঠা নক্ষত্র ৩৭/৫৫ রাত্রি ৮/১৮। সূর্যোদয় ৫/৮/০, সূর্যাস্ত ৬/১৭/৫৯। অমৃতযোগ দিবা ৭/৪৬ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১/২ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৫/২৬ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/২১ মধ্যে পুনঃ ১/৩১ গতে ২/৫৮ মধ্যে। বারবেলা ৬/৪৭ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ ম঩ধ্যে। কালরাত্রি ৭/৩৯ গতে ৯/০ মধ্যে। 
৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া দিবা ১২/৪৭। ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে ও ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে এবং রাত্রি ৬/৫১ মধ্যে ও ৯/৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৩৩ গতে ৩/২ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে। কালরাত্রি ৭/৪২ গতে ৯/৩ মধ্যে।
১৬ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলা: পুনরায় পরীক্ষার নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

05:18:38 PM

কলকাতা লিগ: ক্যালকাটা পুলিস ক্লাব ও মোহন বাগানের ম্যাচ ড্র, স্কোর ১-১

05:10:49 PM

বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:02:23 PM

১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল: মমতা

04:58:39 PM

আগামী বছরে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:58:18 PM

চলতি বছরে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:56:43 PM