পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দলের জন্য নয়, দেশবাসী আমাদের এখানে পাঠিয়েছেন দেশের উন্নতির জন্য। সব দলের প্রতি আমার আহ্বান আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে কাজ করুন। ১৪০ কোটি দেশবাসী যে সরকারকে দেশের সেবার সুযোগ দিয়েছেন, সেই সরকারের কণ্ঠরোধ করবেন না।’ সব সাংসদ ইতিবাচক আলোচনা করবেন। বিতর্ক ভালো, তবে নেতিবাচক বিতর্ক খারাপ। দেশের উন্নতির স্বার্থে নেতিবাচক আলোচনার দরকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী।
১৪০ কোটি দেশবাসীকে তাঁর দেওয়া গ্যারান্টির কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে এগিয়ে চলেছি। বাজেটে আগামী পাঁচ বছর তার দিশা দেখাবে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ হবে।