যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
চলতি বছরেই করোনার জন্য ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জানুয়ারি মাসেও করা সম্ভব হয়নি। করোনার প্রকোপ একটু কমলে নতুন পরিস্থিতিতে উৎসব হয়েছিল এপ্রিলের শেষে। কিন্তু আগামী বছর জানুয়ারিতে পরবর্তী চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণার পরেও আবার এগিয়ে আনা হল কেন? সাধারণত প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। কিন্তু দু’বছর আগে করোনার আবির্ভাব তাতে বাধ সাধে। ফলে উৎসবের ২৬তম এডিশন পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছিল। সেই মতো ২৭তম এডিশন হওয়ার কথা ছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। সেটাই পিছিয়ে গিয়ে হয়েছিল এবছর এপ্রিলে। মনে করা হচ্ছে, এই বছর ডিসেম্বরে উৎসব আয়োজন করে আবার পুরনো ক্যালেন্ডারেই ফিরতে চাইছেন উৎসব কর্তৃপক্ষ। অর্থাৎ সব ঠিক থাকলে, আগামী বছর থেকে আবার নভেম্বরেই ফিরতে পারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।