যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
সামনেই মুক্তি পাবে আয়ুষ্মান অভিনীত ‘ডক্টর জি’। বছর শেষে তিনি ‘ড্রিম গার্ল ২’-এর শ্যুটিং করবেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, এই দুটো ছবির ফলাফল দেখে তারপর নতুন ছবি সাইন করবেন আয়ুষ্মান। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে একের পর এক ছবির ব্যর্থতাকে দেখে অক্ষয়কুমার, শাহিদ কাপুর, রাজকুমার রাও সহ আরও অনেকেই ছবির পারিশ্রমিক কমাতে বাধ্য হয়েছেন।