যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
কাজল সবসময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। ওয়েব প্ল্যাটফর্মও তাঁর কাছে প্রায় নতুন। ‘নতুন ফরম্যাট সবসময় চ্যালেঞ্জিং আর চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। নতুন ধরনের একটি চরিত্র নিয়ে পরীক্ষা নীরিক্ষার সুযোগ আমি পাচ্ছি এই সিরিজে। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করলেও প্রথমবার কোনও চরিত্রে অভিনয় করা সবসময় স্পেশাল। শিগগিরই এই চরিত্র সম্বন্ধে আরও তথ্য আমি আপনাদের দিতে পারব’, বলেছেন ৪৮ বছর বয়সি অভিনেত্রী।
কাজল যে ওয়েব সিরিজে অভিনয় করছেন, এরকম একটা খবর ছিলই। ঘোষণা পর্বে ছিল শাহরুখ টাচও। কীরকম! সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম একটি টিজার প্রকাশ করেছিল যাতে দেখা যায় ক্যামেরার দিকে পিছন ফিরে রয়েছেন কাজল। কাজল-শাহরুখ জুটির আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র একটি বিখ্যাত সংলাপ ধার করে টিজারটি তৈরি করা হয়। আগর ইয়ে ওহি সুপারস্টার হ্যায় জিসকে লিয়ে দিলওয়ালে ইন্তেজার কর রহে হ্যায় তো ইয়ে পলট কে দেখেগি। পলট পলট পলট—একটা ভয়েসওভার। আর তারপরই কাজলের ঘোষণা, ‘হ্যাঁ হ্যাঁ আমিই। আর কে হবে? আসছি নতুন শো নিয়ে...।’ অবশ্য এর আগে অজয় দেবগণের ঘরণীকে ওয়েব প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। প্রথম সারির অন্য একটি ওটিটি’তে ‘ত্রিভঙ্গ’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।