যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
অন্যদিকে, একই সংস্থা থেকে দুর্গাপুজোর আগমনী গান নিয়ে হাজির আর এক জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। ‘আইগিরি নন্দিনী’ শীর্ষক গানটির সুরকার তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। কথা সৈকত চট্টোপাধ্যায়ের। নারীশক্তির জয়গান অর্থাৎ আজকের নারী যে মাল্টিটাস্কার সে কথাই তুলে ধরে গানটি। সম্প্রতি গায়িকার জন্মদিনে গানটি প্রকাশ্যে এল। ‘জন্মদিনে আমারই গাওয়া গান মুক্তি পাওয়ায় একটা অন্য অনুভূতি হচ্ছে। নারীশক্তির কথা মাথায় রেখেই গানটি তৈরি’, বলছিলেন ইমন। মুক্তির দিন কয়েকের মধ্যেই গানটি দেখে ফেলেছেন প্রায় ১০ লক্ষের বেশি মানুষ।