পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
ঘটনার সূত্রপাত ন’মাস আগে। গুজরাত ইলেকট্রিক রেগুলেটরি কমিশনের হলেন সচিব রঞ্জিৎ কুমার। তাঁর স্ত্রী সূর্যদেবী আদতে তামিলনাড়ুর বাসিন্দা। সেই রাজ্যেরই বাসিন্দা ‘হাইকোর্ট মহারাজ’ নামে এক গ্যাংস্টারের সঙ্গে সূর্যদেবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আইএএস স্বামীর ঘর ছেড়ে গ্যাংস্টারের সঙ্গেই থাকতে শুরু করেন ওই মহিলা। গত ১১ জুলাই ১৪ বছরের এক কিশোরকে অপরহরণ কাণ্ডে হাইকোর্ট মহারাজের সঙ্গে মহিলার নাম জড়ায়। পরে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করে মাদুরাই পুলিস। সূর্যদেবী, গ্যাংস্টার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরই ওই মহিলা গান্ধীনগরে স্বামীর বাড়িতে ফিরে আসেন। তবে স্ত্রীর কীর্তি জানার পর তাঁকে ঘরে ঢুকতেই দেননি আইএএস স্বামী। জানা গিয়েছে, ঢুকতে না পেরে বিষ খান মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।