পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
ফি বছর পুজোয় পাহাড় ও জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গে ভিড় জমান হাজার হাজার পর্যটক। উত্তরের কৃষ্টি সংস্কৃতি, খাবারদাবারের সঙ্গে পরিচিত হতে চান তাঁদের অনেকেই। দেখতে চান জলপাইগুড়ি রাজ পরিবারের কিংবা কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো। তাঁদের এই স্বাদ মেটাতেই এনবিএসটিসি’র তরফে চালু করা হয় ‘সবুজের পথে হাতছানি’ নামে পুজোর প্যাকেজ ট্যুর। যার মূল উদ্দেশ্য ছিল, পর্যটকদের উত্তরের বিভিন্ন জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখানোর পাশাপাশি পাহাড়-সমতলের ঐতিহ্যবাহী পুজো পরিক্রমায় শামিল করা। কিন্তু এবার সেই ট্যুর বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ পর্যটকদের। তাঁদের বক্তব্য, খুবই কম খরচে এনবিএসটিসি’র ওই প্যাকেজ ট্যুরে জলপাইগুড়ি থেকে গোরুমারা, ঝালং, বিন্দু সহ লাভা, লোলেগাঁও যাওয়ার সুযোগ ছিল। আবার যাওয়া যেত জলদাপাড়া, চিলাপাতার পাশাপাশি রাজাভাতখাওয়া, কোচবিহার। বাসেই খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকত। কেন তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বুঝতে পারছি না।
প্যাকেজ ট্যুর বন্ধ হলেও পুজোর সময় কলকাতা থেকে উত্তরবঙ্গে বেড়াতে আসা যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। নিগম সূত্রে খবর, পুজোয় কলকাতা-উত্তরবঙ্গ অন্তত সাতটি নতুন রকেট বাস চালানোর চেষ্টা চলছে। এনবিএসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ১২টি নতুন বাসের অর্ডার দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পাঁচটি বাস এসে গিয়েছে। তিনটি এসি এবং দু’টি নন এসি। পুজোর আগে আরও দু’টি বাস চলে আসার কথা। পুজোয় উত্তরবঙ্গ থেকে কলকাতা রুটে চালানো হবে সেগুলি।