Bartaman Patrika
সম্পাদকীয়
 

আম জনতার দুর্বিষহ অবস্থা

দু’বছর কাঁপুনি ধরিয়ে দেওয়ার পর দেশে করোনা সংক্রমণের হার এখন অনেকটাই স্তিমিত। কিন্তু মোদি সরকারের সৌজন্যে অন্য এক আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে আম জনতা। তা হল মূল্যবৃদ্ধি। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে ইতিমধ্যে রেকর্ড গড়েছে। কিন্তু পাইকারি ও খুচরো বাজারে জিনিসপত্রের দাম এখানেই আটকে থাকবে না। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কের পূর্বাভাস বলছে, খাদ্যপণ্যের দামে এখনই রাশ টানতে না পারলে নিকট ভবিষ্যতে মূল্যবৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক জায়গায় যাবে। ৮ শতাংশের মাত্রাও ছাড়াতে পারে। মূল্যবৃদ্ধির হার আরও বৃদ্ধির আশঙ্কার পাশাপাশি ডলারের বিনিময় মূল্য হিসেবে টাকার দাম আরও কমে যাওয়াটাও ভারতীয় অর্থনীতির পক্ষে বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব দেখেশুনে গরিব-মধ্যবিত্ত আরও বড় বিপদের আশঙ্কায় সিঁটিয়ে থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বের মুখে কোনও রা নেই! বরং আত্মতুষ্টিতে ভোগা মোদি সরকারের অর্থমন্ত্রী বলেই দিয়েছেন, ‘কোথায় মূল্যবৃদ্ধি?’ দেশে মূল্যবৃদ্ধি বলে নাকি কিছুই নেই। অথচ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পর এবার ডয়েশ ব্যাঙ্কও জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার আরও বাড়তে চলেছে। ফলে উদ্বেগে আম জনতা।
লকডাউন পরবর্তীকালে দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির জোড়া ফলার আক্রমণে এমনিতেই আম-আদমির নাভিশ্বাস ওঠার অবস্থা। এরকম একটা পরিস্থিতিতে ডলারের দাম বৃদ্ধি তেল আমদানিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। টাকার দামেও ধস। ফলে আশঙ্কা বাড়ছে। মোদি সরকার ঢাকঢোল পিটিয়ে দাবি করলেও দেশের অর্থনীতি এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তবু এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে বিস্ময়করভাবে নীরবতা পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ মোদি সরকারের চালিকাশক্তি সঙ্ঘ পরিবারও মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার জুলাইতে সামান্য কমলেও আগস্ট থেকেই তার গতি ঊর্ধ্বমুখী। অথচ রিজার্ভ ব্যাঙ্কের মতে, মূল্যবৃদ্ধির হার আদর্শ হওয়া উচিত ৪ শতাংশের আশপাশে। কিন্তু এই হার ৭.৪ শতাংশ হওয়ার বিপজ্জনক পূর্বাভাস দিয়েছে ডয়েশ ব্যাঙ্ক। আর দামে লাগাম না-এলে তা বেড়ে ৮ শতাংশ হওয়ার আশঙ্কাও রয়েছে। ঘটনা হল, রিজার্ভ ব্যাঙ্কসহ বিভিন্ন দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতে এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল মূল্যবৃদ্ধি। কিন্তু মোদি সরকারের গতি-প্রকৃতি দেখে বোঝার এতটুকু উপায় নেই যে তারা এ নিয়ে আদৌ চিন্তিত কি না। আসলে মোদি সরকার মূল্যবৃদ্ধি ও বেকারত্ব এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুকেই তেমন আমল দিতে নারাজ। জানা কথা যে, পেট্রপণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়ে জিনিসপত্রের দামের উপর। কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন অশোধিত তেল সস্তা হয়েছিল, অর্থাৎ দেশে জ্বালানি তেলের দাম কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তখনও এই সরকার তেলের দাম কমায়নি। বরং উল্টো পথে হেঁটে শুল্ক বাড়িয়ে ক্রমাগত পেট্রল ডিজেলের দাম বাড়িয়ে গিয়েছে! এখন পরিস্থিতি, তাতে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমলেও ডলারের দাম চড়া হওয়ার কারণে সেই সুবিধা গ্রহণ ভারতের পক্ষে সহজ হবে না। মার্কিন ডলারের তুলনায় গত সাতমাসের মধ্যে টাকার দামের রেকর্ড পতন ঘটেছে এবার। যার প্রভাব ভারতীয় বাজারে পড়তে বাধ্য। তাই টাকা এত দুর্বল হয়ে পড়ার কারণ মোদি সরকারের কাছে জানতে চেয়েছে বিরোধীরা।
সত্যি বলতে কী, মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে টাকার দামের পতন। গত কয়েক মাস ধরেই টাকার দাম পড়ছিল। জানুয়ারি থেকে ৯ শতাংশ দাম পড়েছে। ডলার প্রতি টাকার দাম ৮০ টাকার বিপজ্জনক সীমা আগেই ছাড়িয়েছে। মাঝে কিছুটা উন্নতি হলেও ফের বড় মাপের পতন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে টাকার দামের পতন, অন্যদিকে বিদেশি মুদ্রার সঞ্চয়ও কমে গিয়েছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় আসেন তখন এক ডলারের দাম ছিল ৫৮.৬২ টাকা। তাঁর আট বছরের রাজত্বে ভারতীয় মুদ্রার দাম ২২ টাকারও বেশি পড়ে গিয়েছে। সরকার স্বীকার করুক বা না করুক, এটাই মোদি জমানায় মুদ্রাস্ফীতির একটি বড় কারণ। সেইসঙ্গে খুচরো মূল্যবৃদ্ধি রয়েছে চড়া হারে। বেড়েছে আমদানি খরচ। তাই কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানির খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় দেশে জিনিসপত্রের দাম ফের বৃদ্ধির আশঙ্কা প্রবল। ভারতীয় মুদ্রার অবনমন পরিস্থিতিকে ঘোরালো করে তুলছে। মূল্যবৃদ্ধির দাপট রাতের ঘুম কেড়ে নিচ্ছে আম জনতার। তবু হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। সতর্কবার্তা থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পরিকল্পনার অভাবটি স্পষ্ট। দেশবাসী দুর্বিষহ পরিস্থিতিতে পড়লেও মোদির গলায় সেই ‘আত্মনির্ভর ভারত’-এরই স্লোগান! আর এই স্লোগান শুনিয়ে অবিরত মানুষকে ধোঁকা দিয়ে চলেছে মোদি সরকার।
24th  September, 2022
দুগ্গা এল ঘরে
 

পুজো মানে বৃষ্টি ধোয়া শরৎ নীলাকাশ/ পুজো মানে শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস/ পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা/ পুজো মানে দিঘির বুকে কাশ ফুলেদের মেলা/ পুজো মানে শিশির ভেজা শিউলি ফুলের দল/ পুজো মানে ঢাকের তালে তাক ধিনা ধিন বল... পুজো মানে দুঃখ ভুলে হারিয়ে পাওয়া সুখ/ পুজো মানে আনন্দেতে ভরবে সবার বুক/ পুজো মানে বিভেদ ভুলে ধর্ম যে যার যার/ পুজো মানে একত্রিত উৎসব যে সব্বার।
বিশদ

সম অধিকার

মেয়েটির বয়স ২৫। অবিবাহিত। পুরুষসঙ্গীর সঙ্গে স্বেচ্ছায় যৌনসম্পর্কে মিলিত হয়েছিলেন তিনি। তারপর দেখতে দেখতে ২৩ সপ্তাহ ৫ দিন অতিক্রান্ত। মাতৃগর্ভে জন্ম হয়েছে এক ভ্রূণের। গর্ভেই তাকে এতদিন লালনপালন করেন সেই মেয়ে। কিন্তু বেঁকে বসে তাঁর পুরুষসঙ্গী। বিশদ

01st  October, 2022
বিরোধীদেরও সমর্থন কাম্য 

গণতন্ত্র হল শান্তিকামী মানুষের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা। কারণ প্রকৃত গণতন্ত্রের ধারণার মধ্যেই রয়েছে মানুষের প্রতিটি মৌলিক অধিকার প্রদানের নিশ্চয়তা। তার মধ্যে উল্লেখযোগ্য—ব্যক্তি স্বাধীনতা, সার্বিক সাম্য ও মানবাধিকার। বিশদ

30th  September, 2022
সাপই যখন ওঝা

পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা বন্ধ করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তৎকালীন যুক্তরাষ্ট্র সরকারের এই কঠোর ভূমিকার এটাই তাৎপর্য ছিল যে, চিরাচরিত জঙ্গিবান্ধব নীতি না-ছাড়ার কারণে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি।
বিশদ

29th  September, 2022
দীর্ঘদিনের ঘাটতি পূরণের উদ্যোগ 

নয়াদিল্লির ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানুয়ারি, ২০১২-য় সারা দেশের স্কুলশিক্ষার হালহকিকত সংবলিত একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বাংলার শিক্ষার মান সম্পর্কে বলা হয় যে, কিছু মানদণ্ডে ভারতীয় গড়ের কাছাকাছি এবং একাধিক প্রশ্নে জাতীয় গড়ের খানিকটা নীচেই। বিশদ

28th  September, 2022
সবুজ সাথীর অভিযান

‘হুইলস ফর চেঞ্জ’। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কয়েক ক্রোশ। প্রতিদিন পায়ে হেঁটে সে পথ অতিক্রম করা প্রায় অসাধ্য কাজ। অথচ বাড়ির পড়ুয়া ছেলেমেয়েকে একটা সাইকেল কিনে দিয়ে এই সমস্যার সমাধান করবেন, সে সাধ্যও আর্থিকভাবে দীন বহু অভিভাবকের নেই। বিশদ

27th  September, 2022
পূর্ব অভিজ্ঞতা ভীষণ তিক্ত

আধার হল পৃথিবীর সর্ববৃহৎ বায়োমেট্রিক আইডি সিস্টেম। বিশ্ব ব্যাঙ্কের একসময়ের প্রধান অর্থনীতিবিদ পল রোমার আধারকেই পৃথিবীর সবচেয়ে সফিসটিকেটেড আইডি প্রোগ্রামের স্বীকৃতি দেন।
বিশদ

26th  September, 2022
কেন্দ্রের ঘুম কবে ভাঙবে?

বলা যায় নিদারুণ অবস্থা চলছে। এক মুঠো খাবার কিংবা পানীয় জলের খোঁজ করতে হেঁটে যেতে হয়েছে কয়েক কিলোমিটার। ভাত-রুটি-সব্জি কিনতে হয়েছে বেশি দামে। এক বালতি জল আনতে খরচ ৩০-৪০ টাকা। কেউ কেউ রাস্তার উপরে স্টোভ জ্বালিয়ে রুটি সব্জি করে নিচ্ছিলেন। বিশদ

25th  September, 2022
জরুরি নাগরিক সচেতনতা

ভারতের সংবিধানের প্রস্তাবনাটি অনন্য। এটাই স্বাধীন অখণ্ড সার্বভৌম ভারতের প্রাণশক্তি। সংবিধানের লক্ষ্য কী হবে? ১৯৪৬ সালের ২৬ নভেম্বর জওহরলাল নেহরু গণপরিষদে এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। তারই পরিবর্তিত রূপটি হল স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনা। বিশদ

23rd  September, 2022
স্বাধীন সিবিআই আর কবে? 

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২০১৪ সালের ২৬ মে। তিনি ভারতের ষোড়শ প্রধানমন্ত্রী। মোদি পুনর্নির্বাচিত হয়েছেন ২০১৯ সালের ৩০ মে। অর্থাৎ এখন চলছে তাঁর প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় দফা। বিশদ

22nd  September, 2022
গরিবের গৃহ নিয়েও রাজনীতি

যখন স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি উৎসব চলছে, তখন ভারতে গৃহহীন মানুষের সংখ্যা কত? প্রকৃত সংখ্যা কারও জানা নেই। সম্ভবত কেন্দ্রীয় সরকারও জানে না। ২০২১-এ জনগণনা হয়নি।
বিশদ

21st  September, 2022
কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতি

এই সেপ্টেম্বরেই তাঁর জন্মদিন উদযাপিত হল মহাসমারোহে। তারই কৃতজ্ঞতাস্বরূপ যেন দেশের ৮১ কোটি গরিব মানুষকে ‘জোড়া উপহার’ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
বিশদ

20th  September, 2022
উৎসবের সামনে চ্যালেঞ্জ ডেঙ্গু 

প্রতিটি জীবন আসলেই একটি সংগ্রামের পূর্ণাঙ্গ ইতিহাস। জন্ম দিয়ে প্রথম অধ্যায়ের সূচনা আর মৃত্যুর ভিতরেই থাকে অন্তিম অধ্যায়ের যাবতীয় উপকরণ। অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বেঁচে থাকার মূল রসদ অবশ্যই। তবে জীবনেতিহাসের সবক’টি অধ্যায় তার জন্য বরাদ্দ নয়।
বিশদ

19th  September, 2022
সমন্বয়ের অভাব

মুড আছে, মুড নেই! গত মঙ্গলবার নবান্ন অভিযানের দিন বিজেপি নেতা-কর্মীদের প্রচণ্ড ‘মুড’ ছিল। তাই কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে গেরুয়াবাহিনীর নির্বিচার তাণ্ডবের ছবি দেখা গিয়েছে।
বিশদ

18th  September, 2022
ফের শিরোনামে লখিমপুর

হাতরাস-উন্নাও-বলরামপুর-লখিমপুর ... যোগীরাজ্যে ধর্ষণ ও খুন যেন মানচিত্রে আলাদা করে জায়গা করে নিয়েছে। নারী নির্যাতনের মৃগয়াক্ষেত্র এই রাজ্যে ধর্ষণ ও খুনের সাক্ষী হিসাবে একটার পর একটা জায়গায় নাম উঠে আসছে টাইম-টেবিলে। বিশদ

17th  September, 2022
নিম্ন মেধার রাজনীতি

জনপ্রতিনিধি আর জনগণ এক নয়। এই দুইয়ের মধ্যে ফারাক বিস্তর। একটি শিশুরও তা অজানা নয়। বিজেপির কাজ-কারবার দেখে মনে হয়, শুধু তারাই এটা জানে না। অথচ কেন্দ্রের শাসক দল হওয়ার সুবাদে নেতৃত্ব সেটাকেই দেশের প্রধান রাজনৈতিক শক্তি বলে জাহির করে। বিশদ

16th  September, 2022
একনজরে
থিমের পুজো এবার নজর কাড়ছে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের। শহরে বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা থিম পুজোর উপর ভর করে একে অপরকে টেক্কা দিচ্ছে। শিল্পীদের ভাবনায় তৈরি হয়েছে এসব থিম। গঙ্গারামপুর জ্বলন্ত অগ্নি সঙ্ঘ ক্লাবের এবারের ৪৭তম বর্ষের পুজোর থিম নারী। ...

পঞ্চমীর রাতে ডোমকলে রাজ্য সড়কে বেপরোয়া বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বাইকের আর এক আরোহী গুরুতর জখম হয়েছেন। বেপরোয়া বাইক চলাচল রুখতে শনিবার থেকে কড়া ব্যবস্থা নিল মুর্শিদাবাদ জেলা পুলিস। ...

লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন আন্দোলনকারী কৃষকরা। সেই চিঠির অন্যতম প্রধান দাবিই হল, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করতে হবে। ...

শুক্রবার আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। বুধবার কোচি পৌঁছনোর কথা ইভান গঞ্জালেস-শৌভিক চক্রবর্তীদের। ইস্ট বেঙ্গলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার কোচ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অহিংস দিবস
ভারতে গান্ধী জয়ন্তী
পথশিশু দিবস 
১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি শুরু হয়
১৮১৪: সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম
১৮৬৬: হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দর জন্ম
১৮৬৮: কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়
১৮৬৯: মহাত্মা গান্ধীর জন্ম
১৮৮৯: অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম
১৯০৪: দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম
১৯০৬: শিল্পী রাজা রবি বর্মার মৃত্যু
১৯১৭: কবি অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু
১৯২৪: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম
১৯৫০ - কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জন্ম
১৯৬২: ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারার জন্ম
১৯৭২: মুম্বই তথা তৎকালিন বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়
১৯৯৬ : মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৭৮ টাকা ৮২.৫৩ টাকা
পাউন্ড ৮৯.৫৪ টাকা ৯২.৭৬ টাকা
ইউরো ৭৮.৫৬ টাকা ৮১.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২।  সপ্তমী ৩৩/১০ রাত্রি ৬/৪৮। মূলা নক্ষত্র ৫০/৫১ রাত্রি ১/৫৩। সূর্যোদয় ৫/৩১/৫২, সূর্যাস্ত ৫/২০/৩২। অমৃতযোগ দিবা ৩/১৯ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪৬ গতে ৪/৩৩ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২। সপ্তমী রাত্রি ৬/২২। মূলা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২২। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩১ গতে ৪/১৬ মধ্যে। 
৫ রবিউল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে ‘বর্তমান’-এর সকল ...বিশদ

04:00:00 AM

সাংসদ পদ ছাড়লেন খাড়্গে
কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ...বিশদ

01-10-2022 - 02:42:50 PM

দিল্লিতে পিইউসি ছাড়া মিলবে না তেল
২৫ অক্টোবরের পর থেকে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র  ছাড়া দিল্লিতে পাওয়া ...বিশদ

01-10-2022 - 02:32:37 PM

চিকিৎসক নীলরতন সরকার ও সঙ্গিতজ্ঞ শচীনদেব বর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়

01-10-2022 - 01:21:00 PM

ভারতে বন্ধ করা হল পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট

01-10-2022 - 12:54:30 PM

ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
ইরান থেকে তেল কেনার জন্য একটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ ...বিশদ

01-10-2022 - 12:42:02 PM